এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ - A+ আসবেই

এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ খুঁজছো? তাহলে তুমি একদম সঠিক জায়গাতে এসেছ। আমরা আজকের এই পোস্টে এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগামী ৭ তারিখ বৃহস্পতিবার তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তাই আমাদের হাতে একদম সময় নেই একটি মুহূর্ত অযথা নষ্ট করা যাবে না। চলো আমরা ঝটপট জেনে আসি এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ এবং বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় কি সেই সম্পর্কে।
এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ - A+ আসবেই
বিজ্ঞান অনেকের কাছে সহজ মনে হলেও অনেকের কাছে কঠিন মনে হয়। তাই আজকের এই পোস্টে আমরা জীব বিজ্ঞানের কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পরট্যান্ট এবং কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন সম্ভাবনা রয়েছে। এবং কোন কোন প্রশ্ন আসবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ এবং বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় জানতে এই পোস্টটি মনোযোগ সহ পড়তে থাকো। আর আমরা যে সাজেশন গুলো দিব এগুলো অবশ্যই একটি খাতায় নোট করে রাখ।

পেজ সূচিপত্র

     ভূমিকা      
জীববিজ্ঞান তোমার কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু এই সাবজেক্টে খুব মজার লাগে তবে অনিকের কাছে একটু কঠিন মনে হয়। তবে কঠিন লাগলে চিন্তার কিছু নেই আমরা আজকের এই পোস্টের তোমাদের বলে দিব পরীক্ষাতে কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। কারণ যেহেতু আগামী ৭ তারিখের বৃহস্পতিবার যে বিজ্ঞান পরীক্ষা হতে চলেছে। তাই আমাদের হাতে বেশি সময় নেই। এই  ৩ - ৪ দিনে জীব বিজ্ঞানের ১৪ টি অধ্যায় সম্পন্ন করা কিন্তু কখনোই সম্ভব নয়।

তাই আজকের এই পোস্টে আমরা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি অধ্যায় সম্পর্কে বলে দিব। এই পাঁচটি অধ্যায় থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে এই বিষয়ে তুমি নিশ্চিত থাকো। যেহেতু তোমাদের পরীক্ষাতে ৮ টি প্রশ্নের মধ্যে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাই পাঁচটি প্রশ্নের জন্য তোমাকে ১৪ টি অধ্যায় পড়তে হবে না যেকোনো পাঁচটি অধ্যায় পড়লে তুমি অনায়াসে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। তাই চলো এবার আর দেরি না করে আমরা জেনে নেই এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪।

এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪

জীববিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় খুব বেশি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি অধ্যায় একবার হলেও তোমাকে বোর্ড বই থেকে রিডিং পড়তে হবে। কারণ বহুনির্বাচনী প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় থেকে মিলিয়ে আসবে এই জন্য তুমি যদি বহুনির্বাচনী প্রশ্নতে এ প্লাস পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই বোর্ড বইয়ের প্রত্যেকটি অধ্যায় রিডিং পরতে হবে। এছাড়াও তুমি যদি এ প্লাস পেতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই বহুনির্বাচনী প্রশ্ন তে এ প্লাস পেতে হবে। কারণ এ প্লাস পাওয়ার সবচেয়ে অন্যতম একটি পন্থা হলো বহুনির্বাচনী প্রশ্নতে ফুল মার্ক পাওয়া।

অর্থাৎ যেহেতু বহু নির্বাচনী প্রশ্নের প্রত্যেকটি সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে এক মার্ক দেওয়া হয়। তাই এক্ষেত্রে বহুনির্বাচনী প্রশ্নে তুমি ফুল মার্ক পেয়ে সহজেই জীববিজ্ঞানে এ প্লাস পেতে পারবে। এছাড়াও চিন্তার কোন বিষয় নেই। আমরা আজকের এই পোস্টে এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ সম্পর্কে  আলোচনা করব যে কোন অধ্যায় থেকে তোমাদের জীববিজ্ঞান পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন করা হবে এবং কোন অধ্যায় গুলো পড়লে তুমি সহজে অল্প পড়ে জীববিজ্ঞান তাতে এ প্লাস অর্জন করতে পারবে।

