কিভাবে ডায়মন্ড টপ আপ করবো? আনলিমিটেড ডায়মন্ড

কিভাবে ডায়মন্ড টপ আপ করবো? অনেকে আছে যারা ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করতে পারে না তাই তাদের অন্য আমাদের আজকের এই পোস্টটি। আমরা আজকের এই পোস্টে কিভাবে ডায়মন্ড টপ আপ করবো, ফ্রী ফায়ার ফ্রী ডায়মন্ড অ্যাপ এবং আনলিমিটেড ডায়মন্ড ফ্রি ফায়ার কিভাবে পাওয়া যায় সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব।
কিভাবে ডায়মন্ড টপ আপ করবো
বিনামূল্যের ফ্রী ফায়ারে প্রচুর ডায়মন্ড টপ আপ করতে চাচ্ছেন? তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন। আমরা যারা ফ্রি ফায়ার খেলি তারা ডায়মন্ডের প্রয়োজনীয়তা সবাই বুঝি কিন্তু এত টাকা দিয়ে ডায়মন্ড কিনা সম্ভব নয় তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা বিনামূল্যে আনলিমিটেড ডায়মন্ড টপ আপ করতে পারবেন।কিভাবে ডায়মন্ড টপ আপ করবো? ফ্রী ফায়ার ফ্রী ডায়মন্ড অ্যাপ এবং আনলিমিটেড ডায়মন্ড ফ্রি ফায়ার সম্পর্কে জানতে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

পেজ সূচিপত্র

    ভূমিকা    

আপনি কি ফ্রি ফায়ার খেলেন? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম1 গুলোর মধ্যে দ্বিতীয় নাম্বারে রয়েছে ফ্রী ফায়ার ফ্রি ফায় এটা শুধু গেম নয় এটি একটি ইমোশন। এই গেমটি অন্যান্য গেমের তুলনায় একদম আলাদা। এই গেমে আপনি একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন কথা বলে খেলতে পারবেন এবং এখানে প্রতিটি গেম স্কোয়াড হিসেবে খেলা হয় অর্থাৎ প্রত্যেক গেমে চারজন প্লেয়ার থাকে। যতদিন যাচ্ছে ফ্রী ফায়ারের জনপ্রিয়তা ঠিক ততটাই বেড়েই চলেছে।

তবে যারা ফ্রি ফায়ার খেলেন তারা নিশ্চয়ই জানেন যে ফ্রি ফায়ারের ডায়মন্ডের চাহিদা কতটা বেশি। ফ্রী ফায়ারের যার কাছে যত বেশি ডায়মন্ড সে তত বেশি প্রো  হিসেবে মানা যায়। এছাড়াও ফ্রী ফায়ারের ডায়মন্ডের সাহায্যে এক্সক্লুসিভ ড্রেস গান সহ আরো বিভিন্ন প্রকার দ্রব্যাদি কিনা যায়। তবে দিন দিন ডায়মন্ডের দাম যেভাবে বেড়েই চলেছে এই অবস্থায় স্টুডেন্টদের পক্ষে ডায়মন্ড কিনা কিন্তু কোন ভাবেই সম্ভব নয় তাই আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আনলিমিটেড ডায়মন্ড ফ্রিতে পাওয়া যায়,

ফ্রী ফায়ার ফ্রী ডায়মন্ড অ্যাপ এবং  কিভাবে ডায়মন্ড টপ আপ করবো। কারণ অনেকেই রয়েছে যারা নিজের আইডিতে নিজের টপ আপ করতে পারে না অন্যের থেকে টপ আপ করাতে হয় এই অবস্থায় দেখা যায় অনেক সময় আইডি হ্যাক হয়ে যায় এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজের আইডিতে নিজেই টপ পাপ করার। তাই আপনারা যারা নিজের একাউন্টে টপ আপ করা জানেন না আপনাদের সাথে আজকের এই পোস্টে আমরা কিভাবে ডায়মন্ড টপ আপ করবো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

