আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো।তোমরা কি আনসেন্ট করা মেসেজ দেখার উপায় খুঁজছো? কিংবা ভাবছো ডিলিট হয়ে যাওয়া মেসেজ গুলো কিভাবে দেখব ? তাহলে আজকের এই পোস্টটি তোমার জন্য।
আজকের এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে আনফ্রেন্ড করা মেসেজ দেখতে হয় অথবা হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার বা ইমো ম্যাসেজ রিকভারি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তুমি যদি আনসেন্ট করা মেসেজ গুলো দেখতে চাও তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পরো।
পেজ সূচিপত্র
ভূমিকা: ডিলিট হয়ে যাওয়া মেসেজ রিকভারি
বর্তমান সময়ে প্রযুক্তি এত বেশি উন্নত হয়েছে যে আমরা ঘরে বসেই দেশ-বিদেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারি শুধু যোগাযোগই নয় ভিডিও কল অডিও কলে কথা বলতে পারি। এই যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলো হল facebook imo messenger whatsapp। আমরা সকলেই এই অ্যাপস গুলোর সাথে পরিচিত তাই না ? হ্যাঁ বন্ধুরা এই অ্যাপস গুলো এত বেশি জনপ্রিয় যে এই অ্যাপসের সাথে পরিচিত নয়
আরো পড়ুন: ইমুতে মেসেজ ফিরিয়ে আনার উপায় – ইমু মেসেজ রিকভারি
এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। বর্তমান সময়ে আমরা এত বেশি আধুনিক হয়েছি যে আমরা এখন দেশ-বিদেশের মানুষের সাথে ঘরে বসেই যোগাযোগ করতে পারি এবং আমরা সকলেই এই অ্যাপস গুলো ব্যবহার করি কিন্তু আমরা অনেকেই জানিনা যে কিভাবে আনসেন্ট করা মেসেজ দেখতে হয়। তুমি কি জানো মেসেঞ্জারে ডিলিট করা মেসেজ দেখার উপায় কি? না জানলে একবার নিচে দেখো
মেসেঞ্জারে ডিলিট করা মেসেজ দেখার উপায়
- অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করুন তারপর
- আপনার সামনে টার্ম অ্যান্ড কন্ডিশনের নোটিফিকেশন আসবে, এগ্রী বাটনে (Agree) ক্লিক করুন।
- এগ্রী বাটনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অ্যাপস আসবে সেখানে আপনি আপনার কাঙ্খিত অ্যাপস এর উপর ক্লিক করুন অর্থাৎ
- আপনি যদি মেসেঞ্জারের আনসেন্ট করা মেসেজ গুলো দেখতে চান তাহলে মেসেঞ্জার অ্যাপ এর উপর ক্লিক করুন।
তারপর নিচের আপডেট সিলেকশন (Update Selection) নামক অপশনে ক্লিক করুন।
- এবার আপনার সামনে একটি নোটিফিকেশন অ্যাকসেস নামক মেসেজ আসবে।
নোটিফিকেশন অ্যাকসেস এর জন্য ইনেবল অপশনে ক্লিক করুন।
- তারপর আপনার সামনে সেটিং পেজ ওপেন হবে সেটিং এ অনেকগুলো অ্যাপস দেখাবে। তারপর প্রথম পেজে যদি আনডিলিট অ্যাপটি না থাকে
- তাহলে নিচে স্ক্রোল করে আনডিলিট অ্যাপটি খুঁজে বের করুন তারপর সেই অ্যাপের উপর ক্লিক করে নোটিফিকেশন অ্যাকসেস অপশনটি অন করে দিন।
তারপর আনডিলিট অ্যাপ এ ফিরে আসুন ব্যস এবার আপনি আপনার কাঙ্ক্ষিত মেসেঞ্জারে আনসেন্ট করা মেসেজগুলো দেখতে পারবেন।
- এই অ্যাপ থেকে আপনি চ্যাটও করতে পারবেন মেসেঞ্জারে সকল মেসেজ এবং আনসেন্ট করা মেসেজগুলো এই অ্যাপে সংরক্ষিত থাকবে।
- প্রিয় পাঠক আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে মেসেঞ্জারে আনসেন্ট করে মেসেজগুলো কিভাবে দেখতে হয় এবং কোন অ্যাপের মাধ্যমে দেখতে হয়। আশা করছি এই ট্রিকসটি আপনি কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না।
তারপর ইউর ইনফরমেশন এন্ড পারমিশন (Your Information And Permission) অপশনটির
ওপর ক্লিক করুন।তারপর ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করুন। আপনার সামনে একটি অপশন আসবে রিকোয়েস্ট এ কপি।এর ওপর ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর সমস্ত ভিডিওস, অডিওস,মেসেজ, কনভারসেশন এবং পিকচার ডাউনলোড হয়ে যাবে।WhatsApp থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়
১ মিনিটে ডিলিট হয়ে যাওয়া মেসেজ অথবা ছবি ফিরিয়ে আনুন
হোয়াটসঅ্যাপ মেসেজ ফিরিয়ে আনার জন্য একটি 3rd পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে।সেই অ্যাপ থেকে আপনি সহজেই ১ মিনিটের মধ্যে সমস্ত ছবি ও মেসেজ ফিরিয়ে আনতে পারবেন।অ্যাপটি ডাউনলোড করার জন্য ক্রম ব্রাউজারে আনডিলিট সার্চ দিন।তারপর ডাউনলোড করে ওপেন করুন
Shortcut: open Undelete>Agree Term And Condition>choose Whatsapp>Update Selection>allow Notification Access
তারপর আপনি আপনার কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ছবি গুলো দেখতে পারবেন।হোয়াটসঅ্যাপ ছবির পাশাপাশি হোয়াটস স্ট্যাটাস ও দেখতে পারবেন।আসা করছি আমি আপনাকে বোঝাতে পেরেছি।এবার চলুন তাহলে ইমু মেসেজ রিকভারি কিভাবে করতে হয়
ইমু মেসেজ রিকভারি
রিকোয়েস্ট একাউন্ট ইনফো তে ক্লিক করুন তাহলে।ডাউনলোড রিকোয়েস্ট এ ক্লিক করুন।এখন কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর ইমু বিষয়ে সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন।ইমু ভিডিও ,ছবি ও মেসেজ গুলো রিকভার করতে পারবেন।