কিভাবে অ্যান্ড্রয়েড টিভি থেকে প্রি-ইন্সটল অ্যাপসগুলো ডিলিট করবো

অনলাইনে ২০০০০টাকা ইনকাম অ্যান্ড্রয়েড/স্মার্ট টিভিতে প্রি ইন্সটল অ্যাপ্লিকেশন/ অ্যাপসের জন্য ভিডিও আটকে যাচ্ছে? বা টিভিতে ভিডিও চালু হতে দেরি হচ্ছে? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।আজ এই পোস্টে কিভাবে অ্যান্ড্রয়েড টিভি থেকে প্রি-ইন্সটল অ্যাপসগুলো ডিলিট করবো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

কিভাবে অ্যান্ড্রয়েড টিভি থেকে প্রি-ইন্সটল অ্যাপসগুলো ডিলিট করবো

কিভাবে অ্যান্ড্রয়েড টিভি থেকে প্রি-ইন্সটল করা অ্যাপসগুলো ডিলিট করবো : ভূমিকা

বেশিরভাগ অ্যান্ড্রয়েড / স্মার্ট টিভি ফ্যাক্টরি থেকে আসার সময় বিভিন্ন অ্যাপসে ভরপুর হয়ে আসে।পরে সেই অ্যাপস গুলোর জন্য টিভিতে বিভিন্ন সমস্যা দেখা যায় ভিডিও দেরিতে চালু হয় আবার স্ক্রিন আটকে যায়। এভাবে আস্তে আস্তে টিভি ধীর গতির হয়ে যায়।তাই আজ আমরা আপনাকে দেখাবো যে কিভাবে আপনি এই প্রি ইন্সটল করা অ্যাপস গুলো আপনার এন্ড্রয়েড টিভি থেকে ডিলিট করবেন।

প্রি ইনস্টল অ্যাপস ডিলিট করার প্রয়োজনীয়তা

প্রি ইনস্টল অ্যাপস মানে যে অ্যাপস গুলো কোম্পানি থেকে টিভির মধ্যে এড করা হয়।যেমন : ইউটিউব,গুগল। এছাড়াও আরো অনেক অ্যাপস রয়েছে যেগুলো কোনো কাজে আসে না।

বরং সেই অ্যাপসগুলোর জন্য টিভিতে বিভিন্ন সমস্যা দেখা দেয় টিভিতে ভিডিও আটকে ধরে,ভিডিও শুরু দেরি হয়, স্ক্রিন আটকে যায় ফলে টিভি দেখা যায় না।


এভাবে চলতে থাকলে অনেকে মনে করে টিভি হয়তো নষ্ট হয়ে গেছে।কিন্তু না এটি টিভিতে থাকা প্রি ইন্সটল অ্যাপস গুলোর জন্য টিভি ধীরগতির হয়ে গেছে তাই এসব সমস্যা দেখা দেয়।

আর প্রি ইনস্টল প্রত্যেকটা অ্যাপস তো কাজে আসে না সেগুলো বেকার টিভিতে রাখার কোনো মানে হয় না। সেগুলো রাখলে বরং আরো আপনার টিভির ক্ষতি হবে।

আপনি যত দামি টিভি কিনেন না কেন আপনার টিভিতে যদি প্রি ইন্সটল অ্যাপস থাকে তাহলে এসব সমস্যা দেখা দিবেই। যত দ্রুত সম্ভব টিভি থেকে প্রি ইনস্টল অ্যাপস গুলো ডিলিট করে ফেলুন।

আপনি যদি আপনার এন্ড্রয়েড টিভি থেকে প্রি ইনস্টল অ্যাপস গুলো ডিলিট করে ফেলেন তাহলে আশা করছি আপনার টিভি থেকে এসব সমস্যা দূর হবে।

প্রি ইনস্টল অ্যাপ ডিলিট করার জন্য নিচে দেখুন ডিলিট করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কিভাবে অ্যান্ড্রয়েড টিভি থেকে প্রি ইনস্টল করা অ্যাপস ডিলিট করবেন?