কিভাবে ডায়মন্ড টপ আপ করবো

কিভাবে ডায়মন্ড টপ আপ করবো? নিজের একাউন্টে নিজের ডায়মন্ড টপ আপ করতে না পারলে নানান ঝামেলায় পড়তে হয়। যেমন অনেক ক্ষেত্রে আইডি হ্যাক হয়েও যেতে পারে। ফেসবুকে এমন অনেক সেলার রয়েছে যারা ডায়মন্ড টপ আপ করে দেয় তবে বিশ্বস্ত সেলার না হলে কিন্তু অনেক ক্ষেত্রে আইডি হ্যাক হয়ে যেতে পারে।কারণ তারা ডায়মন্ড টপ আপ করার সময় অবশ্যই আপনার কাছ থেকে আপনার আইডি পাসওয়ার্ড এবং আইডি নাম্বার চাইবে।

এখন সে যদি আপনার বিশ্বস্ত না হয় এক্ষেত্রে সে আপনার আইডিটি নিজের কাছে রেখে দিবে এবং পাসওয়ার্ড নাম্বার বদলে দিয়ে আইডিটি হ্যাক করে নিবে। তাই নিজের একাউন্টে নিজে ডায়মন্ড টপ আপ করাই উত্তম। এতে আপনি স্বল্প সময়ের মধ্যে কম টাকাতে বেশি ডায়মন্ড টপ আপ করতে পারবেন।তবে আপনি যদি না জেনে থাকেন যে কিভাবে ডায়মন্ড টপ আপ করবো তাহলে নিজের উপায় গুলো অনুসরণ করুন।

  • ফ্রী ফায়ারের ডায়মন্ড টপ আপ করার জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন।
  • তারপর সার্চ দিন Pipo Bazar
  • ডায়মন্ড কাবাব করার জন্য আপনার মূলত দুইটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। তার মধ্যে একটি হল Pipo Bazar। Pipo Bazar সার্চ করে ওপেন করুন।
  • এছাড়াও আপনি চাইলে সরাসরি নিচের লিংকে ক্লিক করে Pipo Bazar ওপেন করতে পারবেন।

  • ওপেন করে লগইন করুন। আপনার যদি পিপো বাজারে এর আগে কোন আইডি login না থাকে তাহলে নতুন করে একটি আইডি রেজিস্ট্রেশন করে ফেলুন।
  • এখানে আপনি চাইলে আপনার নিজস্ব জিমেইল একাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট এর সাহায্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।
  • তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে নিচে দেখুন ফ্রি ফায়ার আইডি কোড (Free Fire Id Code) নামক একটি অপশন রয়েছে। তার ওপর ক্লিক করুন।
  • ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার আইডি কোড চাইবে এবং আপনি কত ডায়মন্ড টপ আপ করতে চান তার একটি লিস্ট দেখতে পাবেন।
  • লক্ষ্য করুন সেখানে ডায়মন্ডের পাশের দামও দেওয়া রয়েছে অর্থাৎ কত ডায়মন্ডের কত দাম সে সমস্ত বিষয় ক্লিয়ার দেওয়া রয়েছে।
  • আপনি যদি ১১৫ ডায়মন্ড, ২৫ ডায়মন্ড,  ৫০ ডায়মন্ড অথবা উইকলি প্যাক মান্থলি প্যাক নিতে চান তাহলে তার ওপর ক্লিক করুন।
  • আপনি এখানে অল্প দামে প্রচুর ডায়মন্ড কিনতে পারবেন।
  • আইডি কোড এবং ডায়মন্ড সিলেক্ট সম্পন্ন হলে নিচের পেমেন্ট মেথডের বিকাশ অথবা নগদ সিলেক্ট করে বাই নাও (Buy Now) অপশন এর ওপর ক্লিক করুন।
  • তারপর আপনার বিকাশ অথবা নগদ নাম্বার চাইবে।
  • সেখানে আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটি দিয়ে নিচের কন্টিনিউ বাটনের উপর ক্লিক করুন।
  • তারপর আপনার নাম্বারে একটি otp কোড আসবে।
  • সেই otp কোডটি বসিয়ে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করুন
  • তারপর আপনার বিকাশ অথবা নগদ পিন নাম্বার চাইবে।(এটি সম্পূর্ণ নিরাপদ আপনি ১০০% নিশ্চই তার সাথে এখানে আপনার পিন নাম্বারটি প্রদান করতে পারেন, এটি আপনি ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি দেখতে পারবে না)
  • তারপর পেমেন্ট কমপ্লিট হলে আপনাকে একটি কোড দেওয়া হবে।
  • সেই কোডগুলো কপি করে নোটপ্যাডে লিখে রাখুন।
  • একটি কাজ শেষ এবার আরেকটি ওয়েবসাইট ওপেন করতে হবে।
  • ক্রোম ব্রাউজারে সার্চ দিন Shop Garena My।
  • অথবা নিচের ক্লিক হিয়ার লিংকে ক্লিক করে পেজটি ওপেন করুন।


