এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪ - A+ আসবেই

এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪ খুঁজছেন? তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন আমরা আজকের এই পোস্টে এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই পোস্টে আমরা পদার্থবিজ্ঞান কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসবে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তৃতি আলোচনা করব। তাই পরীক্ষাতে A+ পেতে চাইলে এই পোস্টটি সম্পূর্ণ পড়েন।
এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪ - A+ আসবেই
আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়ার পর পদার্থ বিজ্ঞান আপনার কাছে পানির মত সহজ হয়ে যাবে। আজকে আমরা আপনাকে যেই নিয়ম গুলো শিখিয়ে দিবো, এই নিয়ম অনুসারে আপনি যদি শুধু একদিন ভালোভাবে পড়েন তাহলেই আপনার A+ নিশ্চিত। আপনি যদি একটু নিয়ম অনুসারে পরিকল্পনা করে পড়েন তাহলে কিন্তু আপনার কাছে পদার্থ বিজ্ঞাপন পানির মতো সহজ মনে হবে।এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪, অল্প পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করার উপায় জানতে নিচে দেখুন।

পেজ সূচিপত্র

     ভূমিকা     

পদার্থ বিজ্ঞান এই সাবজেক্ট আপনার কাছে কেমন লাগে? এই সাবজেক্টটি সত্যি খুব মজার। অনেকের কাছে অনেক সহজ লাগে তো অনেকের কাছে নাম শুনলেই যেন তেতো লাগে তবে চিন্তার কোন বিষয় নেই। তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু এই সাবজেক্ট তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হয়ে উঠবে। তবে যাই হোক বাদ দাও এত ঝামেলার মধ্যে আমরা যাব না আমরা তো আজকে এইচএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৪ সম্পর্কে জানতে এসেছি। চলুন তাহলে এবার আমরা জেনে  আসি এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪।

মার্চ মাসে ৩ তারিখে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা রয়েছে। এই সময়টুকু একদম নষ্ট করা যাবে না। প্রতিটা মুহূর্ত তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই সময়টুকু কাজে লাগাও এবং প্রচুর পরিশ্রম করো তবে হ্যাঁ একসাথে এতগুলো অধ্যায় তো পড়া সম্ভব নয় তাই না। অধ্যায় যত কম হবে তুমি তত দ্রুত পড়া গুলো শেষ করে বারবার সেই পড়াটিকে রিভিশন দেওয়ার মাধ্যমে তোমার A প্লাস নিশ্চিত করতে পারবে। পড়ার পর অবশ্যই সে সে পড়াটি বারবার রিভিশন দিতে হবে।

আরো পড়ুন: দৈনিক ১০ ঘন্টা পড়ার রুটিন জেনে নিন
এতে তথ্যগুলো তোমার ব্রেইনে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ থাকবে। এবার চলো আমরা ঝটপট জেনে আসি পদার্থবিজ্ঞানের কোন অধ্যায় গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায় থেকে পরীক্ষাতে বেশি প্রশ্ন আসবে।

এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪

আপনি কি ২০২৪ সালের এসএসসি শিক্ষার্থী? পদার্থ বিজ্ঞান নিয়ে চিন্তিত? এতগুলো অধ্যায় এতগুলো সূত্র কিভাবে মুখস্ত রাখবো? প্রিয় শিক্ষার্থী চিন্তার কোন বিষয় নেই। আজকের এই পোস্টে আমরা তোমাদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব এবং আরো বলবো যে কোন অর্ধ থেকে প্রশ্ন হবে এবং কোন থেকে বহুনির্বাচনী প্রশ্ন আসবে। এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার পর আমরা যে নিয়মে তোমাকে পড়তে বলব,

সেই নিয়মে তুমি যদি এই সময়টুকু ভালোভাবে পড়ো তাহলে ১০০% নিশ্চয়তার সাথে পরীক্ষাতে A প্লাস তুলতে পারবে। তাহলে এবার আর দেরি না করে আমরা ঝটপট জেনে আসি এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪।

  • ভৌত রাশি এবং পরিমাপ *
  • গতি ও বল **
  • কাজ ক্ষমতা ও শক্তি ***
  • পদার্থের অবস্থা ও চাপ *
  • বস্তুর ওপর তাপের প্রভাব **
  • তরঙ্গ ও শব্দ ***
  • আলোর প্রতিফলন ও আলোর প্রতিসরণ **
  • স্থির বিদ্যুৎ, চলো বিদ্যুৎ, বিদ্যুতের চুম্বকক্রিয়া, আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স এবং জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

