কি খেলে লিভার পরিষ্কার হয় - লিভার পরিষ্কারের উপায় সম্পর্কে বিস্তরিত

লিভার পরিষ্কার করার উপায় লিভার অথবা যকৃৎ শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এর কাজ হল রক্ত গুলোকে পরিশোধন করা এবং শরীরের বিষাক্ত পদার্থ গুলোকে বর্জ্য পদার্থের রূপান্তরিত করা। তাই লিভার পরিষ্কার করার উপায় সম্পর্কে আপনার জানা উচিত।আমরা আজকের এই পোস্টে আলোচনা করব কি খেলে লিভার পরিষ্কার হয় এবং লিভার পরিষ্কার করার উপায় নিয়ে।

কি খেলে লিভার পরিষ্কার হয় - লিভার পরিষ্কারের উপায় সম্পর্কে বিস্তারিত liver poriskar korar upay

বাইরের ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড এবং কিছু বদ অভ্যাসের কারণে আমরা লিভারের ক্ষতি করে ফেলি লিভার অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ।এটি একবার যদি কার্যক্রম হারিয়ে ফেলে তাহলে আপনার শরীর অচল হয়ে পড়বে। এজন্য লিভারের খেয়াল রাখতে হবে।আপনাকে জানতে হবে লিভার পরিষ্কার করার উপায় তাহলেই আপনি পরিপূর্ণভাবে লিভারের যত্ন নিতে পারবেন।আপনি যদি জানতে চান কি খেলে লিভার পরিষ্কার হয় তাহলে এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

কি খেলে লিভার পরিষ্কার হয়

মানব শরীরের সবচেয়ে অভ্যন্তরীণ অঙ্গের মধ্যে একটি হল লিভার অথবা যকৃৎ।অন্যান্য অঙ্গের চেয়ে এটি আকারে সবচেয়ে বড়। লিভার শরীরে ডেইলি 500 এরও বেশি কাজ করে আপনার শরীরকে সচল ও সক্রিয় রাখার জন্য।কিন্তু কোনোভাবে যদি এই লিভার অঙ্গটি তার কার্যক্রম হারিয়ে ফেলে তাহলে আপনার শরীর অচল হয়ে পড়বে।


আরো পড়ুন : মোবাইল দিয়ে ফাইবারে কি কি কাজ পাওয়া যায়

মস্তিষ্কের পর দ্বিতীয় জটিল ও গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার।এই অঙ্গটি এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও মানুষ লিভার নিয়ে মোটেও চিন্তিত না। বাইরের তৈলাক্ত ফাস্টফুড এবং বদ অভ্যাস গুলোর জন্য নানা ভাবে লিভারের ক্ষতি করে।তাই আজকের এই পোস্টে আপনাদের বলবো কোন কোন বদ অভ্যাস গুলো বাদ দিতে হবে এবং কি খেলে আপনার লিভার পরিষ্কার হয় এবং সুস্থ থাকে।

ফল খেয়ে লিভার সুস্থ রাখতে চান?

ফলের চেয়ে বেশি উপকারী আমাদের শরীরের জন্য আর কিছুই নেই। ফলে রয়েছে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট, ফাইবার ,ভিটামিন সি ,ভিটামিন কে,ভিটামিন বি, ভিটামিন এ ,পটাশিয়াম, ক্যালসিয়াম ,ম্যাগনেসিয়াম, পলিফনেল, ভিটামিন বি৬  ও ভিটামিন বি১২। এই উপাদানগুলো শরীরের বিভিন্ন রোগবালাই দূর করে। ফলমূল আল্লাহ দেওয়া অপূর্ব নিয়ামত যা সুস্বাদু হওয়ার পাশাপাশি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী


আরো পড়ুন : বাবুল গেম খেলে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে

আপনি যদি জানতে চান কি খেলে লিভার পরিষ্কার হয় তাহলে নিয়মিত ফলমূল খাবেন ফলমূল খেলে শরীর ডেটক্স হয় এবং শরীর থেকে সমস্ত বর্জ্য পদার্থ দূর হয়।তবে প্রত্যেকটি ফল যে আপনার লিভারকে পরিষ্কার করে এমনটা কিন্তু নয় প্রত্যেকটি ফলের আলাদা আলাদা উপকারিতা রয়েছে। তাই আজকের এই পোস্টে আলোচনা করব কি ফল খেলে লিভার ভালো থাকে। কি ফল খেলে লিভার ভালো থাকে জানতে নিচে দেখুন;