  • পেজটি ওপেন হয়ে গেলে আপনার সামনে অনেকগুলো গেমের অপশন আসবে সেখানে ফ্রি ফায়ার এর ওপর ক্লিক করুন।
  • তারপর আপনার কাছে লগ ইন মেথড চাইবে অর্থাৎ আপনি কিভাবে Garena shop এ লগইন করতে চাই সেখানে আপনি চাইলে আপনার জিমেইল অথবা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করতে পারবেন এছাড়াও আপনি চাইলে আপনার ক্লিয়ার আইডির মাধ্যমে লগইন করতে পারবেন। তবে হ্যাঁ মনে রাখবেন এইখানে কিন্তু আপনার গেমের একাউন্টে যে ফেসবুক অথবা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা রয়েছে সেই অ্যাকাউন্ট দ্বারাই লগইন করতে হবে অথবা প্লেয়ার আইডি কোডের মাধ্যমে লগইন করতে হবে।।
  • লগিন প্রক্রিয়া সম্পন্ন হলে উপরের প্রসেসড টু পেমেন্ট (Processed To Payment) অপশন এ ক্লিক করুন।
  • ওয়েট ওয়েট! সবার আগে ওপরে থ্রি ডট এ ক্লিক করে চেক করে দেখুন আপনার গেম আইডির নামের সাথে মিল রয়েছে কি।
  • নামের সাথে মিল থাকলে নিচের আরেকটি প্রসেসড নামক অপশনে ক্লিক করে কন্টিনিউ করুন। তারপর আপনি পিপ বাজার থেকে যত ডায়মন্ড কিনেছেন ততো ডায়মন্ডের উপর ক্লিক করুন অর্থাৎ আপনি যদি ১১৫ ডায়মন্ড কিনে থাকেন তাহলে এখানে ১১৫ ডায়মন্ডের ওপর ক্লিক করুন।
  • এবার আপনার সামনে দুইটি অপশন আসবে সেখানে ফিজিকাল ভাউচার (Physical voucher) নামের অপশনের ওপর  ক্লিক করে কন্টিনিউ করুন।
  • আপনার সামনে আবারো ঠিক দুইটি অপশন আসবে Unipin, Upbd।
  • এবার আপনি কোনটি সিলেক্ট করবেন?
  • কোন অপশনে ক্লিক না করে এখানে এভাবেই ছেড়ে দিন এবং লক্ষ্য করুন আমরা এর আগে যখন পিপো বাজার থেকে ডায়মন্ড কিনেছিলাম তখন আমাদেরকে একটি কোড দিয়েছিল সেই কোডের যদি প্রথম চারটি সংখ্যা BDMB দ্বারা শুরু হয় তাহলে Unipin অপশনের উপর ক্লিক করতে হবে।
  • আর যদি সেই প্রথম চারটি সংখ্যা UPBD তারা শুরু হয় তাহলে দ্বিতীয় অপশন UPBD এর ওপর ক্লিক করতে হবে।
  • এবার আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে সেখানে আমরা পিপো বাজার থেকে যে কোড গুলো লোড করেছিলাম সেই কোডগুলো এখানে বসাতে হবে।
  • সঠিকভাবে প্রত্যেকটি কোড বসানোর পর নিচের কনফার্ম বাটনের উপর ক্লিক করতে হবে।
  • তাহলেই ডায়মন্ডটি সেকেন্ডের মধ্যে আপনার ফ্রী ফায়ার একাউন্টে চলে আসবে।