ভৌত রাশি এবং পরিমাপ *

এই অধ্যায়টি গুরুত্বপূর্ণ না হলেও তোমাকে ভালোভাবে পড়তে হবে কারণ এই অধ্যায় থেকে প্রচুর বহুনির্বাচনী প্রশ্ন আসবে। এইজন্য বোনের কাছে প্রশ্নের জন্য ভালোভাবে প্রথমে বোর্ড বই রিডিং পড়ে নিবে। আর ইম্পরট্যান্ট প্রশ্নগুলোকে মার্ক করে রাখবে যেন পরীক্ষার আগের রাতে আরো একবার দেখে নিতে পারো। আর গাইড বইয়ের কিসের বোর্ড প্রশ্ন থেকে বহুনির্বাচনী প্রশ্ন গুলো ভালোভাবে মুখস্ত করবে। যে প্রশ্নগুলো একাধিকবার বোর্ডে এসেছে সে প্রশ্নগুলোতে মনোযোগ বেশি দিবে।

গতি ও বল **

গতি ও বল এই দুইটি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাই এই অধ্যায়টি খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। মনে রাখবে এই দুইটি অধ্যায় থেকে মিশিয়ে প্রশ্ন আসবে অর্থাৎ মনে করো গতি অধ্যায় থেকে ক ও খ প্রশ্ন আসলো তারপর বল অধ্যায় থেকে গ ও ঘ দুইটি প্রশ্ন আসলো এভাবে দুইটি অধ্যায় থেকে মিশিয়ে প্রশ্ন আসবে তাই এই দুই অধ্যায় তোমাকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে প্রত্যেকটি ক খ পশু ভালোভাবে মুখস্ত করবে যেন যে কোন জায়গা থেকে প্রশ্ন আসে তুমি লিখতে পারো। আর চেষ্টা করবে গাইড বইয়ের পিছের বোর্ড প্রশ্ন গুলো বেশি বেশি পড়তে।

কাজ ক্ষমতা ও শক্তি 

কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে ১০০% নিশ্চয়তার সাথে একটি প্রশ্ন আসবে। এইজন্য এই অধ্যায়ের ক খ একটি প্রশ্ন বাদ দিবে না প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে মুখস্ত করবে এবং সূত্র গুলোতে বেশি মনোযোগ দিবেন সূত্র গুলো ভালোভাবে মুখস্ত করবে কারণ সুত্র বসাতে একটু ভুল হলে পুরো প্রশ্নের উত্তরটা কিন্তু ভুল হয়ে যাবে। কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টি প্রথমে বোর্ড বই ভালোভাবে রিডিং পড়ে নিবে তারপর সূত্রগুলোকে একটি খাতায় নোট করে রাখবে সূত্রগুলো বারবার দেখবে।
 

তারপর তোমাকে আরও একটি সিক্রেট বলি, গাইড বইয়ের অধ্যায় শেষে লক্ষ্য করবে একটি পেজে এক্সট্রা কিছু প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া থাকে সে প্রশ্নগুলোতে তুমি বিশেষ নজর দিবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো  গাইড বইয়ে খুজে বের করবে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা দেবে বেশিরভাগ প্রশ্ন এখান থেকেই হয়। এছাড়াও কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক ও খ প্রশ্ন গুলো দেখে নাও

ক প্রশ্ন

  • জুল কি?
  • গতিশক্তি কাকে বলে?
  • শক্তির একক কী? এক কথায় বুঝিয়ে বলো
খ প্রশ্ন
  • শক্তি ও ক্ষমতার মধ্যে ৪ টি পার্থক্য দেখাও
  • যন্ত্রের কর্মদক্ষতা ৩৫% বলতে তুমি কি বোঝ?
  • শক্তির রূপান্তর ব্যাক্ষা করো

পদার্থের অবস্থা ও চাপ

এই অধ্যায়টিও খুব গুরুত্বপূর্ণ তবে এই অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম তবে আসা একদম বাদ দেওয়া যায় না এই জন্য হালকা করে এই অধ্যায়টি দেখে নেবে আর সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্ত করে রাখবে যেন প্রশ্ন আসলে তুমি লিখতে পারো। পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রায় ৫০% ধরে রাখো। তবে হতে পারে অন্য কোন অধ্যায়ের সাথে মিশিয়ে পদার্থের অবস্থা ও চাপ থেকে প্রশ্ন আসতে পারে।