কি ফল খেলে লিভার ভালো থাকে

ফল খেয়ে শরীর সুস্থ রাখতে চাচ্ছেন? আপনি কি জানেন প্রাকৃতিক জিনিসগুলো চেয়ে বেশি উপকারী আর কিছুই হয় না। ফলে এত পরিমাণে ভিটামিন আছে যা অন্য কোন উপাদানে নেই আপনি শুধুমাত্র ফল খেয়ে আপনার সমস্ত রোগবালাই দূর করতে পারবেন।ফল আপনার লিভারের জন্য অনেক বেশি উপকারী ফল খেলে লিভার পরিষ্কার হয় এবং লিভার সুস্থ ও ভালো থাকে। এছাড়াও ফলের আরো উপকারিতা রয়েছে ,ফল খেলে স্কিন সুন্দর থাকে ,হার্টের জন্য ভালো, রক্ত পরিষ্কার হয়।তাই লিভার রোগীর খাদ্য তালিকা অবশ্যই নিম্নোক্ত এই ফলগুলো রাখার চেষ্টা করবেন।

আঙ্গুর
আঙ্গুর সবুজ  হক বা লাল আঙ্গুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টঅক্সিডেন্ট ও পটাশিয়াম যা আপনার লিভার কে সুস্থ রাখতে সাহায্য করে এবং লিভারের কার্যক্ষমতা আরও বৃদ্ধি করে। যদি আপনার লিভার কে ফল খেয়ে সুস্থ রাখতে চান তাহলে প্রতিদিন আঙ্গুর খাবেন।আঙ্গুর লিভার কে সুস্থ রাখার পাশাপাশি মস্তিষ্কের জন্যও অনেক উপকারী মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং আপনার শরীরকে চাঙ্গা রাখে এছাড়াও আঙ্গুর ত্বককে সুন্দর করে এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করে।
অ্যাভোকাডো
অ্যাভোকাডো হাজারো পুষ্টিগুনে ভরপুর একটি ফল। অ্যাভোকাডোতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে ,ভিটামিন বি,ভিটামিন এ, এবং প্রচুর পরিমাণে অ্যান্টঅক্সিডেন্ট ও ফাইবার যা আপনার লিভার কে সুস্থ রাখতে ও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। অ্যাভোকাডোর প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে।আপনি যদি দৈনিক একটি করে অ্যাভোকাডো খান তাহলে আপনার হার্ট সুস্থ থাকবে ,লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে ,ত্বক সুন্দর থাকবে এবং চোখের জ্যোতি বৃদ্ধি পাবে।

