গরু মোটাতাজাকরণ ঔষধের নাম - গরু মোটাতাজাকরণ পদ্ধতি
তিন মাসে গরু মোটাতাজাকরণ করতে চাচ্ছেন? তাহলে এই পোস্টটি সম্পন্ন পড়ুন। হাট থেকে গরু কিনে তাকে মোটাতাজা করে বিক্রি করলে অনেক ভালো উপার্জন করা যায়।এই ব্যবসা করে প্রচুর লাভবান হওয়া যায়। আপনি কি জানেন কিভাবে দ্রুত গরু মোটাতাজাকরণ করতে হয় ?আজকের এই পোস্ট আপনাদের বলব গরু মোটাতাজাকরণ ঔষধের নাম এবং গরু মোটাতাজাকরণ পদ্ধতি।
ভূমিকা
গরু মোটাতাজাকরণ মানে গরুকে দ্রুত মোটা তাজা করা এবং গরুর ওজন বৃদ্ধি করা। আপনি নিশ্চয়ই জানেন একটি গরুর যত মোটা তাজা হবে তার দাম তত বেশি হবে।তাই যারা গরু পালন করে তারা প্রত্যেকেই চায় তাদের গরু যেন মোটা তাজা হয় তাহলে তারা বেশি লাভবান হতে পারবে। তা আজকের এই পোস্টে আমরা এমন কিছু গরু মোটাতাজাকরণ ঔষধ নিয়ে এসেছি যে ঔষধের মাধ্যমে আপনি আপনার গরু মোটাতাজাকরণ খুব দ্রুত করতে পারবেন।
গরু মোটাতাজাকরণ ঔষধের নাম
গরুকে দ্রুত মোটা ও তাজা করতে এমন কিছু ঔষধ সম্পর্কে বলবো যে ওষুধ গুলো খাওয়ালে আপনার গরু খুব দ্রুত মোটা ও তাজা হবে। গরু যত মোটা ও তাজা হবে তার দাম ততই বেশি হবে।বর্তমান সময় বাংলাদেশে গরুর মাংসের অনেক দাম।প্রায় ১০০০ টাকা কেজি করে মাংস বিক্রি হয়। এর কারণ হলো গরুর মাংসের স্বল্পতা এবং আজকাল গরু গুলো খুব বেশি মোটাতাজা হয় না ফলে তাদের মাংসও কম হয়।
আরো জানুন : হার্ট অ্যাটাকের ৭টি লক্ষণ এবং প্রাথমিক প্রতিকার
এইজন্য বাজারে গরুর মাংসের দাম এত বেশি।এইজন্য আজকের এই পোস্টে আমরা এমন কিছু ওষুধ সম্পর্কে বলব যেগুলো খাওয়ালে আপনার গরু কোন সাইড এফেক্ট ছাড়াই খুব দ্রুত মোটা ও তাজা হবে।বাংলাদেশে এমন অনেক অসাধু ব্যবসায়ীর রয়েছে যারা তাদের গুরুকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ওষুধ দিয়ে থাকেন যে ঔষধ গুলো গরুকে খুব দ্রুত ফুলিয়ে দেয়।ওষুধগুলো দেয়ার পরে গরুর শরীরে কিডনির কার্যক্রম নষ্ট হয় পরে তাদের শরীর ফুলে যায়
এবং এই ঔষধ গুলোতে জীবনের ঝুঁকি রয়েছে।তবে আমরা আজকে আপনাদের এমন কিছু ঔষধ সম্পর্কে বলব যেগুলো হারবাল ও ন্যাচারাল ভাবে তৈরি এবং আপনার গরুর জন্য উপকারী।গরুর শরীর ভেতর থেকে মোটা তাজা করবে। এই ওষুধগুলো মূলত গরুর রুচি বৃদ্ধি করবে এতে খুব দ্রুত গরুর ওজন বৃদ্ধি পাবে। এছাড়াও নিম্নোক্ত ওষুধ গুলো গরুর হাড় ও পেশিকে আরো মজবুত করে তুলবে।ঔষধের নামগুলো জানতে নিচে দেখুন;
প্রীবায়োটিক্স ,প্রবায়োটিক্স ও মিনারেল সাপ্লিমেন্ট