মজার ব্যাপার হলো এখানে আপনি সবচেয়ে কম সময়ের মধ্যে এবং সবচেয়ে অল্প দামে ডাইমন্ড কিনতে পারবেন ওপরের এই সমস্ত প্রক্রিয়া আপনার কাছে প্রথমবার একটু কঠিন মনে হলেও আপনি যখন এক দুইবার ডায়মন্ড টপ আপ করতে থাকবেন তখন আপনার কাছে একদম ইজি হয়ে যাবে।আশা করছি ওপরের এত আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কিভাবে ডায়মন্ড টপ আপ করবো। ডায়মন্ড টপ আপ করা খুবই সহজ আপনাকে শুধু সঠিক ওয়েবসাইট এবং প্রক্রিয়া জানতে হবে।

কারণ বর্তমান সময়ে অনলাইনে এত বেশি প্রতারক ছড়িয়ে রয়েছে যে আমরা প্রতিমুহূর্তে প্রতারণার শিকার হচ্ছি তবে আপনি এই দুইটি ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নিশ্চয়তার সাথে ডায়মন্ড কাবাব করতে পারবেন এবং সেটি শুধুমাত্র এক সেকেন্ডের মধ্যে। পাঠক আশা করছি কিভাবে ডায়মন্ড টপ আপ করতে হয় সে বিষয়ে আপনি বুঝতে পেরেছেন এবার চলুন আমরা জেনে আসি নিজে টপ আপ করার সুবিধা সম্পর্কে।

নিজে টপ আপ করার সুবিধা

ওপরের এত আলোচনার মাধ্যমে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে নিজে টপ অ্যাপ কিভাবে করতে হয় টপ আপ করা কিন্তু খুবই সহজ তবে অনেকেই সঠিক পদ্ধতি জানে না সঠিক ওয়েবসাইট সম্পর্কে জানে না যার কারণে তারা প্রতারণার শিকার হয় টাকা নষ্ট হয় তবে আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম ভাবে নিজে নিজে এক সেকেন্ডের মধ্যে এটা ভাব করতে হয় আপনি যদি উপরের উপায় গুলো অনুসরণ করে টপ আপ করেন তাহলে ১০০ % নিশ্চয়তার সাথে আপনি সেকেন্ডের মধ্যেই আপনার আইডিতে ডায়মন্ড পেয়ে যাবেন।

এবার আমরা আলোচনা করব যে নিজে টপ আপ করার সুবিধাগুলো কি কি।
নিজে টপ আপ করলে একদিকে যেমন সময় বাঁচে আরেক দিকে আপনি অর্থ বাঁচাতে পারবেন। কারণ যখন আমরা অনলাইনে কোন সেলারকে দিয়ে টপ আপ করাই তখন তারা তাদের সময় অনুযায়ী টপ আপ করে দেয় অর্থাৎ তাদেরকে আমরা বিকাশ অথবা নগদে পেমেন্ট করে দেয় পরবর্তী সময়ে তারা যখন ফ্রি থাকে তখন তারা আমাদের একাউন্টে ডায়মন্ড তুলে দেয় কিন্তু আপনি যদি নিজে নিজে টপ আপ করতে পারেন তাহলে আপনি আপনার ইচ্ছা অনুসারে যখন এক সেকেন্ডের মধ্যে আপনার ফ্রী ফায়ার একাউন্টে ডায়মন্ড টপ আপ নিতে পারবেন।

নিজে টপ আপ করার আরো একটি সুবিধা হল অল্প টাকা তে আপনি বেশি ডায়মন্ড তুলতে পারবেন। অর্থাৎ সাধারণত আমরা সোশ্যাল মিডিয়ার সেলারকে দিয়ে যখন ১০০ ডায়মন্ড  আমার টপ আপ করি তখন তারা ১০০ ডায়মন্ডের দাম প্রায় ৮৫ থেকে ৯০ টাকা নাই কিন্তু আপনি যদি নিজে নিজে উপরের উপায় অনুযায়ী টপ আপ করেন তাহলে শুধুমাত্র ৭০ টাকা থেকে ৭১ টাকার মধ্যে টপ আপ করতে পারবেন।আর উইকলি প্যাক শুধুমাত্র ১৪৫ টাকায় পেয়ে যাবেন।

