হোয়াটসঅ্যাপ বেসিক টিপস এবং ট্রিকস - যেগুলো না জানলে আপনার ক্ষতি হতে পারে

মেসেঞ্জারের ডিলিট হওয়া এবং আনসেন্ড মেসেজ রিকভার Whatsapp নতুন ব্যবহার করছেন তাহলে হোয়াটসঅ্যাপে কিছু বেসিক টিপস এবং ট্রিকস সম্পর্কে জেনে নিন। যেগুলো না জানলে আপনার জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে।আমাদের আজকের এই পোস্টে হোয়াটসঅ্যাপ বেসিক টিপস এবং ট্রিকস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং কিভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ গুলো দেখবো আবার বোল্ড এবং ইটালিক ফন্ট কিভাবে তৈরি করব সে সমস্ত বিষয়ে আলোচনা করব তাই পোস্টটি সম্পন্ন পড়ুন।

Whatsapp Basic Tips & Tricks- যেগুলো না জানলে আপনার ক্ষতি হতে পারে

Whatsapp Basic Tips & Tricks : ভূমিকা

বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ শুধু ভারতবর্ষেই নয় পুরো বিশ্বে বহুল জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে এমন কেউ নেই যে হোয়াটসঅ্যাপের সাথে চেনা পরিচিত নয়।আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি।কিন্তু আমরা অনেকেই জানিনা Whatsapp Basic Tips & Tricks সম্পর্কে।তাই আজকের এই পোস্ট আপনাদের হোয়াটসঅ্যাপ এর টিপস এবং ট্রিকস সম্পর্কে বিস্তারিত বলবো।

বোল্ড এবং ইটালিক ফন্ট (Bold And Italic Font)

হোয়াটসঅ্যাপ মেসেজ গুলো আরো আকর্ষণীয় করে তুলতে বোল্ড এবং ইটালিক ফন্ট ব্যবহার করুন।কোনো কীবোর্ড অথবা ফন্ট অ্যাপ ছাড়াই আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ কে বোল্ড এবং ইটালিক করতে পারবেন।

জানেন কিভাবে?

আরো জানুন : Redmi phone price in Bangladesh 2022

চলুন জেনে আসি,হোয়াটসঅ্যাপ মেসেজ কে আকর্ষণীয় করতে মেসেজে ডবল ' ** 'অথবা '__' ব্যাবহার করুন।

সহজ ভাষায় বলি, *ABCD* এভাবে ২টি * স্টার ব্যাবহার করবেন তাহলে ফন্ট বোল্ড হবে।

এভাবে মেসেজ সেন্ড করার পর ** স্টার এর দেখা যাবে না এবং ফন্ট বোল্ড হবে।

এবার বলি ইটালিক ফন্ট কিভাবে তৈরি করবেন;

কোনো অ্যাপ ছাড়া ইটালিক ফন্ট তৈরির জন্য  __ এটা ২ বার ব্যাবহার করবেন  যেমন:_ABCD_ ,_AMAR SONAR BANGLA_

আশা করি আপনি বুঝতে পেরেছেন।

কিভাবে ব্লু চেক মার্ক অফ করবো?(How to switch off blue tick mark)

হোয়াটসঅ্যাপে ব্লু চেক মার্ক অফ করে দিলে আপনি কারো মেসেজ দেখলে অথবা পড়লে সে ব্যক্তি কিছুই বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ দেখেছেন কি দেখেন নি। এটা কিভাবে সম্ভব চলুন দেখে আসি;
  • ব্লু চেক মার্ক অফ করার জন্য প্রথমে আপনাকে সেটিং ওপেন করতে হবে।
  • তারপর প্রাইভেসি অপশন এ ক্লিক করবেন।এখন Read Receipts নামক অপশনটি অফ করে দিবেন।তাহলে আপনি কারোর মেসেজ দেখলে বা পড়লে সে আর বুঝতে পারবে না।কি ব্যাপার টা মজার না?

