চুল লম্বা ও ঘন করার ঘরোয়া কিছু উপায়

স্কিন ফর্সা করার উপায়

অনেক টাকা পয়সা খরচ করেছেন কিন্তু কিছুতেই অতিরিক্ত চুল পড়া কমছে না চুল নষ্ট হয়ে যাচ্ছে । তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পূরণ।চুল লম্বা ও ঘন করার ঘরোয়া কিছু উপায় গুলো এই পোস্টে আলোচনা করা হয়েছে ।শুরুতেই বলি লম্বা ও ঘন চুল পওয়ার জন্য চুলের যত্ন নিতে হবে । যত্ন ঠিকভাবে না নেওয়া কারণে চুল রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। এমনকি যত্ন না নেওয়ার ফলে অতিরিক্ত চুল উঠতে থাকে । এইজন্য চুলের বেশি বেশি যত্ন নিতে হবে।আশা করি নিচের উপায় গুলো মেনে চললে আপনার চুল পড়া কমবে এবং চুল দ্রুত লম্বা ও ঘন হবে। 

চুল লম্বা ও ঘন করার ঘরোয়া কিছু উপায়


ভূমিকা: অনেকেই চুলে তেল দেন না এবং প্রতিদিন শ্যাম্পু করে। লম্বা চুল পেতে চাইলে শ্যাম্পুর সাথে তেল ও দিতে হবে।প্রতিদিন রাতে নারকেল তেল ক্যাস্টর অয়েল হালকা গরম করে মাথায় ম্যাসাজ করতে হবে। পরের দিন সকালে মাথায় শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন এতে চুল ভালো থাকবে । চুলের গোড়া শক্ত থাকবে। যে শ্যাম্পু গুলোতে অতিরিক্ত রাসায়নিক পদার্থ আছে সে শ্যাম্পু গুলো থেকে বিরত থাকবেন। অতিরিক্ত রাসায়নিক পদার্থ যুক্ত শ্যাম্পু আমাদের চুলের গ্রথে বাধা দেয়। চলুন এবার চুল লম্বা ও ঘন করার কিছু উপায় দেখে আসি ;

চুলে তেল কিভাবে ব্যবহার করলে চুল বড় হবে?

আপনি কি জানেন চুলে তেলের চেয়ে বেশি পুষ্টি কর আর কিছুই নেই কিন্তু সে তেলকে যদি আপনি ঠিকভাবে ব্যবহার করতে না জানেন তাহলে উল্টো আপনার চুলের ক্ষতি হতে পারে তাই জেনে নিন চুলের তেল কিভাবে ব্যবহার করলে চুল বড় হবে অর্থাৎ চুলে তেল ব্যবহার করার সঠিক নিয়ম।সপ্তাহে ৩ দিন রাতে নারকেল তেল গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে । তাহলে আপনার চুল মজবুত এবং উজ্জ্বল হবে।চুলের জন্য তেল অনেক উপকারী ।

  • তেল আপনার চুলকে চকচকে এবং বড় করতে সাহায্য করে,
  • চুলের শিকড়কে মজবুত করে,
  • নিয়মিত চুলে তেল লাগালে রুক্ষ,শুষ্ক ড্যামেজ চুলকেও সুন্দর করা যায়।

চুলে অ্যালোভেরা কিভাবে ব্যাবহার করবো?