নিজে নিজে টপ আপ করার আরো একটি বিশেষ সুবিধা হল আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ সুরক্ষিত থাকবে অর্থাৎ আমরা যখন সোশ্যাল মিডিয়ায় সেলারকে দিয়ে টপ আপ করি তখন এতে আমাদের আইডির ঝুঁকি থাকে কারণ যেহেতু আমরা তাদেরকে আমাদের গোপন পাসওয়ার্ড এবং আইডি নাম্বার দিয়ে থাকে তখন তারা চাইলে আমাদের আইডিটি হ্যাক করে নিতে পারে। কিন্তু আপনি যদি নিজে নিজে আপনার টপ আপ করেন তাহলে এতে আপনার আইডি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং আপনার আইডি পাসওয়ার্ড নাম্বার কেউ জানবে না। 

পাঠক আশা করছি ওপরের এত আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন নিজে টপ আপ করার সুবিধাগুলো কি কি। আপনি যদি এই সমস্ত সুবিধা উপভোগ করতে চান সেক্ষেত্রে আপনাকে উপরের উপায় গুলো অনুসরণ করতে হবে এবং সেই উপায়গুলো অনুসরণ করে আইডিতে টপ আপ করতে পারবেন। প্রিয় পাঠক টপ আপ করা খুবই সহজ প্রথম অবস্থায় যদিও এটি আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে তবে এক দুইবার টপ আপ করার পর এটি আপনার কাছে পানির মত সহজ মনে হবে।এবার চলুন তাহলে আমরা জেনে আসি ফ্রী ফায়ার ফ্রী ডায়মন্ড অ্যাপ সম্পর্কে।

ফ্রী ফায়ার ফ্রী ডায়মন্ড অ্যাপ

ফ্রী ফায়ার এ ফ্রী ডায়মন্ড নিতে চান? তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন আমরা আজকের এই পোস্টে আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনি সহজেই বিনামূল্যে ফ্রী ফায়ারে ফ্রী ডায়মন্ড নিতে পারবেন। যতই দিন যাচ্ছে ডায়মন্ডের দাম ঠিক ততই বাড়ছে এই সময় স্টুডেন্টদের পক্ষে ডায়মন্ড কিনা কিন্তু খুবই কষ্টকর কারণ পড়াশোনার পাশাপাশি হাত খরচ চালাতে হয় তার ওপর আবার ডায়মন্ডের দাম।

তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটি গোপন টিপস শেয়ার করতে চলেছি যার মাধ্যমে আপনারা বিনামূল্যে আনলিমিটেড ডায়মন্ড কিনতে পারবেন। আবার আপনারা চাইলে এই অ্যাপ থেকে ডায়মন্ড কেনার পাশাপাশি টাকাও ইনকাম করতে পারবেন। চলুন তাহলে এবার আমরা ঝটপট জেনে আসি ফ্রী ফায়ার ফ্রী ডায়মন্ড অ্যাপ। অর্থাৎ কোন অ্যাপ থেকে ফ্রী ফায়ারে ফ্রী ডায়মন্ড নেওয়া যায়।

Booyah

ফ্রী ফায়ার এর যত ইউটিউবার লাইভ স্ট্রিমার রয়েছেন, তারা প্রত্যেকেই এই অ্যাপে লাইভ স্ট্রিম দেখায়। এবং লাইভ স্ট্রিম দেখিয়ে টাকা ইনকাম করেন। আপনি যদি চান তাহলে এখানে তাদের লাইভ স্ট্রিম দেখেও টাকা ইনকাম করতে পারবেন কারণ প্রতিদিন হাজার হাজার গিভ ওয়ে হয় যেখানে আপনি চাইলে অংশগ্রহণ করে বিনামূল্যে ডায়মন্ড জিতে নিতে পারবেন সাথে এই booyah অ্যাপে ডেইলি কিছু টাস্ক দেওয়া হয় এই টাস্ক গুলো কমপ্লিট করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন।

এবং আরেকটি মজার বিষয় হলো এই অ্যাপে পেমেন্টের কোন ঝামেলা নেই অর্থাৎ আপনি চাইলে আপনার বিকাশ একাউন্টে অথবা নগদ একাউন্টে পেমেন্ট নিতে পারবেন কিন্তু আপনি যদি আপনার ফ্রী ফায়ারের ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে আপনার জন্য আরও একটি সুবর্ণ সুযোগ রয়েছে এখানে ডেলি কিছু টাস্ক দেওয়া হয় যে টাস্ক গুলো কমপ্লিট করার মাধ্যমে নির্দিষ্ট টার্গেট পূরণ করে আপনাকে ডায়মন্ড গিফট দেওয়া হবে। ব্যাপারটি মজার না? 