বহুনির্বাচনী প্রশ্ন কিন্তু আসবেই এই জন্য বহুনির্বাচনী প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে রাখবে এই অধ্যায় থেকে। ছোট ছোট অংক হিসেবে পদার্থের অবস্থা ও চাপ থেকে বহুনির্বাচনী প্রশ্ন আসবে। এবার চলো আমরা দেখে আসি বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়টি গুরুত্বপূর্ণ নাকি

বস্তুর ওপর তাপের প্রভাব

বস্তুর ওপর তাপের প্রভাব এই অধ্যায়টি খুব খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে ১০০ পার্সেন্ট নিশ্চয়তার সাথে একটি প্রশ্ন আসবে এই জন্য এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়তে হবে খুঁটিনাটি কোন বিষয় বাদ দেওয়া যাবে না প্রত্যেকটা জিনিস মনোযোগ সহকারে পড়তে হবে এবং প্রত্যেকটি সূত্র কে তোমাকে মুখস্ত করতে হবে।

কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন হওয়ার পাশাপাশি বহুনির্বাচনী প্রশ্ন হবে এজন্য ছোট থেকে ছোট প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে মুখস্ত করবে। বিশেষ করে বোর্ড প্রশ্ন গুলোর প্রতি বিশেষ নজর দিবে বোর্ড প্রশ্নগুলোকে খুব ভালোভাবে মুখস্ত করবে যেমন ২০১৬ ২০১৭, ২০১৯, ২০২১ এই চারটি বোর্ড থেকে সমস্ত প্রশ্ন ভালোভাবে মুখস্ত করবে।

তরঙ্গ ও শব্দ

তরঙ্গ ও শব্দ এই আইটি থেকে দুইটি প্রশ্ন আসতে পারে আবার অনেক সময় মিলিয়েও আসতে পারে এই জন্য এই অধ্যায়টি তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে তুমি যদি উপরের এই কয়েকটি অধ্যায় খুব ভালোভাবে করো তাহলে তোমার অবশ্যই পরীক্ষাতে ৫-৬ টি প্রশ্ন কেমন চলে আসবে। পদার্থের অবস্থা ও চাপের সাথে তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টি মিলিয়ে প্রশ্ন আসতে পারে যেমন তরঙ্গ ও শব্দ থেকে ক খ প্রশ্ন আসলো আর বাকি দুইটি প্রশ্ন পদার্থের অবস্থা ও চাপ থেকে আসলো এভাবে মিলিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: দিনে ১০০০ টাকা ইনকাম করতে চান? ক্লিক করুন
তবে তরঙ্গ ও শব্দ অধ্যায় থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে আর একটি প্রশ্ন মিলিয়ে আসতে পারে। এইজন্য এই অধ্যায়টি আমার মতে সবচেয়ে বেশি এই অধ্যায়টি খুব ভালোভাবে তোমাকে দেখে যেতে হবে। যদি ওপরের এই কয়েকটি অধ্যায় খুব ভালোভাবে মনোযোগ সহকারে বড় এবং প্রত্যেকটি সূত্র কে মুখস্ত কর তাহলে তুমি অনায়াসে পরীক্ষা দিয়ে ৫-৬ টি প্রশ্ন কমন পেয়ে যাবে। পরীক্ষা যে ভালো ফলাফলের জন্য নিজের অধ্যায়গুলো দেখে নাও।এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪

আলোর প্রতিফলন ও আলোর প্রতিসরণ

তুমি নিশ্চয়ই জানো যে এই দুইটি অর্ধে থেকে প্রশ্ন অবশ্যই আসবে তবে হ্যাঁ এই দুইটি অর্ধেক মিলিয়ে প্রশ্ন আসবে। মনে করো ক ও গ আলোর প্রতিফলন থেকে আসলো আর খ ও গ প্রশ্ন আলোর প্রতিসরণ অধ্যায় থেকে আসলো এভাবে মিলিয়ে প্রশ্ন আসবে একটি অধ্যায় থেকে একটি সিঙ্গেল সৃজনশীল প্রশ্ন আসবে না।দুইটি অধ্যায় মিলিয়ে একটি সৃজনশীল প্রশ্ন হবে। এইজন্য এই দুইটি অধ্যায় খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়তে হবে কারণ এই দুইটি অধ্যায় থেকে অবশ্যই একটি আসবেই।