অ্যালোভেরা একটি ভেষজ উপাদান । এই উপাদানটির হাজারো গুন রয়েছে ,যা বলে শেষ করা যাবে না। চুল ও ত্বকের জন্য অনেক ভালো অ্যালোভেরা। চুলকে উজ্জ্বল ও মসৃন করে তোলে। সপ্তাহে তিন দিন যদি আপনি চুলে এলোভেরা ব্যবহার করেন তাহলে আপনার চুল অনেক মসৃণ উজ্জ্বল এবং দ্রুত লম্বা হবে। তবে চুলের অ্যালোভেরা ব্যবহার করার কিছু সঠিক নিয়ম রয়েছে। কি? চিন্তায় পড়ে গেলেন চুলে অ্যালোভেরা কিভাবে ব্যাবহার করবো?এটা ভেবে। চিন্তার কিছু নেই নিচে এলোভেরা ব্যবহার করার সঠিক নিয়ম গুলো দেওয়া আছে;
  • বাসায় অ্যালোভেরা জেল থাকলে সেটি মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন এবং মাসাজ করার ২ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • চুলের সুস্বাস্থ্যের জন্য আপনি  অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করতে পারেন ।এতে কোনো অতিরিক্ত ক্ষার নেয়।ক্ষার যুক্ত শ্যাম্পু কখনো আপনার চুলে ব্যবহার করবেন না।
  • চুলের সন্দর্যতার জন্য অ্যালোভেরার সাথে নারকেল তেল ও লেবুর রস মিশিয়ে চুলে হেয়ারপেক হিসেবে ব্যাবহার করতে পারে এতে চুল পরিষ্কার থাকবে।
  • চুলে গোসল করার আগে কন্ডিশনার হিসেবে অ্যালোভেরা লাগাতে পারেন এতে চুল ঝলমলে থাকবে।
চুলে অ্যালোভেরা লাগলে যেসব সমস্যা দূর হবে;
  • যাদের চুলে খুশকির সমস্যা আছে ,
  • চুল ড্যামেজ হয়ে গেছে,
  • অতিরিক্ত চুল পড়ে,
  • চুলের আগা নষ্ট হয়ে গেছে,
  • মাথার স্কেপ্লে পুষ্টির অভাব, এই সব সমস্যার একটি সমাধান সেটি হলো অ্যালোভেরা।
  • রাতে ক্যাস্টর তেল এর সাথে অ্যালোভেরা গরম করে স্ক্যাল্পে লাগাতে হবে।
  • গোসল করার সময় শ্ব্যাম্পুর সাথে অ্যালোভেরা মিশিয়ে মাথায় লাগাতে পারেন।অ্যালোভেরা হেয়ার প্যাক হিসেবেও ব্যাবহার করতে পারেন।এতে আপনার চুল পড়া কমবে এবং ড্যামেজ চুল নিয়ন্ত্রণে আসবে।
চুলে পেঁয়াজ কিভাবে ব্যাবহার করতে হয়
আপনার হেসেলে থাকা এই একটি উপাদান চুলের বিভিন্ন সমস্যা সমাধান একাই একশো। পেঁয়াজে আছে অ্যান্টি ফাংগাল , অ্যান্টি ব্যাকেরিয়াল এবং ভিটামিন সি, ভিটামিন বি৬ উপাদান ।পেঁয়াজ আপনার চুলের আয়রন , ক্যালসিয়াম, ফসফরাস এর ঘাটতি দুর করে ।