একদিকে যেমন এই অ্যাপ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর এক দিকে তাক কমপ্লিট করে ডায়মন্ড পারচেস করতে পারবেন।booyah অ্যাপে প্রতিদিন হাজার হাজার গিভ ওয়ে হয় এখানে আপনি চাইলে অংশগ্রহণ করতে পারবেন এবং অংশগ্রহণ করে বিনামূল্যে ১৫ থেকে ২০ হাজার ডায়মন্ড জিতে নিতে পারবেন। যারা ফ্রি ফায়ার খেলে তাদের বেশিরভাগ প্লেয়াররা এই অ্যাপ সম্পর্কে জানে এবং তারা এই অ্যাপ থেকে ডায়মন্ড জিতে নেয়।  এই অ্যাপের সুবিধা এখানেই শেষ নয়,

এই অ্যাপের আরো গুণাগুণ রয়েছে। অর্থাৎ Booyah অ্যাপে রয়েছে রেফারেল সিস্টেম অর্থাৎ আপনি চাইলে ফ্রি ফায়ারে আপনার বন্ধু-বান্ধবদেরকে রেফার করেও ১০০ ডায়মন্ড জিততে পারবেন তাহলে আপনি যদি প্রতিদিন ১০-১২ জন বন্ধুকে রেফার করেন তাহলে প্রতিদিন ১০০০ থেকে ১২০০ ডায়মন্ড পেয়ে যাবেন। 

প্রিয় পাঠক আশা করছি ওপরের এত আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ফ্রী ফায়ারে ফ্রী ডায়মন্ড নিতে হয় এবং কোন অ্যাপ থেকে ফ্রী ফায়ার এ ফ্রী ডায়মন্ড পাওয়া যায়। এছাড়াও booyah অ্যাপ এ প্রতি সপ্তাহে কিছু গিফট দেওয়া হয় তাই এতসব সুযোগ সুবিধা হাতছাড়া না করে এখনই ডাউনলোড করুন booyah। তবে হ্যাঁ আপনি যদি এই অ্যাপের আরো সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচে দেখুন Booyah অ্যাপ এর সুবিধা ও অসুবিধা।

Booyah অ্যাপ এর সুবিধা

Booyah অ্যাপ এর সুবিধা ও অসুবিধা  সম্পর্কে জানতে চান? Booyah অ্যাপ এর সুযোগ সুবিধা অনেক আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই অ্যাপ থেকে আপনি বিনামূল্যে প্রতিদিন ১০০০ থেকে ১৫০০ ১৬০০ ডায়মন্ড পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন এবং পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যাপটি সেরা হবে আপনারা এই অ্যাপ থেকে ডায়মন্ড যে তার পাশাপাশি টাকাও ইনকাম করতে পারবেন।

প্রতিদিন এই অ্যাপে হাজার হাজার লাইভ স্ট্রিম হয় এই লাইভ স্ট্রিমগুলোতে অংশগ্রহণ করে বিনামূল্যে 15000-16000 ডায়মন্ড জিতে নিতে পারবেন।Booyah অ্যাপ এর সুবিধা ও অসুবিধা 

  • ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে টাকা ইনকাম করতে পারবেন।
  •  ডেইলি টাস্ক পূরণ করে ডায়মন্ড জিততে পারবেন।
  • Booyah অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন।
  • সোশ্যাল মিডিয়ার জন্য স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন।
  • লাইভ স্ট্রিম করতে পারবেন।
  • লাইভ স্ট্রিম করে টাকা ইনকাম করতে পারবেন।
  • লাইভ স্ট্রিম এ যোগদান করে হাজার হাজার ডায়মন্ড জিতে নিতে পারবেন।

  • রেফার করে টাকা ইনকাম করতে পারবেন।
  • রেফার করে ডায়মন্ড জিততে পারবেন।
  • Booyah অ্যাপ থেকে ডেইলি গিফট পাবেন।