  • জীবন পাঠ 
  • জীবকোষ ও টিস্যু
  • কোষ বিভাজন
  • জীবনী শক্তি**
  • খাদ্য পুষ্টি এবং পরিপাক
  • জিব পরিবহন
  • গ্যাসীয় বিনিময়
  • রেচন প্রক্রিয়া**
  • দৃঢ়তা প্রদান ও চলন**
  • সমন্বয়
  • জীবের প্রজনন**
  • জীবের বংশগতি ও বিবর্তন
  • জীবের পরিবেশ
  • জীব প্রযুক্তি
উপরের এই ১৪ টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ তবে এতগুলো অধ্যায় এই তিন থেকে চার দিনের শেষ করাতে সম্ভব নয় তাই না এছাড়াও পরীক্ষাতে ভালো ফল অর্জন করতে চাইলে প্রত্যেকটি অধ্যায় শেষ করার পর আমাদেরকে বারবার রিভাইজ দিতে হবে। আর এই 14 টি অধ্যায় এই কয়দিনের মধ্যে শেষ করে বারবার রিভাইজ দেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাই আজকের এই পোস্টে আমরা তোমাদের সাথে সবচেয়ে সেরা একটি সাজেশন শেয়ার করব যে কোন অধ্যায়গুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে।

আমাদেরকে পরীক্ষা দেয় শুধুমাত্র ৫ টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তাই ৫ টি সৃজনশীল প্রশ্নের জন্য ১৪ টি অধ্যায় পড়ার কোন দরকার নেই। নিচে যে পাঁচটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি। এই পাঁচটি গুরুত্বপূর্ণ অধ্যায় যদি তুমি খুব ভালোভাবে পড়ো তাহলে আশা করছি তোমাকে আর অন্য কোন অধ্যায় পড়ার কোন প্রয়োজন হবে না। তুমি যদি এই পাঁচটি অধ্যায় খুব ভালোভাবে পারো তাহলে এখান থেকে তোমার এ প্লাস নিশ্চিত। খাতা বের করে , নিচের অধ্যায় গুলোকে খাতায় নোট করে নাও।

জীবকোষ ও টিস্যু

জীব কোষ ও টিস্যু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে তোমরা অবশ্যই একটি প্রশ্ন পেয়ে যাবে এজন্য এই অধ্যায়টিকে খুব ভালোভাবে পড়তে হবে প্রথমে বোর্ড বই বের করে, বোর্ড বই থেকে খুঁটিয়ে প্রত্যেকটি পেজ ভালো ভাবে রিডিং পড়বে। তারপর গুরুত্বপূর্ণ অংশগুলোকে কালার পেনের সাহায্যে মার্ক করে রাখবে। তারপর গাইড বই পড়া শুরু করবে যে বিজ্ঞান অনেক সহজ মনে হলেও কিন্তু পরীক্ষার সময় মাথা একটু গুলিয়ে যায়। এইজন্য প্রতিটি পড়াকে বারবার পড়তে থাকবে।

আর হ্যাঁ পড়া শেষে অবশ্যই সেগুলো না দেখে লিখার প্র্যাকটিস করবে। জীব কোষ ও টিস্যু এই অধ্যায় থেকে এই বছরে তোমাদের একটি অথবা দুটি সৃজনশীল অবশ্যই পাবে। সাথে এই অধ্যায় থেকে প্রচুর বহুনির্বাচনী প্রশ্ন আসবে এজন্য বোর্ডে আসা প্রতিটি বহুনির্বাচনী প্রশ্নকে খুঁটিয়ে মুখস্ত করবে যেন একটি বহুনির্বাচনী প্রশ্নও বাদ না পরে। একটা প্রশ্ন ব্যাংক বই থেকে বোর্ড প্রশ্ন পড়া শুরু করবে। মনে রাখবা তুমি যত বেশি বোর্ড প্রশ্ন পড়বে তোমার পরীক্ষা তত ভালো হবে।

কোষ বিভাজন

কোষ বিভাজন এই অধ্যায়টি খুব খুব খুব বেশি ইম্পোর্টেন্ট এই অধ্যায় থেকে তোমরা একসেপ্ট প্রশ্ন পেয়েছ এই জন্য এই অধ্যায়টি কে খুব ভালোভাবে পড়বে এই অধ্যায়টি একটু বড় হলেও কিন্তু অনেক সহজ। কোষ বিভাজন অধ্যায়টির প্রজনন প্রক্রিয়া গুলো কি খুব ভালোভাবে মুখস্ত করবে। এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে যেমন মাইটোসিস তাকে বলে অথবা মিয়োসিস কাকে বলে। গ অথবা ঘ নাম্বারে কোষ বিভাজন নিয়ে একটি প্রশ্ন পেয়ে যাবে।