আজ আপনাকে এমন কিছু উপায় সম্পর্কে বলবো যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড টিভি থেকে প্রি ইনস্টল করা অ্যাপ্লিকেশন / অ্যাপসগুলো ডিলিট করতে পারবেন।

অ্যান্ড্রয়েড টিভি তে সেটিং ওপেন করুন।তারপরে হোমস্ক্রিনের উপর দেখুন ডান দিকে একটি গিয়ার আকৃতির অপশন রয়েছে তারপর ক্লিক করুন।
এখন সাব মেনু তে দেখুন অ্যাপস অপশন রয়েছে।তার ওপর ক্লিক করুন।তারপর All Apps নামক অপশন এ কিক্ল করুন।
বার আপনি যে প্রি ইন্সটল করা অ্যাপসগুলো ডিলিট  করতে চাচ্ছেন সেগুলো খুঁজে বের করুন।খুঁজে না পাওয়া পর্যন্ত নিচে স্ক্রল করতে থাকুন।
তারপর সেই অ্যাপটি খুঁজে পেলে তার ওপর ক্লিক করুন এবার পাশে দেখুন একটি আনইন্সটল নামক অপশন রয়েছে।
এবার আপনার সামনে একটি নতুন স্কিন পপ আপ আসবে। সেখানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি কি সত্যিই এই অ্যাপটা ডিলিট করতে চাচ্ছেন।আপনি যদি সত্যিই একটা ডিলিট করতে চান তাহলে Yes / হ্যাঁ বাটনে ক্লিক করুন।

আশা করি আপনি বুঝতে পেরেছেন অপ্রয়োজনীয় অ্যাপস গুলো কিভাবে ডিলিট করতে হয়।এভাবে আপনি মিনিটেই অপ্রয়োজনীয় প্রি ইনস্টল করা অ্যাপসগুলো ডিলিট করতে পারবেন।

তবে কিছু কিছু অ্যাপস রয়েছে যেগুলো আপনি টিভি থেকে কখনোই ডিলিট করতে পারবেন না সেখানে কোন আনইন্সটল নামক অপশন আসবে না। তবে আপনি সেই অ্যাপসগুলোকে ডিএক্টিভেট করতে পারবেন।

আনইন্সটল নামক অপশনের জায়গায় আপনি দেখবেন ডিএক্টিভেট নামক একটি অপশন রয়েছে।কিছু কিছু কোম্পানি তাদের অ্যান্ড্রয়েড টিভির মধ্যে অ্যাপস গুলোকে ভেতর থেকে ইন্সটল করে রাখে

যেগুলো কখনোই আনইন্সটল করা সম্ভব নয়।সেক্ষেত্রে অ্যাপসটি যদি আপনার অপ্রয়োজনে মনে হয় তাহলে আপনি ডি এক্টিভেট করে রাখতে পারেন। ডি এক্টিভেট করলে আপনার হোমস্ক্রিন থেকে অ্যাপটি মুছে যাবে।

এছাড়াও আরও একটি সহজ প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েড টিভি থেকে প্রি ইনস্টল অ্যাপস ডিলিট করতে পারবেন নিচে সেই প্রক্রিয়াটি দেওয়া হলো;

প্রি ইনস্টল অ্যাপস ডিলিট করার সহজ উপায়

আপনার স্মার্ট টিভিতে যদি ভিডিও আটকে যায় অথবা স্ক্রিন লক হয়ে যায় তাহলে পোস্টটি সম্পূর্ণ দেখুন। কিভাবে এন্ড্রয়েড টিভি থেকে প্রি ইনস্টল অ্যাপস ডিলিট করতে হয় তার একটি উপায় উপরে দেওয়া হয়েছে।

তবে আরো একটি কার্যকরী উপায় সম্পর্কে আজ আপনাদেরকে বলবো যার মাধ্যমে খুব সহজেই আপনি সমস্ত প্রি ইনস্টল অ্যাপস ডিলিট করতে পারবেন।চলুন তাহলে আর দেরি না করে নিচে সেই কার্যকরী উপায় জেনে আসি;

এডিবি অ্যাপ কন্ট্রোল ( ADB APP CONTROL )

যেকোনো ধরনের প্রি ইনস্টল অ্যাপ ডিলিট করার জন্য প্রথমে আপনার এডিবি অ্যাপ কন্ট্রোল এর প্রয়োজন। এডিবি অ্যাপ কন্ট্রোল এর মাধ্যমে আপনি বিনামূল্যে 
যেকোন ধরনের প্রি ইনস্টল অ্যাপস খুব সহজে এবং দ্রুত ডিলিট করতে পারবেন। এডিবি অ্যাপ কন্ট্রোলার যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করে।এই প্রক্রিয়াটি অনেক সহজ এবং নিরাপদ। আপনি বিনামূল্যে এডিবি অ্যাপ কন্ট্রোলার আপনার উইন্ডোজে ডাউনলোড করতে পারবেন।

অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম টুলস ( Android SDK Platform Tools )

যদিও এডিবি অ্যাপ কন্ট্রোল কোন প্রকার প্ল্যাটফর্ম টুলস ছাড়াই কাজ করে তবুও আমরা আপনাকে এই এসডিকে প্ল্যাটফর্ম টুলস ডাউনলোড করতে বলব।কারণ এসডিকে প্লাটফর্ম টুলস 

এর মাধ্যমে খুব সহজেই আপনি প্রি ইনস্টল অ্যাপস ডিলিট করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা অনেক বেশি সহজ।এই অ্যাপ্লিকেশনটি আপনি লিংকের মাধ্যমে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড হয়ে গেলে ফোল্ডারটি একটি ড্রাইভে এক্সট্র্যাক্ট করে রাখুন।

ইনাবল ডেভলপার অপশন (Enable Developer Option On Android Tv)

এই টুলটি আপনার এন্ড্রয়েড টিভি থেকে ব্লোটওয়্যার এর অপশন কে রিমুভ/মুছে ফেলতে পারে।তার আগে ডেভলপার অপশন থেকে ইউএসবি ডিবাগীং ( USB Debugging ) অপশনটি চালু করতে হবে।

ফাইন্ড ইউর টিভিস আইপি অ্যাড্রেস( Find Your Tvs Ip Address )

এডিবি কন্ট্রোলার একটি ওয়্যারলেস পদ্ধতি। এর মাধ্যমে আপনি খুব সহজেই সেম ওয়াইফাই এর মাধ্যমে আপনার টিভিকে উইন্ডোজ এর সাথে কানেক্ট করতে পারবেন।

এবার ঝটপট সেটিং থেকে আপনার আইপি এড্রেসটি খুঁজে বের করুন।আপনি যদি আইপি এড্রেস খুঁজে বের করতে না পারেন তাহলে নিচে কিছু পদক্ষেপ দেওয়া হলো;

প্রথমে সেটিংস ওপেন করুন ->তারপর নেটওয়ার্ক এবং ইন্টারনেট (network and internet) এ অপশনে ক্লিক করুন -> ইউর ওয়াইফাই নেটওয়ার্ক (your wifi network ) অপশন এ ক্লিক করার পর আপনি ওয়াইফাই আইপি ( wifi IP address ) অ্যাড্রেস পেয়ে যাবেন।
এবার আইপি অ্যাড্রেস টি খাতায় নোট করে নিতে পারেন।

সেটিং আপ এডিবি অ্যাপ কন্ট্রোল ( Setting Up ADB APP CONTROL )

এডিবি কন্ট্রোলার অনেক সহজে একটি পদ্ধতি আপনি যদি আমাদের দেওয়া পদ্ধতি অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজেই প্রি ইনস্টল অ্যাপস গুলো ডিলিট করতে পারবেন।

শুরুতেই আপনার উইন্ডোজ এডিবি অ্যাপ ওপেন করুন এবার আপনাকে একটি স্বাগতম বার্তা পাঠানো হবে।বার্তা কি বন্ধ করতে, ওকে ক্লিক করুন।
এবার আপনার সামনে একটি স্টার্ট গাইড পেজ ওপেন হবে সেখানে আপনার টিভির আইপি এড্রেস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যেহেতু আমরা আগেই আইপি এড্রেসটি খাতায় নোট করে রেখেছি তাই( I got It ) বাটনে ক্লিক করুন।

আপনার উইন্ডোজ এবং টিভি একই ওয়াইফাই দ্বারা সংযুক্ত আছে কি আরো একবার চেক করুন।

এবার আপনি আপনার টিভির আইপি এড্রেসটি এখানে টাইপ করে ইন্টার প্রেস করুন। এখন আপনার কাছে  ইউএসবি ডেবাগিং ( USB Debugging) অনুমতির বার্তা আসবে।সেখানে অনুমতি দিতে হবে।