Booyah এর সুবিধা অনেক আপনি যদি এই অ্যাপ ডাউনলোড করে ডেইরি টা পূরণ করেন তাহলে সেখান থেকে টাকা ইনকাম করার পাশাপাশি ডায়মন্ড ইনকাম করতে পারবেন এবং সেই ডায়মন্ড দিয়ে পরবর্তী সময়ে আউটফিট অথবা গান স্কিন, ইভো গান কিনতে পারবেন। পাঠক আশা করছি উপরের এত আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন Booyah অ্যাপ এর সুবিধা কি এবার চলুন আমরা জেনে আসি Booyah অ্যাপ এর অসুবিধা সম্পর্কে জেনে আসি।

Booyah অ্যাপ এর অসুবিধা

Booyah অ্যাপ এর অসুবিধা  জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন আমরা আজকের এই পোস্টে Booyah অ্যাপ এর অসুবিধা গুলো তাদের সাথে শেয়ার করব ওপরে আমরা এতক্ষন booyah অ্যাপের সুবিধা নিয়ে আলোচনা করেছি। এই অ্যাপ এর সুবিধা অনেক তবে যতই দিন যাচ্ছে বাচ্চারা এই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে এভাবে চলতে থাকলে তাদের ভবিষ্যৎ বেহালে যাবে। বাংলাদেশেই নয় পুরো বিশ্বের সমস্ত গেমের মধ্যে দ্বিতীয় তম হলো ফ্রী ফায়ার।

ফ্রি ফায়ার এর জনপ্রিয়তা অনেক ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত এই গেমের প্রতি আসক্ত এই গেমটি সত্যিই প্রচুর মজার তবে দিনদিন বাচ্চারা এই গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছে তারা খাওয়া-দাওয়া পড়াশোনা স্কুল-কলেজ সবকিছু বাদ দিয়ে যেন এই গেমের মধ্যে নিজের জীবনের সমস্ত সুখ শান্তি খুঁজে নিচ্ছে। বর্তমান সময়ে এই গেমটি একপ্রকার নেশার মতো হয়ে উঠেছে এভাবেই যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যতে যেন অন্ধকার নেমে আসবে।

এই জন্য আমাদেরকে এখন থেকে সতর্ক হতে হবে এবং বাচ্চাদের হাত থেকে ফোন সবার আগে নিতে হবে ছোট বাচ্চাদের কখনো ফোন দেওয়া উচিত নয় তারা ছোট থেকেই ফোনের প্রতি আসক্ত হয়ে পড়লে একদিকে যেমন তাদের পড়াশোনা নষ্ট হবে আজ থেকে এটি তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ গভীর রাত পর্যন্ত ফোন ব্যবহার করলে একদিকে যেমন আপনার চোখের ক্ষতি হয় চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয় আরেক দিকে এটি আপনার মাথার ওপর এক প্রকার চাপ সৃষ্টি করে এর জন্য এখন থেকে যত দ্রুত সম্ভব বাচ্চাদের হাত থেকে ফোন নিয়ে নিন। আশা করছি ওপরের আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন Booyah অ্যাপ এর অসুবিধা গুলো।

পাঠকদের কিছু প্রশ্ন

ফ্রি টপ আপ করা যায়?
হ্যাঁ বন্ধুরা আপনি চাইলে ফ্রি টপ অ্যাপ নিতে পারবেন সে ক্ষেত্রে আপনাকে প্রথমে Booyah ডাউনলোড করতে হবে তারপর সেই অ্যাপের দেওয়া টাস্ক গুলো পূরণ করতে হবে এটা পূরণ করার মাধ্যমে আপনি ফ্রি টপ আপ করতে পারবেন।

কিভাবে বিকাশে টপ আপ করবো?
আমরা সাধারণত জানি যে ডলার দিয়ে ফ্রী ফায়ারের ডায়মন্ড টপ আপ করতে হয় কিন্তু এখন আপনি যদি চান তাহলে আপনার বিকাশ অথবা নগদ একাউন্টের মাধ্যমে টপ আপ করতে পারবেন। টপ আপ করা খুবই সহজ আপনি যদি সহজে এক সেকেন্ডের মধ্যে টপ আপ করতে চান তাহলে উপরের উপায় গুলো দেখে আসুন।