পরীক্ষাতে ভালো ফলাফলের জন্য এই প্রত্যেকটি অধ্যায় তোমাকে ভালোভাবে পড়তে হবে। আর হ্যাঁ অংক গুলো কিন্তু খ প্রশ্নের মত মুখস্ত করা যাবে না অবশ্যই অংক গুলো তোমাকে সূত্রের সাথে মিলিয়ে মিলে বুঝতে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করতে হবে।

স্থির বিদ্যুৎ,  চলো বিদ্যুৎ, বিদ্যুতের চুম্বকক্রিয়া, আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স এবং জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

তুমি যদি চাও তাহলে ওপরের অধ্যায় গুলো ভালোভাবে পড়লেই পরীক্ষাতে ভালো অনায়াসে কমন পেয়ে যাবা তবে চাইলে নিজের এই পাঁচটি অধ্যায়ও পড়তে পারো। তোমার হাতে যদি সময় থাকে তাহলে সব অধ্যায়গুলো অল্প অল্প করে করার চেষ্টা করবে তবে হ্যাঁ পড়েছে অধ্যায়গুলো সম্পর্কে আলোচনা করলাম এই অধ্যায় গুলো খুব ভালোভাবে পড়বে কারণ এই অধ্যায়গুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে।

এবং বহুনির্বাচনী প্রশ্ন আসবে এজন্য প্রত্যেকটি অর্ধেকে খুব ভালোভাবে পড়বে আর নিজের পাঁচটি অধ্যায় তুমি চাইলে পড়তে পারো। পাবেন আমার মতে যেহেতু হাতে সময় কম তাই ওপরের আলোচনা করা অধ্যায়গুলোকে বারবার রিভিশন দিতে হবে এবং প্রত্যেকটি সূত্র কে মুখস্ত করতে হবে আর গ ও ঘ প্রশ্ন গুলোকে বারবার প্রাকটিস করতে হবে যেন পরীক্ষাতে কোনভাবেই ভুল না হয়।এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪

আশা করছি ওপরের এত আলোচনার মাধ্যমে তুমি বুঝতে পেরেছ যে পদার্থ বিজ্ঞান কোন অধ্যায় গুলো খুব ইম্পরট্যান্ট এবং কোন অধ্যায় গুলো পড়লে পরীক্ষাতে ভালো কমন আসবে।এবার চলো আমরা জেনে আসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা গুলো। এই টোটকা গুলো অনুসরণ করলে তুমি অল্প করে পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবে। পরীক্ষাতে একটু বুদ্ধি খাটিয়ে না পড়লে ভালো ফলাফল করা খুবই কঠিন। এজন্য পরীক্ষাতে অল্প করে ভালো ফলাফল চাইলে নিচের টোটকা গুলো দেখে নাও।

পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা

পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা খুঁজছো? তাহলে তুমি সঠিক জায়গাতে এসেছ আমরা আজকের এই পোস্টে পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা নিয়ে আলোচনা করব। এই হ্যাঁ এমনটা কিন্তু নয় যে শুধুমাত্র এই টোটকা গুলো অনুসরণ করেই তুমি পরীক্ষা দে এ প্লাস পেয়ে যাবে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং পড়াশোনা করতে হবে অনেকেই রয়েছে সারাদিন পড়াশোনা করে তবুও ভালো ফলাফল হয় না তাদের জন্য এই টোটকা সেরা হবে কারণ শুধু পড়াশোনা করলেই হবে না।

অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে এবং বুঝে পড়তে হবে। তাহলে তুমি পরীক্ষা দে ভালো ফলাফল অর্জন করতে পারবে তুমি লক্ষ্য করে দেখবা যারা প্রতিবছর তোমার ক্লাসে তপার থাকে তারা কিন্তু সারাবছর টপারই থাকে এর কারণ কি তুমি জানো?  প্রতিবার পরীক্ষাতে জিপিএ ৫ পাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব তারা এই টোটকাটি অনুসরণ করে যার ফলে তারা প্রতিবছর পরীক্ষাতে জিপিএ ৫ পাই। তুমি যদি এই টোটকাটি অনুসরণ করো তাহলে কিন্তু তুমিও পরীক্ষাতে প্রতিবাদ তাদের মতো জিপিএ ৫ পেয়ে ক্লাসের টপার হতে পারবে।চলো তাহলে এবার আর দেরি না করে আমরা ঝটপট জেনে আসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা।