যেহেতু জীববিজ্ঞানে অধ্যায় অনেক বেশি এজন্য প্রশ্ন মিলিয়ে আসতে পারে অর্থাৎ ক ও খ নাম্বারে অন্য একটি অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে আবার গ ও ঘ নাম্বারে কোষ বিভাজন দেখে প্রশ্ন আসতে পারে এভাবে প্রশ্ন মিলিয়ে মিলিয়ে আসতে পারে এ জন্য প্রতিটি অধ্যায় প্রথমে গাইড বই ভালোভাবে রিডিং পড়ে নিবে আর বোর্ড প্রশ্ন তো রয়েছে। প্রতিটি বোর্ড প্রশ্ন মনোযোগ সহ মুখস্ত করলে আশা করছি একটি প্রশ্ন বাদ যাবে না তুমি পরীক্ষাতে খুব ভালোভাবে পাঁচটি প্রশ্ন কমপ্লিট করতে পারবে।

জীবনীশক্তি

জীবনী শক্তি এই অধ্যায়টিও খুব বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে অবশ্যই একটি প্রশ্ন আসবে। এইজন্য এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়ে রাখবে। ডিএনএ কাকে বলে আরএনএ কাকে বলে এসব বিষয় খুব ভালোভাবে তোমাকে জানতে হবে। তুমি যদি অল্প পরেই পরীক্ষা দিয়ে এ প্লাস পেতে চাও সেক্ষেত্রে এই অধ্যায়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। জীব বিজ্ঞানের প্রতিটি অধ্যায় খুব বড় তবে এই অধ্যায়টি বড় হলেও কিন্তু অনেক সহজ। এইজন্য এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়ে রাখবে।

প্রথমে জীবনী শক্তি অধ্যায়টি বোর্ড বই সম্পূর্ণ রিডিং পড়ে নিবে। তারপর বহুনির্বাচনী প্রশ্ন করা শুরু করবে কারণ এই অধ্যায় থেকে কিন্তু প্রচুর বহুনির্বাচনের প্রশ্ন আসবে এজন্য জীবনে শক্তি অধ্যায়টি থেকে একটি অংশ বাদ দেওয়া যাবে না প্রতিটি অংশ তোমাকে খুঁটিয়ে মুখস্ত করতে হবে। বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়া শেষ হলে তারপর বোর্ড প্রশ্ন পড়া শুরু করবে। প্রতিটি বোর্ড প্রশ্ন ভালোভাবে মুখস্ত করবে আর গুরুত্বপূর্ণ অংশগুলোকে অবশ্যই একটি কালার পেনের সাহায্যে মার্ক করতে হবে।

খাদ্য পুষ্টি ও পরিপাক

জীববিজ্ঞান এর সে গুরুত্বপূর্ণ অধ্যায় গুলোর মধ্যে একটি হল খাদ্য পুষ্টি ও পরিপাক এই অধ্যায়টি খুব বেশি ইম্পর্টেন্ট তবে যেহেতু এই অথরিটি অনেক বেশি বড় এজন্য আমার মতে এই অধ্যায়টি বাদ দেওয়াই উচিত তবে হ্যাঁ বহুনির্বাচনের প্রশ্নের জন্য এই অধ্যায়টি প্রথমে বোর্ড বইয়ে ১ বার রিডিং পড়ে নিতে হবে। এই অধ্যায়টি অনেক ইম্পরট্যান্ট হলেও এই অধ্যায়টি অনেক বড়। এই সময় তুমি চাইলে আরো অন্য দুইটি অধ্যায় সম্পন্ন করতে পারবে এই জন্য আমরা সাজেশন থেকে এই অধ্যায়টিকে বাদ দিয়েছি।

খাদ্য পুষ্টি ও পরিপাক এই অধ্যায়টি বাদ দিয়ে তুমি চাইলে এই সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো পড়তে পারো যেমন: রেচন প্রক্রিয়া, জীবনী শক্তি। খাদ্য পুষ্টি ও পরিপাক এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ হলেও এই অধ্যায়টি অনেক বড়। তাই এই অধ্যায়টি বাদ দিয়ে তোমরা অন্যান্য গুরুত্বপূর্ণ অধ্যায় গুলোর প্রতি বেশি মনোযোগ দাও। যেই অধ্যায়গুলো সহজ এবং ছোট সেই অধ্যায় গুলোর প্রতি বেশি মনোযোগ দিতে হবে। তুমি যদি সাজেশন অনুযায়ী পড়া শুরু কর আশা করছি তোমার পরীক্ষাতে খুব ভালো ফলাফল অর্জন হবে।