এছাড়াও অ্যাভোকাডো ক্যান্সার প্রতিরোধ করে ,বিষন্নতা হ্রাস করে এবং কোষ্ঠকাঠিন্য।আপনি যদি শুধুমাত্র ফল খেয়ে আপনার লিভারকে সুস্থ সবল রাখতে চাচ্ছেন তাহলে নিয়মিত ১টি অথবা ২টি অ্যাভোকাডো খাবেন।লিভার রোগীর খাদ্য তালিকাই অবশ্যই অ্যাভোকাড রাখবেন। নিয়মিত অ্যাভোকাডো খাওয়ার ফলে লিভার রোগ খুব দ্রুত সেরে যায়।
লেবু
ভিটামিন সি এর উৎস হলো লেবু। লেবুতে আছে প্রায় ১৮ মিলিগ্রাম ভিটামিন সি। যা আপনার শরীরে ডিটক্সিফিকেশনে সাহায্য করে ,শরীর থেকে বর্জ্য পদার্থ দূর করে এবং লিভারকে সুস্থ রাখে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু পানি শরীরের জন্য অনেক উপকারী এটি আপনার লিভার কে সুস্থ রাখার পাশাপাশি আপনার হার্টের জন্য ভালো এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়াও লেবু ত্বক থেকে সান বার্ন দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে।লিভারকে সুস্থ রাখতে নিয়মিত সকালে উঠে এক গ্লাস লেবু পানি খাবেন।
জাম
জাম সুস্বাদু হওয়ার পাশাপাশি এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ ও উপকারিতা। জামে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, অ্যান্টি অক্সিডন্ট ও ভিটামিন সি যা রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং লিভারকে ভালো রাখে। জাম লিভারকে সুস্থ রাখার পাশাপাশি আপনার হজম শক্তিকে ভালো করে এবং ত্বককে সুন্দর রাখে।আপনি যদি শুধু ফল খেয়ে আপনার লিভার কে পরিষ্কার করতে চান তাহলে নিয়মিত জামের রস অথবা জামের চাটনি বানিয়ে খাবেন।তবে জামের পরিপূর্ণ উপকার পেতে খালি মুখে খাবেন।
আপেল
আপেল এই ফলটির সাথে আপনি নিশ্চয়ই পরিচিত।এই ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনি উপকারী এর ফলের খোসাই রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং লিভার কে ভালো ও সুস্থ রাখে। আপনি যদি আপনার লিভার কে শুধু ফল খেয়ে সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত সকালে উঠে একটি আপেল খেয়ে খাবেন।
ব্লুবেরি
ব্লুবেরিতে রয়েছে উচ্চ পলিফেনেল , কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট উপাদান যা লিভারের জন্য অনেক উপকারী। ব্লুবেরি হাজারো পুষ্টিগুণে ভরপুর এই ফলটি সুস্বাদু হওয়ার পাশাপাশি এটির অনেক উপকারিতা রয়েছে আপনি যদি নিয়মিত ব্লুবেরি খান তাহলে আপনার শরীর থেকে সমস্ত রোগবালাই দূর হবে এবং আপনার লিভারের কার্যক্ষমতা আরো উন্নত করবে।
ক্যানবেরি
ক্যানবেরি এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পলিফেনল , ফাইটো নিউট্রিয়েন্ট ও ভিটামিন সি উপাদান যা শরীরকে ডেটক্স করতে সাহায্য করে এবং লিভারকে সুস্থ রাখে এটি হার্টের জন্য অনেক বেশি উপকারী আপনি যদি নিয়মিত একটি ক্যানবেরি খান তাহলে ডায়াবেটিস ও হৃদরোগ নামক অসুখগুলো আপনার কাছেও ঘেষবে না। আপনি যদি ক্যানবেরির পরিপূর্ণ উপকার পেতে চান তাহলে নিয়মিত সকালে উঠে ক্যানবেরির এক গ্লাস শরবত খেয়ে নিবেন।
বেট্রুট
বেট্রুট এতে রয়েছে প্রচুর পুষ্টিগুন উপাদান।যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম ,ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি ৬ , ক্যালোরি ও ম্যাগনেসিয়াম। বেট্রুট স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী ।বেট্রুট খেলে কোষ্ঠকাঠিন্য দূর হওয়ার পাশাপাশি এটি আপনার রক্তকে পরিশোধিত করে এবং লিভারের কার্যক্ষমতাকে আরো বৃদ্ধি করে। এখনতো শীতকাল, শীতকালে প্রচুর বেট্রুট পাওয়া যাবে। আপনি যদি আপনার লিভারে সুস্থ রাখতে চান তাহলে নিয়মিত বেট্রুট খাবেন।

উপরের প্রত্যেকটি ফল লিভারের জন্য অনেক ভালো এগুলো আপনার শরীরকে ডিটক্স করে এবং লিভারের কার্যক্ষমতাকে আরও বৃদ্ধি করে। ফল খেয়ে লিভার সুস্থ রাখতে চাইলে উপরোক্ত প্রত্যেকটি ফল নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন।এবার চলুন আমরা জেনে আসি লিভার পরিষ্কারের উপায় সম্পর্কে

লিভার পরিষ্কারের উপায়

বিভাস মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ লিভার শরীরের রক্তগুলোকে পরিশোধিত করে শরীরের বিষাক্ত পদার্থ গুলোকে বর্জ্য পদার্থতে রূপান্তরিত করে শরীর থেকে দূর করে।লিভার প্রতিদিন ৫০০ এর অধিক কাজ করে আপনার শরীরকে সুস্থ ও সক্রিয় রাখার জন্য। কোনভাবে যদি এই লিভারের কার্যক্ষমতা নষ্ট হয় তাহলে আপনার শরীর অচল হয়ে পড়বে।শরীরের সবচেয়ে বড় অঙ্গ গুলোর মধ্যে একটি হল লিভার।