বোর্ড প্রশ্ন
খেতে ভালো ফলাফল করতে চাইলে তোমাকে অবশ্যই বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে অনেকেই শুধু গাইড বই পড়ে বোর্ড বই পড়ে কিন্তু বোর্ড প্রশ্ন গুলো পড়ে না যার কারণে তারা পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করতে পারে না। পরীক্ষাতে প্রায় 80% প্রশ্ন করে বোর্ড প্রশ্ন থেকে আসে এজন্য গাইড বই পাশাপাশি একটি প্রশ্নব্যাংক বই কিনে নিবে। প্রশ্ন ব্যাংক বইয়ে গত ১০ বছরের সমস্ত বোর্ড প্রশ্নগুলো রয়েছে। তুমি যদি এই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে প্রত্যেকটি প্রশ্ন পর তাহলে এই বাইরে আর পড়ার প্রয়োজন হবে না ।

এই বইয়ের মধ্যে থেকে তুমি প্রত্যেকটি প্রশ্ন কমন পাবে এবং পরীক্ষাতে ১০০% নিশ্চয়তার সাথে এ প্লাস পাবে। এজন্য বেশি বেশি তোমাকে প্রশ্নগুলো পড়তে হবে বোর্ড প্রশ্ন থেকে বেশি নজর দেবে তবে গাইড বই বোর্ড বই পড়বে তবে বোর্ড প্রশ্ন গুলো বেশি পড়বে আমরা প্রত্যেকে যে ভুলটা করি তা হলো আমরা বোর্ড বই ও গাইড বই নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আমরা কখনো ভোট প্রশ্নের কথা ভেবেও দেখি না যার কারণে পরীক্ষাতে ভালো ফলাফল হয় না। 

অনেকেই কিন্তু এই ভুলটি করি কিন্তু এখন থেকে এই ভুলটি করা যাবে না এখন থেকে সবচেয়ে বেশি মনোযোগ দিবে তুমি প্রশ্নগুলোর উপর বোর্ড প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে। এক কথায় তুমি যদি প্রশ্ন ব্যাংক বই সম্পূর্ণ খুঁটিয়ে পড়ো তাহলে এইখান থেকেই পড়া 80% প্রায় কভার হয়ে যাবে।

প্রত্যেকটি সূত্র নোট করতে হবে
ব্যর্থ বিজ্ঞান মানে কিন্তু সূত্র তুমি যদি সূত্রতে এক্সপার্ট না হও তাহলে কিন্তু তুমি কখনো পদার্থবিজ্ঞান সাবজেক্টে ভালো ফলাফল অর্জন করতে পারবে না তোমার সুত্রের অভিজ্ঞতা যত ভালো হবে তোমার রেজাল্ট ঠিক ততটাই ভালো হবে এই জন্য সবার প্রথমে প্রত্যেকটি সূত্র কে তোমাকে খুঁটিয়ে মুখস্ত করতে হবে যেন কেউ তোমাকে একটু বললেই তুমি যেন পুরো সূত্রটি গড়গড় করে বলে দিতে পারো। প্রত্যেকটি সূত্র মুখস্ত করার পর সেটি একটি খাতাতে নোট করবে, যেনো পরীক্ষাতে যাওয়ার আগে এক নজর পুরো সূত্র চোখ বুলিয়ে নিতে পারো।

এইজন্য এটি নোটে প্রত্যেকটি অধ্যায়ের ছোট ছোট সূত্র থেকে শুরু করে বড় বড় প্রত্যেকটি সূত্র কে নোট করবে। প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা নোট খাতা তৈরি করবে যারা পরীক্ষার আগে তোমাকে কোন প্রকার খুজা খুঁজি করতে না হয়। একটি খাতাতে প্রত্যেকটি সূত্র নোট করে রাখবে আরেকটি খাতায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নোট করে রাখবে যেগুলো তোমার মনে হবে যে এগুলো পরীক্ষাতে আসতে পারে সেই প্রশ্নগুলোকে নোট করে রাখবে। এভাবে পড়াশোনা করলে তোমার A+ আসবেই এই বিষয়ে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি।