রেচন প্রক্রিয়া

প্রক্রিয়া এই অধ্যায়টিও খুব বেশি ইম্পরট্যান্ট তুমি যদি অল্প পরেই পরীক্ষা দেয় খুব ভালো ফলাফল অর্জন করতে চাও সে ক্ষেত্রে তোমাকে এই অধ্যায়টি পড়তেই হবে অর্থাৎ রেচন প্রক্রিয়া। যেহেতু আমরা অধ্যায় কমিয়ে দিয়েছি এই জন্য এই সাজেশন অনুযায়ী প্রতিটি পড়া তোমাকে খুঁটিয়ে মুখস্ত করতে হবে একটি অংশ বাদ দেওয়া যাবে না প্রথমে বোর্ড বই থেকে পড়া শুরু করবে বোর্ড বই সম্পূর্ণ রিডিং পড়া শেষ হলে, বহু নির্বাচনী প্রশ্ন পড়া শুরু করবে। তারপর বহুনির্বাচনের প্রশ্নপত্র শেষ হলে বোর্ড প্রশ্ন পড়া শুরু করবে।

মনে রাখবে তুমি যদি বোর্ড প্রশ্ন না পড়ো তাহলে কিন্তু তুমি কখনোই পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবে না। কারণ পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন গুলোই বোর্ড প্রশ্ন থেকে আসে। তুমি যত বেশি প্রশ্ন করবে তোমার পরীক্ষা তত ভালো হবে এই জন্য এখন থেকে সবচেয়ে বেশি বোর্ড প্রশ্ন পড়তে হবে। আর হ্যাঁ প্রত্যেকবার পড়ার পর না দেখে লিখার চেষ্টা করবে। এতে দীর্ঘদিন পড়াগুলো তোমার ব্রেইনে সংরক্ষণ থাকবে। তুমি যদি আমাদের নিয়ম গুলো পড়ো তাহলে আশা করছি তোমার পরীক্ষা আছে খুব ভালো ফলাফল অর্জন হবে।

দৃঢতা প্রদান ও চলন

পাঁচটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে আরো একটি হলো দৃঢ়তা প্রদান ও চলন এই অধ্যায়টিও খুব বেশি ইম্পর্টেন্ট এই বছরে তোমাদের এই অধ্যায় থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে এই জন্য এই অধ্যায় খুব ভালোভাবে পড়তে হবে। প্রথমে বোর্ড বই পড়া শুরু করবে তারপর বোর্ড বই খুঁটিয়ে পড়া শেষ হলে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ অংশকে কালার পেন এর সাহায্যে মার্ক করে রাখবে তারপর বোর্ড এগুলো পড়া শুরু করবে বোর্ড প্রশ্ন একটিও বাদ দিবে না প্রত্যেকটি বোর্ড প্রশ্ন খুটিয়ে মুখস্ত করবে।

জীবের প্রজনন

পরীক্ষাতে জীবের প্রজনন এই অধ্যায় থেকে 1 সেট প্রশ্ন পেয়ে যাবে এজন্য এই অধ্যায় টি খুব ভালোভাবে তোমরা দেখে যাবে এই অধ্যায়টিকে একটি অথবা দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। প্রজনন কি নিষেক প্রক্রিয়া কাকে বলে দ্বিনিষেক কাকে বলে এই সমস্ত ছোট ছোট প্রশ্ন গুলো বেশি ভালোভাবে মুখস্ত করবে আর হ্যাঁ বানান যেন ভুল না হয়। এই অধ্যায়টি খুব ছোট এবং সহজে জন্য আশা করছি তুমি অল্প সময়ের মধ্যে এই অধ্যায়টি কমপ্লিট করতে পারবে।

এ বছরে তোমাদের পরীক্ষা দেবে বেশিরভাগ প্রশ্নের সহজ সহজ অধ্যায় থেকে আসবে এজন্য তোমাদেরকে আমরা যে অধ্যায় সম্পর্কে বলছি এই অধ্যায় গুলোই খুব ভালোভাবে পড়ে যাবে তাহলে আশা করছি পরীক্ষা খুব ভালো হবে। যেহেতু তোমাদেরকে যেকোনো পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এজন্য আমরা যেকোনো পাঁচটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করছি। তুমি যদি এই পাঁচটি অধ্যায়কে খুব ভালোভাবে পড়ো এবং একটি অংশ বাদ না দাও তাহলে আশা করছি তোমার পরীক্ষা খুবই ভালো হবে।