এজন্য লিভারে সবচেয়ে বেশি খেয়াল রাখা উচিত তবে আমরা অনেক সময় অস্বাস্থ্যকর জীবনযাপন করে লিভারের ক্ষতি করে বসি।যেমন অস্বাস্থ্যকর ফ্যাটি খাবার ,নোংরা পানি। তাই আজকের এই পোস্টে আমরা আলোচনা করব লিভার পরিষ্কারের উপায় নিয়ে অর্থাৎ আপনি কিভাবে আপনার লিভার পরিষ্কার করবেন।লিভার পরিষ্কারের উপায় জানতে নিচে দেখুন;

উপায় ১: অতিরিক্ত মসলা যুক্ত খাবার গুলো এরিয়ে চলা

লিভার পরিষ্কার করতে চাইলে অতিরিক্ত মসলাযুক্ত খাবার গুলো এড়িয়ে চলতে হবে কারণ অতিরিক্ত মসলাযুক্ত খাবার লিভারের জন্য ক্ষতিকর। অতিরিক্ত মসলাযুক্ত খাবারের পাশাপাশি বাইরের ফাস্টফুড ও ফ্যাট জাতীয় খাবার গুলো থেকেও এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত তৈলাক্ত পদার্থ গুলো আপনার শরীরে চর্বি সৃষ্টি করে ফলে আপনার ফ্যাটি লিভার হতে পারে এই জন্য আজ থেকে অতিরিক্ত তৈলাক্ত পদার্থ জাতীয় খাবার , মসলাযুক্ত খাবার এবং ফাস্টফুড এই খাবার গুলো থেকে বিরত থাকুন।

উপায় ২: টক্সিন থেকে দূরে থাকুন

টক্সিন দেহে লিভারের উপর খারাপ প্রভাব বলে ফেলে দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। এটি মুখে দিলে স্কিনের মাধ্যমে আপনার রক্তে শোষিত হয়।যা পরবর্তী সময়ে লিভারের কঠিন ক্ষতি করে। তাই আজ থেকে টক্সিন জাতীয় জিনিস গুলো থেকে বিরত থাকুন।

উপায় ৩: অতিরিক্ত চিনি জাতীয় খাবার বাদ দিন

অতিরিক্ত চিনি লিভারের জন্য ক্ষতিকর অতিরিক্ত।এগুলো লিভারে ফ্যাট সৃষ্টি করে।তাই আজ থেকে চকোলেট, মিষ্টি, ক্যান্ডি,কেক এগুলো থেকে দূরে থাকুন।মিষ্টি জাতীয় খাবার শরীরে চর্বি সৃষ্টি করে এবং হৃদরোগ,উচ্চ রক্তচাপ ও  ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়।

উপায় ৪:ময়দা জাতীয় খাবার বাদ দিন 

প্রতিদিনই আমরা বিভিন্ন ময়দা জাতীয় খাবার খেয়ে থাকি তবে আপনি কি জানেন এই ময়দা জাতীয় খাবার গুলা  লিভারের ক্ষতি করে। যেমন : পরোটা ,লুচি, নিমকি, পাস্তা,পাউরুটি,চাউমিন এগুলো আপনার লিভারের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই আজ থেকে এই খাবারগুলো বাদ দিন।

উপায় ৫: নিয়মিত ব্যায়াম করতে হবে

আপনি কি জানেন ব্যায়াম শরীরের জন্য কত বেশি উপকারী? শুধু ফলমূল অথবা শাকসবজি খেলে কিন্তু আপনার লিভার ভালো থাকবে না আপনাকে ফলমূল ও শাকসবজি খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে আপনার লিভার সুস্থ থাকবে আবার বিভিন্ন রোগবালাও দূর হবে। এজন্য আজ থেকে নিয়মিত ব্যায়াম করুন।আপনি কি জানেন লিভার ভালো রাখার ব্যায়াম কোনগুলো ? যদি না জেনে থাকেন ভালো রাখার ব্যায়াম সম্পর্কে তাহলে নিছে দেখুন;

লিভার ভালো রাখার ব্যায়াম কোনগুলো ?