বুঝে বুঝে পড়া
পদার্থ বিজ্ঞান মানে কিন্তু বুঝে বুঝে পড়া এখানে কিন্তু মুখস্তবিদ্যার কোন জায়গা নেই তবে হ্যাঁ সূত্রগুলো তোমাকে মুখস্ত করতে হবে তাছাড়া বাদবাকি প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝিয়ে বুঝে বুঝে পড়তে হবে। পদার্থবিজ্ঞানকে ভয় পায় পরীক্ষার আগের দিন দেখা যায় অংকগুলোকেও প্রায় মুখস্ত করে আসে। তোমাকে কিন্তু এই ভুল করা যাবে না প্রত্যেকে প্রশ্নকে ভালোভাবে বোঝার চেষ্টা করো সূত্রের সাথে মিলিয়ে মিলিয়ে বুঝো তাহলে কিন্তু দেখবা পদার্থ বিজ্ঞান পানির মত সহজ হয়ে যাবে।

এমনকি তোমার কাছে বাংলা, ইসলাম সাবজেক্টে চেয়ে পদার্থবিজ্ঞানই বেশি সহজ মনে হবে। সাবজেক্টেটি বুঝতে পারলে কিন্তু খুব মজার। জন্য সবার আগে অংক মুখস্ত বিদ্যা বাদ দাও প্রথমে প্রশ্ন কে বোঝার চেষ্টা করো যে প্রশ্নতে কি চেয়েছে তারপর সেই জিনিসটা উদ্দীপকে খুঁজে বের করো। এভাবে একটু বুঝিয়ে বুঝে বুঝে পড়লে কিন্তু তুমি অনায়াসে পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবা।

প্রিয় শিক্ষার্থী ভালো ফলাফল করা কিন্তু খুব বড় কোন কঠিন বিষয় নয় তুমি যদি একটু চেষ্টা করো একটু পরিশ্রম করো তাহলে কিন্তু সহজেই তুমি ভালো ফলাফল করে তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারবে। এইজন্য পরীক্ষার আগের সময় পর্যন্ত একটা মুহূর্ত নষ্ট করা যাবে না এই সময়টুকু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এই সময়টি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ।

দৈনিক রুটিন
পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে একটি দৈনিক রুটিন তৈরি করতে হবে যে তুমি কোন সময় কোন অধ্যায়টি পড়বে। রুটিন তৈরি করে পড়াশোনা করলে আসলে অনেক উন্নতি হয় এতে সময়মতো পড়া কমপ্লিট হয় এবং এখান থেকে তুমি একটু সময় বাঁচে পরিবার সময় দিতে পারবে আর রুটিন তৈরি না করে পড়াশোনা করলে অযথাই অনেক সময় নষ্ট হয় পরে আমরা সময় পাইনা এটা দেখা যায় পরীক্ষার আগে কিন্তু এখনো তোমার হাতে ৪-৫ দিন সময় আছে।

তাই এখনই এটি দৈনিক রুটিন তৈরি কর এবং সেই রুটিন অনুসারে পড়া শুরু করো।রুটিনটাই ঠিক এভাবে বানাবে যে মনে করো সকাল ৬.০০  থেকে ১০.০০ পর্যন্ত সমস্ত বোর্ড প্রশ্নগুলো পড়বে তারপর খাওয়া দাওয়া গোসল বিশ্রাম করে দুপুর ২.০০ থেকে ৫.০০ পর্যন্ত বোর্ড প্রশ্নের গ ও ঘ প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে অর্থাৎ সূত্রের সাথে মিলিয়ে মিলিয়ে তুমি চেষ্টা করবে। তারপর ৫.০০ থেকে ৫.৩০ পর্যন্ত বাইরে একটু ঘুরাঘুরি হাটাহাঁটি করবে।

আরো পড়ুন: প্রতিমাসে ১২০০০ টাকা ইনকাম করার উপায় জানুন
তারপর ৬.০০ থেকে ৯.০০ পর্যন্ত গাইড বইয়ের সমস্ত বহুনির্বাচনী প্রশ্নগুলো মুখস্ত করবে।এভাবে প্রতিদিনের দৈনিক রুটিন তৈরি করে পড়াশোনা করলে কিন্তু তোমার পড়াশুনায় অনেক উন্নতি হবে তুমি যদি এভাবে রুটিন তৈরি করে পড়াশোনা করো তাহলে ১০০ পার্সেন্ট নিশ্চয়ই তার সাথে তুমি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল লাভ করতে পারবা।