শেষের দুইটি অধ্যায় রয়েছে জীবের পরিবেশ ও জীব প্রযুক্তি এই দুইটি অধ্যায় মধ্যে থেকে যেকোনো একটি অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসবে এজন্য তোমরা চাইলে এই দুইটি অধ্যায় দেখে রাখতে পারো তবে না বলেও কোন সমস্যা নেই কারণ আমরা উপরে যে পাঁচটি অধ্যায় তোমাদের সাথে শেয়ার করলাম। একটি অধ্যায় যদি তোমরা খুব ভালোভাবে পড়ো এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে প্রত্যেকটি বহুনির্বাচনী প্রশ্ন মুখস্ত করো। তাহলে আশা করছি এর বাইরে তোমাদেরকে আর পড়ার কোন প্রয়োজন হবে না। এখান থেকে তোমরা অনায়াসে পাঁচটি সৃজনশীল পরীক্ষাতে কমপ্লিট করতে পারবে।

আশা করছি ওপরের এত আলোচনার মাধ্যমে তুমি বুঝতে পেরেছ এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ সম্পর্কে। তুমি যদি উপরের নিয়ম অনুযায়ী এই পাঁচটি অধ্যায়কে খুব ভালোভাবে পড়ো এবং নিজের নিয়ম গুলো অনুসারে রুটিন তৈরি করে পড়াশোনা কর তাহলে আশা করছি তুমি পরীক্ষাতে খুব ভালো ফলাফল অর্জন করতে পারবে। শিক্ষার্থী এই বছর জীববিজ্ঞান পরীক্ষা একটু কঠিন হতে চলেছে এই জন্য অযথাই সময় নষ্ট না করে এখনই পড়তে বসো।এছাড়াও পরীক্ষাতে ভালো করতে নিচে দেখুন জীববিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২৪

জীববিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২৪

জীববিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২৪। করে আমরা এতক্ষন এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ সম্পর্কে আলোচনা করলাম ওপরের আলোচনার মাধ্যমে আশা করছি তুমি বুঝতে পেরেছ পরীক্ষাতে কোন কোন অধ্যায় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। তুমি যদি উপরের এই পাঁচটি অধ্যায়কে খুব ভালোভাবে পড়ো, তাহলে তোমাকে আর অন্য কোন অর্থে বলার প্রয়োজন হবে না। এবার চলো আমরা জেনে আসি জীববিজ্ঞান পরীক্ষাতে কি কি প্রশ্ন আসতে পারে। অর্থাৎ জীববিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২৪।

প্রকৃত ও আদি কোষের মধ্যে কি কি পার্থক্য রয়েছে? ৪ টি পার্থক্য দেখাও 
মানবজীবনে মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা কর। (ক অথবা ঘ প্রশ্নে আসতে পারে)
জীবের নামকরণ পদ্ধতি কি?
ব্যাকটেরিয়ার কোষ বিভাজন প্রক্রিয়া ব্যাখ্যা কর।
মারগুলিশ এর শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত খুটিয়ে মুখস্থ করতে হবে।
ঐচ্ছিক পেশী কাকে বলে?
অনৈচ্ছিক পেশী কাকে বলে?
ঐচ্ছিক পেশী ও অনৈচ্ছিক পেশীর মধ্যে চারটি পার্থক্য কি কি ব্যাখ্যা কর।
ঐচ্ছিক পেশী ও হৃদ পেশির মধ্যে তুলনা কর।
জীবদেহকে সচল রাখতে পেশীর ভূমিকা বিশ্লেষণ কর
এছাড়াও A+ পেতে স্কলেরেনকাইমা টিস্যু, সিভ কোষ, 
জাইলেম টিস্যু, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস ও ট্রাফিক সম্পর্কে বিস্তারিত পড়ে নিবে। এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন আসবে।
অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া সম্পর্কে ১ এই প্রশ্ন অবশ্যই আসবে এই জন্য এই তিনটি কোষ বিভাজন প্রক্রিয়া সম্পর্কে খুঁটিয়ে মুখস্ত করতে হবে।
সালোকসংশ্লেষণের কার্বন-ডাই-অক্সাইডের CO²  এর প্রভাব।
ক্লোরোপ্লাস্ট , রাতে সালোকসংশ্লেষণ সম্পর্কে বিস্তারিত পড়ে রাখবে এখান থেকে ১ সেট প্রশ্ন আসবে।
প্রাণিজগতের সালোকসংশ্লেষণের গুরুত্ব কি? প্রাণিজগতে সালোকসংশ্লেষণ না থাকলে কি হতে পারে?
ক্যালরির চাহিদা নির্ণয়  করো।
আমিষ পরিপাক প্রক্রিয়া বিশ্লেষণ করো।
বি এম আই BMI নির্ণয় করো।
বি এম আর BMR নির্ণয় কর।