কিভাবে টেম্পোরারি ইমেজ সেন্ড করবো?(how to send temporary image)

টেম্পোরারি ইমেজ মানে যে ছোবি টা একবারের বেশি দেখা যায় না।সহজ ভাষায় বলি আমাদেরকে যখন কেউ হোয়াটসঅ্যাপে ছবি অথবা পিকচার পাঠায় তখন কিন্তু সেটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায় 

কিন্তু আপনি যদি কাউকে টেম্পোরারি ইমেজ পাঠান তাহলে তার ফোনে কখনোই সে পিকচারটি সেভ হবে না এবং একবারের বেশি দুইবার আর দেখতে পারবে না।
কিভাবে করবেন?
হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনি যেই পিকচার অথবা ছবি টা সেন্ড করতে চাচ্ছেন তার ওপর ক্লিক করে
ডান দিকের মার্ক করা অপশনে ক্লিক করলে টেম্পোরারি ইমেজ সেট হয়ে যাবে।এই ছবি অথবা ইমেজটি আপনি যাকে সেন্ড করবেন সে শুধুমাত্র একবারই দেখতে পারবে তারপর সে আর চাইলেও সেই ছবিটি ওপেন করতে পারবেনা।

কিভাবে গুরুত্বপূর্ণ চ্যাট গুলোকে ওপরে পিন করতে হয়(How to pin important chats to the top)

অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ এ এতগুলো কনভারসেশন এর মধ্যে গুরুত্বপূর্ণ চ্যাট গুলো হারিয়ে যায়। তাই আপনার গুরুত্বপূর্ণ চ্যাট গুলোকে কিভাবে আপনি সবার ওপরে পিন করে রাখবেন জেনে নিন;

যে চ্যাটগুলোকে পিন করতে চাচ্ছেন তার ওপর ট্যাপ করুন তারপর ওপরে 
মার্ক করা অপশনে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল পিন। এভাবে আপনি আপনার গুরুত্বপূর্ণ গ্রুপগুলো অথবা বন্ধুদের পিন করে রাখতে পারবেন এতে তাদের চ্যাটগুলো হারিয়ে যাবে না হোয়াটসঅ্যাপ অন করলেই সবার আগে তাদের কনভারসেশন আপনি দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপে সেভ না করেই কিভাবে মেসেজ করবেন?(How to send an message to unsave number on Whatsapp)

আপনি নিশ্চয়ই জানেন যে হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ করার জন্য অবশ্যই তার নাম্বার আমাদের ফোনে সেভ থাকা দরকার।

Whatsapp এ শুধু সেভ করা নাম্বার এই মেসেজ পাঠানো সম্ভব কিন্তু এখন যদি আমি বলি হোয়াটসঅ্যাপে আনসেভ নাম্বারে মেসেজ করা সম্ভব।অবাক হচ্ছেন তো?

অবাক হলেও সত্যি আজ আমরা আপনাকে এমন কিছু ট্রিক্স বলবো যার মাধ্যমে আপনি whatsapp এ নাম্বার সেভ না করেই তাকে মেসেজ করতে পারবেন।কিভাবে? চলুন জেনে আসি;
প্রথমে যেকোনো ব্রাউজার ওপেন করুন, তারপর সার্চ অপশনে ক্লিক করে https://wa.me/ফোন নম্বর

এভাবে আপনি ব্রাউজার থেকে হোয়াটসঅ্যাপ এ মেসেজ করতে পারবেন।এছাড়া আরো একটি উপায় আছে,

হোয়াটসঅ্যাপ ওপেন করুন,তারপর যেকোনো একটি অপ্রয়োজনীয় কনভারসেশনে যাকে মেসেজ করতে চাচ্ছেন তার নম্বর টি টাইপ করুন।
তারপর সেই নম্বর এর ওপর ক্লিক করুন। ব্যাস হয়ে গেল তারপর আপনি তাকে মেসেজ করতে পারবেন।আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে নাম্বার সেভ না করেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয়।

কিভাবে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ গুলো দেখবো?(How to see deleted message on Whatsapp)