ফ্রি ডায়মন্ড কিভাবে পাবো?
ফ্রি ডায়মন্ড নিতে চান? বিনামূল্যে ফ্রী ফায়ার একাউন্টে ২০ হাজার ৩০ হাজার ডায়মন্ড নিতে চান? তাহলে এই পোস্টটি আবারো পড়ুন আমরা আজকের এই পোস্টে ফ্রি ডায়মন্ড নেওয়ার উপায় গুলো বিস্তারিত আলোচনা করেছি আপনি যদি এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি বিনামূল্যে আপনার ফ্রি ফায়ার একাউন্টে  ২০০০০ থেকে ৩০০০০ ডায়মন্ড নিতে পারবেন।

আইডি হ্যাক হলে কিভাবে ফিরে পাবো?
আইডি হ্যাক হলে প্রথমে নিশ্চিত করুন আপনার ফ্রী ফায়ার আইডি ফেসবুক আইডি এর সাথে কানেক্টেড ছিল নাকি জিমেইল একাউন্টের সাথে কানেক্টেড ছিল যদি ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড থাকে তাহলে আপনার ফেসবুকে আগে যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেই পাসওয়ার্ডটি দ্বারা লগইন করুন। তবে হ্যাঁ লগইন করার আগে জাপান ভিপিএন কানেক্ট করুন তারপর লগইন বাটনে ক্লিক করলে আপনার কাছে কি নতুন পাসওয়ার্ড চাইবে তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে আইডির সমস্ত লগ ইন গুলো ক্লিয়ার করে দিন।এবং আইডিকে সুরক্ষিত রাখুন।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আমরা আজকের এই পোস্টে কিভাবে ডায়মন্ড টপ আপ করবো,Booyah অ্যাপ এর সুবিধা, Booyah অ্যাপ এর অসুবিধা, নিজে টপ আপ করার সুবিধা , ফ্রী ফায়ার ফ্রী ডায়মন্ড অ্যাপ এবং আনলিমিটেড ডায়মন্ড ফ্রি ফায়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম উপরের এত আলোচনার মাধ্যমে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে কিভাবে নিজের ফ্রী ফায়ার একাউন্টে নিজের টপ আপ করতে হয়। টপ আপ করা খুবই সহজ আপনি যদি ওপরের উপায় গুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করেন,

তাহলে আপনি এক সেকেন্ডের মধ্যে আপনার ফ্রি ফায়ার একাউন্টের ডায়মন্ড টপ আপ করতে পারবেন। নিজে নিজে ডায়মন্ড টপ আপ করলে একদিকে যেমন আপনি অল্প সময়ের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে পারবেন তেমনি আরেক দিকে অল্প তাকাতে এটি সম্ভব হবে কারণ যখন আমরা ফেসবুক অথবা কোন সোশ্যাল মিডিয়াতে সেলারকে দিয়ে ডায়মন্ড টপ আপ করায় তখন তারা ২০-৩০ টাকা একটু বেশি নেই। কিন্তু আপনি যদি নিজে নিজেই সেই টপ আপনি করেন, 

তাহলে ২০-৩০ টাকা বাঁচাতে পারবেন এবং আপনি চাইলে নিজে তাদের মত একজন সেলার হয়ে ফেসবুকে অথবা instagram এ ডায়মন্ড বিক্রি করে সেলার হিসেবে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি যদি ডায়মন্ড কিনার পাশাপাশি টাকা ইনকাম করতে চান তাহলে Booyah অ্যাপটি এখনই ডাউনলোড করুন এই অ্যাপে ডেইরি কিছু টাস্ক দেওয়া হয় যে টাস্ক গুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি একদিকে টাকা ইনকাম করতে পারবেন।

 আরেক দিকে ডায়মন্ড কিনতে পারবেন। এখানে প্রতিদিন হাজার হাজার লাইভ স্ট্রিম হয় যে লাইভ স্ট্রিমে যোগদান করে বিনামূল্যে ২০ হাজার থেকে ৩০ হাজার ডায়মন্ড পর্যন্ত জিততে পারবেন। প্রিয় পাঠক আশা করছি উপরের এত আলোচনার মাধ্যমে আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে Booyah অ্যাপ থেকে কিভাবে বিনামূল্যে ডায়মন্ড নিতে হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url