  • নিয়মিত ৩০-৪৫ মিনিট হাটাহাটি
  • নিয়মিত ২-৩ মিনিট প্লাঙ্ক
  • ওয়েট লিফটিং ও রেজিস্ট্যান্স ট্রেনিং
  • অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস

উপায় ৬: বেশি শাকসবজি খেতে হবে

সবজির চেয়ে বেশি পুষ্টিকর ও ভিটামিন আর কিছুই নেই।শাকসবজিতে এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা আপনার শরীরের সমস্ত রোগ বালাই দূর করতে পারে। তে আপনি যদি আপনার বিভাগে বহিষ্কার করতে চান তাহলে নিয়মিত বেশি বেশি শাকসবজি খাবেন। শাকসবজি আপনার লিভার পরিষ্কারের পাশাপাশি আপনার ওজন কমায় ,হৃদরোগ ও  ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং ত্বককে সুন্দর রাখে।তবে আপনি কি জানেন কোন শাক-সবজি খেলে লিভার ভালো থাকে? আপনি যদি না জেনে থাকেন কোন সবজি খেলে লিভার ভালো থাকে তাহলে নিচে দেখুন;

কোন সবজি খেলে লিভার ভালো থাকে?

  • গজর
  • ফুলকপি
  • বাঁধাকপি
  • ব্রকলি
  • পুই শাক
  • সজনে শাক
  • বিটরুট
  • রসুন
  • ও ক্রুসিফেরাস 
উপরোক্ত এই সবজিগুলো আপনার শরীরকে ডেটক্স করতে সাহায্য করবে এবং লিভারকে সুস্থ রাখবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন লিভার পরিষ্কারের উপায় গুলো। এবার চলুন আমরা জেনে আসি লিভার নষ্টের লক্ষণ গুলো অর্থাৎ কোন লক্ষণ গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের লিভার নষ্ট হয়ে গেছে।

লিভার নষ্টের লক্ষণ

লিভার শরীরে অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ সত্ত্বেও আমরা এই অঙ্গ নিয়ে মোটেও চিন্তিত নই অস্বাস্থ্যকর জীবন যাপন,অস্বাস্থ্যকর খাবার ,নোংরা পানি ,ফাস্টফুড ফ্যাটি ও ফুড খেয়ে আমরা লিভারের ক্ষতি করে ফেলছি। আপনার যদি মনে হয় আপনার লিভার কোন ভাবে দুর্বল হয়ে গেছে অথবা আপনার লিভারে কোন সমস্যা আছে তাহলে নিচের লক্ষণগুলো একবার দেখে নিন।নিচে লিভার নষ্টের লক্ষণ গুলো সম্পর্কে দেওয়া আছে
লিভার নষ্টের লক্ষণ গুলো
  • বমি বমি ভাব ।হঠাৎ দিনে চার থেকে পাঁচবার বমি বমি ভাব দেখা দেওয়া।
  • নিদ্রাহীনতা 
  • অতিরিক্ত মাথা ব্যাথা।
  • মুখে দুর্গন্ধ
  • হঠাৎ করেই হাত পায়ে এলার্জি ভাব দেখা দেওয়া
  • খাবার হজমের সমস্যা
  • হঠাৎ করেই ওজন বৃদ্ধি পাওয়া অথবা হ্রাস পাওয়া
  • শরীরে জন্ডিস দেখা দিবে
  • হাত পা হলুদ বর্ণ ধারণ করবে
  • অল্প কাজেই হাফিয়ে পড়া
  • ত্বকের রঙ পরিবর্তন হওয়া
  • পেট ব্যাথা
  • পেট ফুলে যাওয়া
উপরোক্ত এই লক্ষণগুলির মধ্যে যদি এমন কোন লক্ষণ দেখা দেয় তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন লিভার নস্টের লক্ষণ গুলো কি কি।

লেখকের শেষ কথা

আমার মতে আপনি যদি আপনার লিভারকে সুস্থ রাখতে চান তাহলে বেশি বেশি শাকসবজি খাবেন এবং ওপরে যে ফলগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি সে ফলগুলো আপনার দৈনিক খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আরেকটি খাবার হল কফি, আপনার লিভার যদি দুর্বল হয় অথবা লিভার যদি কোন সমস্যা থাকে তাহলে নিয়মিত এক কাপ কফি খাবেন।কফি লিভারের জন্য অনেক বেশি উপকারী। আজকের এই পোস্টে আমরা আলোচনা করলাম লিভার নষ্টের লক্ষণ গুলো সম্পর্কে এবং কি খেলে লিভার ভালো থাকে। আশা করছি আজকের এই পোস্টটি আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন পোস্ট আরো পেতে এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url