অনেকের হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ গুলো দেখার অনেক ইচ্ছা থাকে কিন্তু দেখতে পারেনা তাই আজকের এই পোস্টে বলবো কিভাবে আপনি ডিলিট করা মেসেজগুলো দেখবেন।

হোয়াটসঅ্যাপে যে কোন মেসেজ অথবা ভিডিও অডিও কিংবা পিকচার দেখার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে সেই অ্যাপটি হলো;
অ্যাপটি ডাউনলোড করার পর ওপরে আপনি হোয়াটসঅ্যাপের আইকন দেখতে পাবেন তার ওপর ক্লিক করলে আপনি whatsapp এর সমস্ত ডিলিটেড মেসেজগুলো দেখতে পাবেন।

কিভাবে প্রত্যেকটা বন্ধুর আলাদা আলাদা নোটিফিকেশন সাউন্ড সেট করবো?(How to set different notification sound for different person)

আপনি কি জানেন আপনি আপনার একটি হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা বন্ধুর নোটিফিকেশন সাউন্ড আলাদা আলাদা করতে পারবেন এতে আপনি নোটিফিকেশনের সাউন্ড শুনে বুঝতে পারবেন আপনাকে কখন কোন বন্ধু মেসেজ করছে।
এর জন্য আপনাকে যা করতে হবে;

প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।তারপর Contact Information এ যেয়ে Custom Notification নামক অপশন দেখতে পারবেন।তার ওপর ক্লিক করে নিজের পছন্দ অনুসারে নোটিফিকেশন সাউন্ড সেট করুন।

কিভাবে হোয়াটসঅ্যাপ এ ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু করবো(How to enable fingerprint system on Whatsapp)

হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু করলে আপনি ছাড়া আপনার whatsapp কেউ ওপেন করতে পারবে না অর্থাৎ যখন আপনি whatsapp ওপেন করতে যাবেন তখনই আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইবে।

ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু রাখলে হোয়াটসঅ্যাপ মেসেজগুলো সুরক্ষায় থাকে। অর্থাৎ আপনি ছাড়া আপনার হোয়াটসঅ্যাপে মেসেজগুলো কেউ দেখতে পাবে না এবং হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবে না।

কিভাবে হোয়াটসঅ্যাপ এ ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু করতে হয় চলুন জেনে আসি;

ফিঙ্গারপ্রিন্ট অপশন চালু করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে সেটিং ওপেন করতে হবে।সেটিং ওপেন করার পর আপনি একটি প্রাইভেসি নামক অপশন দেখতে পাবেন
তার ওপর ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে।এবার স্ক্রল করে নিচে যাবেন একদম শেষে ফিঙ্গারপ্রিন্ট লক নামক একটি অপশন আছে
তার ওপর ক্লিক করবেন।ক্লিক করার পর আপনার আপনার সামনে Confirm Fingerprint নামক একটি অপশন আসবে তার ওপর ক্লিক করলে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপে কিভাবে বিভিন্ন চ্যাট ওয়ালপেপার সেট করবেন?(How to set different chat wallpaper on Whatsapp)

হোয়াটসঅ্যাপে চ্যাট ওয়ালপেপার চেঞ্জ করা আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনি কি জানেন যে প্রত্যেকটা কন্টাক্টস এর জন্য আলাদা আলাদা চ্যাট ওয়ালপেপার কিভাবে সেট করা যায়?
উপায় গুলো নিচে দেওয়া হলো;

Whatsapp এ  যেকোনো একটি কনভারসেশন ওপেন করে 3ডট এ ক্লিক করুন।
তারপর ওয়ালপেপার অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুসারে একটি ওয়ালপেপার সেট করে ফেলুন।এভাবে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তির জন্য আলাদা আলাদা সেট করতে পারবেন, ব্যাপারটা মজার না?

লেখকের শেষ কথা:

আজকের এই পোস্টে আপনার না জানা কিছু হোয়াটসঅ্যাপ টিপস এবং ট্রিকস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা করি পোস্টটি আপনার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর এমন পোস্ট আরো পেতে এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url