এছাড়াও চুলের জন্য পেঁয়াজ অনেক গুরুত্বপূর্ণ উপাদান । নিয়মিত পেঁয়াজের রস চুলে ব্যাবহার করলে আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হবে। জেনে নিন চুলে পেঁয়াজ কিভাবে ব্যাবহার করতে হয়;
  1. ২টুকরো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিবেন আগে ,তারপর কুচি কুচি পেঁয়াজ গুলো সিদ্ধ করে রস বের করে নিবেন । এক চা চামচ নারকেল তেলের সাথে সেই পেঁয়াজ রস মিশিয়ে মাথার স্কেলপে ম্যাসাজ করবেন।
  2. পেঁয়াজ বেটে এর সাথে মেহেদি পাতা বেটে চুলে আলতোভাবে ব্যবহার করবেন।
  3. এক টুকরো পেঁয়াজ, দুই টুকরো তেজপাতা ও লবঙ্গ একটি পাত্রে সিদ্ধ করে সেগুলোর রস বের করে আপনি নিয়মিত চুলে তেলের মতো করে চুলে ব্যাবহার করতে পারেন। তে  রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং চুল দ্রুত লম্বা হবে।
উপরোক্ত নিয়মগুলো মেনে চললে যেসব সমস্যা দূর হবে;
  • চুল পড়া বন্ধ হবে
  • নতুন চুল গজাতে সাহায্য করবে
  • চুলে খুশকির সমস্যা দূর করবে
  • চুল তারাতারি বড় করতে সাহায্য করবে
এর জন্য আপনাকে যা করতে হবে;
  1. একটি বড় পেঁয়াজ নিয়ে সেটির খোসা ছাড়িয়ে নিতে হবে
  2. তারপর পেঁয়াজ টি কুচি কুচি করে কেটে নিয়ে পাটাই পেস্ট বানিয়ে নিন
  3. এরপর পেস্ট টি আলতো ভাবে আঙ্গুলের সাহায্যে চুলের স্ক্যাল্পে লাগান।
  4. ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন তবে এখানে কোনো প্রকার শ্ব্যাম্পু ব্যাবহার করা যাবে না।এভাবে সপ্তায় ৩ দিন লাগালে অনেক ভালো ফলাফল পাবেন।

ভেজা চুল মালিশ করে 

চুলের জন্য মাথা মালিশ সবথেকে বেশি উপকারী। গোসল করার সময় হাথের আঙ্গুল দিয়ে মাথা মালিশ করুন এতে মাথার ত্বক সুস্থ থাকবে এবং রক্ত চলাচল বৃদ্ধি পাবে। ফলে চুল অনেক দ্রুত বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত চুল পড়া কমে যাবে।

তাই চেষ্টা করবেন গোসল করার পর হালকা ভেজা চুল হাতের আঙ্গুলের সাহায্যে আস্তে আস্তে মালিশ করতে চুলের জন্য মালিশ অনেক উপকারী। আশা করি আপনি নিয়মিত এভাবে ভেজা চুল মালিশ করে  ভালো ফলাফল পাবেন।

শুকনো চুল মালিশ করুন

শুকনো চুলে আঙ্গুলের সাহায্যে মালিশ করতে হবে এতে রক্ত চলাচল বৃদ্ধি পাবে আর আগা ছাটুন এতে আপনার চুল তারাতারি বড় হবে। চুল যত মালিশ করবেন আপনার স্ক্যাল্পে রক্ত চলাচল ততো বৃদ্ধি পাবে এতে চুলের যাবতীয় সমস্যা দূর হবে

আপনার যদি অতিরিক্ত চুল পড়া সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাও দূর হবে। নিয়মিত গোসল করার পর চুলটা শুকিয়ে নিয়ে তার পর শুকনো চুল মালিশ করুন।

চুলে লেবুর রস ব্যাবহার

শীতকাল আসছে , শীতকালে অনেকের মাথায় খুশকি হয়। খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে চুলে লেবুর রস বানিয়ে লাগাতে হবে । পেঁয়াজের সাথে লেবুর রস স্ক্যাল্পে লাগালে খুশকির সমস্যা দূর হবে।লেবুর রস চুলকে পরিষ্কার ও চকচকে মসৃন করতে সাহায্য করে । এইজন্য নিয়মিত চুলে লেবুর রস ব্যবহার করুন।

চুল লম্বা ও ঘন করার ঘরোয়া কিছু উপায়  শেষ কথা 

আজ এই পোস্টে চুল লম্বা ও ঘন করার ঘরোয়া কিছু উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই টিপস গুলো আপনি অনুসরণ করলে আপনার চুল খুব দ্রুত লম্বা এবং ঘন হয়ে উঠবে যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এমন পোস্ট আরও পেতে নিয়মিত ওয়েবসাইটটি ভিজিট করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url