উপরের এই তালিকাটি খুব ভালোভাবে খাতায় নোট করে ফেলো এবং এই অনুসারে পড়া শুরু করো। আজকের জীববিজ্ঞানের যে পাঁচটি অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম এই পাঁচটি অধ্যায়টি খুব ভালোভাবে পড়তে হবে সাথে উপরের এই প্রশ্নগুলো দেখে নেবে এই প্রশ্নগুলো থেকে তোমরা প্রচুর কমন পাবে এই জন্য এখান থেকে একটি প্রশ্নও বাদ দিবে না। মূলত জীববিজ্ঞান পরীক্ষা একটু কঠিন হয় তবে চিন্তার কিছু নেই তুমি যদি এই সাজেশন অনুসারে পড়ো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবে।এছাড়াও বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় জানতে নিচে দেখো

বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়

বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় খুঁজছো? তাহলে তুমি সঠিক জায়গাতে এসেছ আমরা আজকের এই পোস্টে বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় গুলো তোমাদের সাথে শেয়ার করব। বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা কিন্তু খুব বড় কোন বিষয় নয়। তোমরা যদি একটু চেষ্টা করো এবং একটু পরিশ্রম করো তাহলে কিন্তু সহজেই তোমরা বোর্ড পরীক্ষাতে ভালো করতে পারবে। এছাড়াও প্রিয় শিক্ষার্থীর চিন্তার কিছু নেই আমরা আজকের এই পোস্টে বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় গুলো তোমাদের সাথে শেয়ার করব।

যদি পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে চাও এবং অল্প সময়ের মধ্যে অল্প করে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও সে ক্ষেত্রে নিচের উপায় গুলো অনুসরণ কর। এছাড়াও তোমরা জানো আমার কাছে কিন্তু স্কুল অথবা কলেজের পরীক্ষার চেয়ে বোর্ড পরীক্ষা বেশি সহজ মনে হয় কারণ স্কুল কলেজে পরীক্ষাতে মার্ক কম পেলেও বোর্ড পরীক্ষায় কিন্তু মার্ক বেশি বেশি পাওয়া যায়। এজন্য তোমরা বোর্ড পরীক্ষা নিয়ে একদম চিন্তা করো না সম্পূর্ণ নিশ্চিন্তে পড়াশুনা করো এবং পরীক্ষা দাও। আরও নিচে দেখো বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় গুলো।

সকালে উঠা
তুমি যে কোন পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে চাও না কেন তোমাকে অবশ্যই সকালে উঠতে হবে সকালে ওঠার অভ্যাস তৈরি করতে হবে তুমি যদি রেগুলার সকালে ওঠো তাহলে সেখান থেকে তুমি আরো এক্সট্রা টাইম পেয়ে যাবা পড়াশোনার জন্য। এছাড়াও আরও একটি মজার ব্যাপার হলো সকালের পড়া সবচেয়ে ভালো হয়। কারণ সকালে থেকে উঠে আমাদের ব্রেইন সম্পন্ন ক্লিয়ার থাকে মাথায় কোন চিন্তা ভাবনা থাকে না। এতে যেকোনো পড়া দ্রুত সম্পন্ন হয়।

এইজন্য এখন থেকে চেষ্টা করবা নিয়মিত সকালে ওঠার তুমি যদি নিয়মিত সকালে ওঠো তাহলে আশা করছি তোমার পড়াশোনায় দ্রুত উন্নতি হবে। নিয়মিত সকাল ৫ টা ৪০ মিনিটে উঠবা। তারপর ফ্রেশ হয়ে হালকা কফি অথবা চা খেয়ে পড়তে বসবা। এই সময় অবশ্যই একটি ডেইলি রুটিন তৈরি করে নিবা। তুমি যদি ডেইলি রুটিন অনুযায়ী পড়াশোনা করো তাহলে পড়াশোনা খুব ভালো হবে। প্রতিটি পড়ার সময় মত সম্পন্ন হবে। এইজন্য এখন থেকে নিয়মিত সকালে উঠবে এবং সকালে উঠেই ডেইলি রুটিন তৈরি করবা।