এবার আপনি স্ক্রিনে আপনার টিভির অ্যাপস গুলো দেখতে পাবেন। এখন আপনাকে এসিব্রিজ ( AcBridge ) নামক সার্ভিস টি ইনস্টল করে নিন।তারপর Yes বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন।
ব্যাস আপনার এডিবি কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। তাহলে চলুন অ্যান্ড্রয়েড টিভি থেকে ব্লোটওয়্যার গুলো ডিলিট করে ফেলি।Find And Remove Bloatwar On Your Device এ ক্লিক করুন।এবার আপনার সামনে একটি apply বাটন আসবে তার ওপর ক্লিক করুন।এবার আপনার সামনে টিভির সমস্ত অ্যাপসগুলো আসবে।তারপর সাইড এ সিলেক্ট অপশন এ ক্লিক করার পর ,আপনি যেই অ্যাপসগুলোকে রিমুভ করতে চান তার উপর ক্লিক করুন।
তারপর আনইনস্টল এ ক্লিক করার পর apply  বাটনে ক্লিক করুন।

আপনার সামনে এভাবে একটি পপ আপ নোটিফিকেশন আসবে যে আপনি কি সত্যিই এই অ্যাপসগুলো ডিলিট করতে চান তাহলে yes বাটনে ক্লিক করুন।আপনার কাছে আরো একটি পপ আপ নোটিফিকেশন আসবে যে আপনি কি এই অ্যাপস গুলোর ব্যাকআপ নিতে চান?

যদি আপনি ব্যাকআপ নিতে চান তাহলে এই Yes বাটনে ক্লিক করুন আর যদি না চান তাহলে No বাটনে ক্লিক করুন।আপনার সামনে আরো একটি পপ আপ আসবে সেখানে লেখা থাকবে (Task Completed)।ব্যাস হয়ে গেল প্রি ইনস্টল অ্যাপস গুলো রিমুভ।

আশা করি আপনি বুঝতে পেরেছেন , কিভাবে অ্যান্ড্রয়েড টিভি থেকে প্রি-ইন্সটল অ্যাপসগুলো ডিলিট করতে হয়।এই ২ টি  প্রক্রিয়ায় অনেক বেশি সহজ।আপনি যেকোনো একটি মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড টিভির প্রি-ইন্সটল অ্যাপসগুলো ডিলিট করতে পারবেন।

এই অপ্রয়োজনীয় প্রি ইন্সটল করা অ্যাপসগুলো আপনার টিভির কোন ক্ষতি করছে না তো?

এটি একটি গোপন সত্য যে পৃথিবীর সমস্ত অ্যান্ড্রয়েড টিভিই বাজে অভিজ্ঞতা দেয়।প্রায় ৮০% কোম্পানির টিভি গুলোতে ভিডিও গুলো আটকে ধরে অথবা Freeze হয়ে যায়।

ভিডিওগুলো আটকে ধরা অথবা Freeze হয়ে যাওয়ার মেইন কারণ হিসেবে রয়েছে প্রি ইনস্টল করা অ্যাপগুলো। এই প্রি ইন্সটল করা অ্যাপস যা ফ্যাক্টরি থেকে আসার সময় টিভিতে ভরপুর হয়ে আসে।

এগুলোর কারণে টিভিতে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই অ্যাপস গুলোর কারণে দিন দিন আপনার টিভি আরো বেশি ধীর গতির হয়ে যাবে 

এবং মাঝে মাঝে দেখবেন আপনার টিভি Freeze হয়ে যাবে অর্থাৎ স্ক্রিন আটকে যাবে।এই অ্যাপস গুলো আপনার টিভিতে ভাইরাস প্রবেশ করায় ফলে টিভি ধীর গতির হয়ে যায়

এবং ভিডিও গুলো আটকে ধরে এতে ঠিক ভাবে কোনো ভিডিও দেখা যায় না।আপনার অ্যান্ড্রয়েড টিভিতে যদি এমন সমস্যা হয় তাহলে ওপরে দেওয়া উপায় গুলো অনুসরণ করুন।

লেখকের শেষ কথা

আজ এই পোস্টে কিভাবে অ্যান্ড্রয়েড টিভি থেকে প্রি ইনস্টল অ্যাপস গুলো ডিলিট করবো এবং প্রি ইনস্টল অ্যাপ্স গুলো ডিলিট করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনি এই পোষ্টের মাধ্যমে উপকৃত হবেন পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন পোস্ট আরো পেতে এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url