সকালে উঠতে হবে
তুমি যদি পরীক্ষা দে ভালো ফলাফল করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সকালে উঠতে হবে আর হ্যাঁ শুধু ভালো ফলাফলের জন্যই নয় শরীরকে সুস্থ রাখতে এবং মনকে ভালো রাখতে অবশ্যই তোমাকে সকালে উঠতে হবে আমাদের অনেকেই সকালে ওঠার অভ্যাস থাকে না কিন্তু সকাল আটটা নয়টা পর্যন্ত ঘুমিয়ে থাকে কিন্তু মোটেও ভালো কোন অভ্যাস নয় এজন্য এখন থেকে এ অভ্যাসটি পরিবর্তন করতে হবে এছাড়াও তুমি যদি সকালে অভ্যাস তৈরি করো।

তাহলে কিন্তু সেই সময় তুমি অনেক কাজ সম্পন্ন করতে পারবা তোমার পড়াশুনাতেও কিন্তু অনেক উন্নতি হবে এছাড়াও তুমি চাইলে তোমার বাসার মানুষকে কাজে সাহায্য করতে পারবে। প্রথম প্রথম এটাই কষ্টকর হলেও প্রতিদিন একটি আলার্ম সেট করবে। সেই আলাদা অনুযায়ী নিয়মিত সকালে উঠবে প্রথম প্রথম একটু কষ্ট হলেও ধীরে ধীরে এটি তোমার অভ্যাসে পরিণত হবে তারপর কোন আল আরাম ছাড়াই তোমার সকাল ৫.৩০ থেকে ৬.০০ তে ঘুম ভেঙে যাবে।

এইজন্য এখন থেকে প্রতিদিন সকালে উঠতে হবে আর বিশেষ করে এখন তো পরীক্ষা চলছে তোমার এই সময়টুকু তোমাকে তো সকালে উঠতেই হবে। এমনটা নয় যে শুধু পরীক্ষার আগের দিনেই তুমি সকালে উঠলে এখন থেকে নিয়মিত তোমাকে সকালে ওঠার অভ্যাস তৈরি করতে হবে।প্রিয় শিক্ষার্থী আশা করছি তুমি উপরের এত আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছ যে পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা কি। তুমি যদি এই টোটকা গুলো অনুসরণ করো তাহলে আমি তোমাকে ১০০ পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি

যে তুমি পরীক্ষাতে ভালো ফলাফল লাভ করতে পারবে। তবে ব্যাপারটি কিন্তু এমন নয় যে শুধুমাত্র এই পোস্টটি পড়ার মাধ্যমেই তুমি পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবে পরীক্ষাতে ভালো ফলাফল করতে চাইলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কোন কিছুই কিন্তু পরিশ্রম ছাড়া হাসিল করা যায় না তুমি যদি অর্জন করতে চাও নিজের ইচ্ছাকে পূরণ করতে চাও সে ক্ষেত্রে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রম ও অর্ধ বয়সের মাধ্যমে তোমার সফলতাকে তোমার চাওয়া কে অর্জন করতে হবে আশা করছি আজকের এই পোস্টের মাধ্যমে আমি বুঝতে পেরেছ পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা কি।

পাঠকদের কিছু প্রশ্ন


পরীক্ষাতে কিভাবে ভাল ফলাফল অর্জন করব?
পরীক্ষা তো ভালো ফলাফল অর্জন করতে চাইলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম ছাড়া সফলতা কিন্তু কখনোই আসে না আমরা অনেকেই মনে করি হালকা পাতলা টোটকা এপ্লাই করে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল এ প্লাস পেয়ে যাব কিন্তু এই ধারণাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল এ ধারণা গুলোতে ডুবে থাকলে তোমার ভবিষ্যত অন্ধকারে চলে যাবে এর জন্য সময় থাকতে এখনই জাগ্রত হও এবং বেশি বেশি পরিশ্রম করো।

পদার্থবিজ্ঞান পরীক্ষা কবে?
পদার্থ বিজ্ঞান পরীক্ষা মার্চ মাসের ৩ তারিখে।

এসএসসি পদার্থবিজ্ঞান কোন অধ্যায় গুলো পড়তে হবে?
এসএসসি পদার্থবিজ্ঞান যে অধ্যায় গুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সে সম্পর্কে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করেছি তাই এসএসসি পদার্থবিজ্ঞান কোন অধ্যায় গুলো পড়তে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ওপরে এক নজর দেখে আসো।

২০২৪ সালের এসএসসি পরীক্ষার সাজেশন ?
২০২৪ সালের এসএসসি পরীক্ষার সাজেশন সম্পর্কে আমরা আজকের এই পোস্টে আলোচনা করলাম ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সাজেশন সম্পর্কে জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ো।

পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা কি?
পরীক্ষাতে ভালো রেজাল্ট করার টোটকা হল তোমাকে প্রথমে বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে আমরা এই ভুলটি করিম আমরা ভোট প্রশ্ন করি না শুধুমাত্র বোর্ড বই ও গাইড বই পড়েই পরীক্ষা দেয়। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বোর্ড প্রশ্ন এই জন্য এখন থেকে সবচেয়ে বেশি তোমাকে প্রশ্নগুলো পড়তে হবে আর পাশাপাশি বহুনির্বাচনি প্রশ্ন কমন পাওয়ার জন্য বোর্ড বই পড়বে।

আর পরীক্ষা দে ভালো রেজাল্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টোটকা হল তোমাকে দৈনিক রুটিন তৈরি করতে হবে দৈনিক রুটিন ছাড়া কিন্তু তোমার পড়াশোনার উন্নতি কখনই হবে না তুমি যদি তোমার পড়াশোনাতে উন্নতি করতে চাও সে ক্ষেত্রে তোমাকে দৈনিক রুটিন তৈরি করতে হবে।

এসএসসি পদার্থ বিজ্ঞান সাজেশন ২০২৪ কথায় পাবো?
এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০১৪গুচ্ছ তাহলে তুমি সঠিক জায়গাতে এসেছ আমরা আজকের এই পোস্টে এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৪ সম্পর্কে জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ো।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আমরা আজকের এই পোস্টের পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা কি, এসএসসি পদার্থবিজ্ঞান সাজেশন ২০২৪ কোথায় পাবো,২০২৪ সালের এসএসসি পরীক্ষার সাজেশন এবং অল্প পরে ভালো রেজাল্ট করার উপায় গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই পোষ্টের মাধ্যমে তুমি বুঝতে পেরেছ যে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। পদার্থবিজ্ঞানে তো অনেক অধ্যায়ে রয়েছে প্রত্যেকটি অধ্যায় এত এত সূত্র।

তবে এত না পড়েও তুমি কিন্তু ভালো ফলাফল করতে পারবে আজকের এই পোস্টে আমরা তোমাদের সুবিধার্থে সমস্ত অধ্যায় থেকে পাঁচটি অধ্যায় বাদ দিয়েছি। এই পাঁচটি অধ্যায় বাদ দিয়ে তুমি উপরের অধ্যায় গুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে তাহলে তুমি অনায়াসে ৬-৭ প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে তুমি যদি চাও তাহলে প্রত্যেকটি অধ্যায় পড়তে পারো কিন্তু উপরে যেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম এই অধ্যায় গুলোর প্রতি বিশেষ নজর দিবে।

এছাড়াও আমরা আজকের এই পোস্টে পরীক্ষায় ভালো রেজাল্ট করার টোটকা কি সেই সম্পর্কে আলোচনা করলাম তুমি যদি পরীক্ষাতে অল্প করেও ভালো ফলাফল অর্জন করতে চাও সে ক্ষেত্রে ওপরে টোটকা গুলো দেখে নাও ভালো ফলাফল অর্জন করার জন্য তোমাকে প্রচুর বোর্ড প্রশ্ন করতে হবে আমরা যেই ভুলটা করি সেটি হল আমরা সারা বছর বোর্ড বই এবং গাইড বই পড়েই পরীক্ষা দিই কিন্তু শুধু গাইড বই আর বোর্ড বই কিন্তু যথেষ্ট নয়।

 তোমাকে সবচেয়ে বেশি পড়তে হবে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক বয়ে গত 10 বছরের সমস্ত বোর্ড প্রশ্ন দেওয়া থাকে এই বইটি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি তোমাকে বলতে হবে প্রশ্ন ব্যাংক বই তারপর বোর্ড বই ও গাইড বই পড়তে হবে। তুমি যদি ভালোভাবে প্রশ্ন এক বই সবকিছু খুটিয়ে পড়ো তাহলে এখান থেকেই তোমার ৮০% পড়া কভার হয়ে যাবে তারপর বাকি পড়া বোর্ড বই ও গাইড বই থেকে পড়ে নিবে। আশা করছি আজকের এই পোষ্টের মাধ্যমে তুমি বুঝতে পেরেছ যে কিভাবে অল্প করেও পরীক্ষাতে ভালো ফলাফল অর্জন করা যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url