সাজেশন
তুমি যদি পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সাজেশন অনুযায়ী পড়াশোনা করতে হবে কারণ গাধার মতো সারাদিন পরিশ্রম না করে সাজেশন অনুযায়ী পড়লে একদিকে যেমন পড়া কম হয় আরেকদিকে সাজেশন অনুযায়ী বারবার পড়ে রিভাইজ দিয়ে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করা যায়। সহজ ভাষায় বলি আজকের এই পোস্টে আমরা যেমন জীববিজ্ঞানের ১৪ টি অধ্যায়ের মধ্যে পাঁচটি অধ্যায় তোমাদেরকে বললাম, এই পাঁচটি অধ্যায় তুমি যদি পড়ো।

 তাহলে তোমাকে আর অন্যান্য কোন অধ্যায় পড়তে হবে না একদিকে যেমন তোমার পড়া কম হয়ে গেল। আরেক দিকে তুমি সেই পড়াকে বারবার পড়ে রিভাইজ দিয়ে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবা। এইজন্য পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে চাইলে অবশ্যই সাজেশনের প্রয়োজন রয়েছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে আমি সাজেশন কোথায় পাবো তুমি যদি পরীক্ষার প্রতিটি সাবজেক্ট এর সাজেশন পেতে চাও সে ক্ষেত্রে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করো আমরা আমাদের ওয়েবসাইটে নিয়মিত সাজেশন দিয়ে থাকি।

ডেইলি রুটিন
আর হ্যাঁ অবশ্যই তোমাকে ডেইলি রুটিন তৈরি করতে হবে তুমি যদি রুটিন অনুযায় পড়াশোনা করো কাজ করো তাহলে লক্ষ্য করবে প্রতিটি কাজ এবং পড়ার সময় মত সম্পন্ন হবে এজন্য এখন থেকে চেষ্টা করবে নিয়মিত সকালে উঠে আগে একটি ডেইলি রুটিন তৈরি করার এবং সেই ডেইলি রুটির অনুযায়ী প্রতিটি পড়া সময় মতো সম্পন্ন করার। এভাবে তুমি যদি ডেইলি রুটিন অনুযায়ী পড়াশোনা কর তাহলে সেখান থেকে তুমি এক্সট্রা টাইম বাঁচিয়ে তোমার পরিবারকে সময় দিতে পারবে।

পরীক্ষার সময়েই নয় সবসময়ই চেষ্টা করবা দুদিন অনুযায়ী চলার অর্থাৎ প্রতিদিন সকালে উঠেই সবার আগে একটি ডেইলি রুটিন তৈরি করবে যে তুমি কোন সময় কোন কাজ সম্পন্ন করবে। তারপর সেই সময় অনুসারে তোমার প্রতিটি কাজ সম্পন্ন করবে। এভাবে রুটিন অনুযায়ী কাজ করলে তোমার প্রতিটি কাজ সময় মত সম্পন্ন হবে সাথেই তুমি সেখান থেকে সময় বাঁচিয়ে অন্য কোন কাজে নিজেকে নিযুক্ত করতে পারবে। বর্তমান সময়ে বেশিরভাগ ও শিক্ষার্থীরায় যে ভুলটি করে, তা হল তারা কোন রুটিন তৈরি করে না। এতে একদিকে যেমন তাদের সময় নষ্ট হয়। আরেক দিকে তারা সময়মতো পড়া সম্পন্ন করতে পারে না এতে পরীক্ষার সময় হলে মাথায় যেন পাহাড় ভেঙ্গে পড়ে।

বোর্ড প্রশ্ন
তুমি কি অল্প পরে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে চাও? তাহলে তোমাকে প্রচুর প্রশ্ন করতে হবে তুমি যদি শুধুমাত্র বোর্ড প্রশ্ন করেই পরীক্ষা দাও তাহলে এখান থেকে তোমার প্রায় ৮০ থেকে ৮৫ পার্সেন্ট পড়া কভার হয়ে যাবে। যদি এসব ট্রিক্স অনুসরণ করে না পারো তাহলে তুমি পরীক্ষাতে কখনো ভালো ফলাফল অর্জন করতে পারবে না। যদি পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে চাও সে ক্ষেত্রে তোমাকে অবশ্যই বোর্ড প্রশ্ন পড়তে হবে। লক্ষ্য করবে গাইড বইয়ের পিছের অংশে বোর্ড প্রশ্ন দেওয়া রয়েছে।

এছাড়াও তুমি যদি চাও তাহলে একটি প্রশ্ন ব্যাংক বই কিনে নিতে পারো প্রশ্ন বিগত ১০ বছরের প্রতিটি বোর্ডের প্রশ্ন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। আমার মতে সবচেয়ে উত্তম হবে তুমি যদি একটি প্রশ্ন ব্যাংক বই কিনে নাও প্রশ্ন ব্যাংক বয়ে সুন্দরভাবে প্রতিটি বোর্ডের প্রশ্নগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে এতে তোমাকে এক্সট্রা করে খোঁজাখুঁজি করতে হবে না একদিকে যেমন সময় বাঁচবে আরেকদিকে তুমি সুন্দরভাবে প্রতিটি বোর্ডের প্রশ্ন পড়ে পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারবে।

তুমি যদি ওপরের এই নিয়মগুলো একটু মেনে চলো তাহলে আশা করছি তুমি বোর্ড পরীক্ষাতে খুব ভালো ফলাফল অর্জন করতে পারবে। পরীক্ষা দেবে বেশিরভাগ প্রশ্নগুলোই বোর্ড প্রশ্ন থেকে আসে এই জন্য সবচেয়ে বেশি নজর দিবে বোর্ড প্রশ্নের উপর তারপর বোর্ডে আসা প্রতিটি বহুনির্বাচনী প্রশ্ন খুটিয়ে মুখস্ত করবে। আর হ্যাঁ অবশ্যই প্রতিদিন সকালে উঠতে হবে। আকালে উঠে সবার আগে একটি ডেইলি রুটিন তৈরি করবে এবং সেই রুটিন অনুযায়ী শুরু করবে। আশা করছি উপরের এত আলোচনার মাধ্যমে তুমি বুঝতে পেরেছ বোর্ড পরীক্ষায় ভালো করার উপায় কি।

লেখকের শেষ কথা

পাঠক আমরা আজকের এই পোস্টে বোর্ড পরীক্ষায় ভালো করার উপায়, জীববিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২৪ এবং এসএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। তুমি কি একজন এসএসসি পরীক্ষার্থী তাহলে এই পোস্টটি শুধুমাত্র তোমার জন্য আমরা আজকের এই পোস্টে এসএসসি পরীক্ষার জীববিজ্ঞান সাজেশন তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আগামী ৭ তারিখ বৃহস্পতিবার এ তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা হতে চলেছে।

তাই আমাদের হাতে বেশি সময় নেই এবং এখন থেকে একটি মুহূর্ত অযথাই নষ্ট করা যাবে না প্রতিটি মুহূর্ত এখন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য ওপরের সাজেশনটি ভালোভাবে দেখো এবং তাই নোট করে ফেলো আর হ্যাঁ সেই সাজেশন অনুসারেই পড়া শুরু করো যেহেতু আমাদের জীববিজ্ঞানে মোট ১৪ টি অধ্যায় রয়েছে কিন্তু আমাদেরকে পরীক্ষাতে লিখতে হবে শুধুমাত্র ৫ টি সৃজনশীল প্রশ্ন তাই পাঁচটি সৃজনশীল প্রশ্নের জন্য ১৪ টি অধ্যায় পড়ার কোন প্রয়োজন নেই।

উপরের আলোচনা করা গুরুত্বপূর্ণ পাঁচটি অধ্যায়কেই খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো এবং একটি অংশ বাদ না দাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি সুন্দরভাবে পরীক্ষাতে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে কারণ এই পাঁচটি অধ্যায় খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই পাঁচটি অধ্যায় থেকেই বেশিরভাগ প্রশ্ন হবে তুমি এই পাঁচটি অধ্যায় যদি ভালোভাবে পড়ো তাহলে এখান থেকে পরীক্ষাতে প্রায় ৬ থেকে ৭ টি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে।

এছাড়াও আমরা আজকের এই পোস্টে জীববিজ্ঞান ফাইনাল সাজেশন ২০২৪ সম্পর্কে আলোচনা করলাম ওপরের আলোচনার মাধ্যমে আশা করছি তুমি বুঝতে পেরেছ কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে। আশা করছি আজকের এই পোস্টটি তোমার কাছে ভালো লেগেছে এবং এই পোস্টের মাধ্যমে যেন উপকৃত হয়েছ। তুমি যদি এমন নতুন নতুন সাজেশন এবং টিপস সম্পর্কে জানতে চাও তাহলে আমাদের এই ওয়েবসাইটটিকে নিয়মিত ভিজিট করবা ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url