এই ওষুধগুলো ১০০% ন্যাচারাল পদ্ধতিতে তৈরি এগুলো গরুর জন্য শরীরের জন্য একদম নিরাপদ আপনি নিশ্চিন্তে এই ওষুধগুলো আপনার গরুকে খাওয়াতে পারেন এই ওষুধগুলো খাওয়ানোর পরে গরুর রুচি বাড়বে এবং ওজন বৃদ্ধি পাবে এই ঔষধ মূলত গরুর রুচির জন্য তৈরি।এই ওষুধটি খাওয়ানোর ফলে তার রুচি অনেক বেশি বাড়বে এবং সে বেশি বেশি খাবার গ্রহণ করবে এবং সে দ্রুত মোটা হবে। আপনি চাইলে আপনার গরুর স্বাভাবিক বৃদ্ধির জন্য এই ওষুধগুলো বারবার খাওয়াতে পারেন।
ক্যালসিয়াম
ক্যালসিয়াম গরুর স্বাভাবিক বৃদ্ধিতে অনেক সহায়তা করে আপনি চাইলে নিয়মিত আপনার গরুকে ক্যালসিয়াম খাওয়াতে পারেন ক্যালসিয়াম খাওয়ালে তার ধার ও বেশি গুলো মজবুত হবে এবং তার শরীর স্বাভাবিকভাবে দ্রুত বৃদ্ধি পাবে। আপনি চাইলে বাজারে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম জাতীয় ওষুধ পাওয়া যায় সেগুলো আপনার গরুকে খাওয়াতে পারেন।
নিচে কিছু ভালো মানের ক্যালসিয়াম জাতীয় ওষুধ গুলোর নাম দেওয়া হল আপনি চাইলে এক নজর দেখে নিতে পারেন;
- সেনক্যালভেট ওরাল (Sancal vet oral)
- ক্যালভেট পি(Calvet P)
- ডিসিপি গোল্ড (DCP Gold)
- ডিসিপি প্লাস (DCP Plus)
এই এই ওষুধগুলো সম্পন্ন সাইড ইফেক্ট ছাড়া তৈরি আপনি চাইলে নিঃসন্দেহে আপনার গরুকে ওষুধ গুলো খাওয়াতে পারেন এই ওষুধগুলো আপনার গরুর শরীরকে আরো বেশি মজবুত করবে ঘাস থেকে সম্পূর্ণ ক্যালসিয়াম পাওয়া যায় না ঘাসের পাশাপাশি এই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন।
লিভার টনিক
প্রত্যেকটি গরুর সুস্বাস্থ্যের জন্য লিভারটনিক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার গরুকে নিয়মিত লিভার টনিক খাওয়ান তাহলে আপনার গরুর হজম শক্তি বৃদ্ধি পাবে এবং শরীরে মাংস উৎপন্ন হবে। এই ওষুধগুলো সম্পূর্ণ সাইড ইফেক্ট ছাড়া গরুর শরীরকে মোটা করে। মোটা করার পাশাপাশি গরু হজম শক্তি বৃদ্ধি করে এতে গরুর ক্ষুধা বৃদ্ধি পাবে এবং সে বেশি বেশি খাবার গ্রহণ করবে ফলে তার ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে।
আপনার যদি গুরু থাকে তাহলে আপনি নিশ্চয় তাকে লিভার টনিক খাওয়াবেন। প্রত্যেকটি গরুর সুস্বাস্থ্য গঠনের জন্য তাকে লিভার টনিক খাওয়ানো অনেক জরুরী। ভালো মানের কিছু লিভার টনিক সম্পর্কে জানতে নিচে দেখুন;
- রেনালিভ (Renaliv)
- সুপারলিভ (Superliv)
- লিভাভেট (Livavet)
- লিভাটন (Livaton)
এই ওষুধগুলো সম্পন্ন ন্যাচারাল পদ্ধতিতে তৈরি হয়েছে আপনি নিঃসন্দেহে এই ওষুধগুলো খাওয়াতে পারবেতন এই ওষুধে আপনার গরুর সুস্বাস্থ্য অনেক ভালো হবে এবং খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে।
গরু মোটাতাজাকরণ পদ্ধতি
তিন মাসে গরু মোটাতাজাকরণ সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আপনাকে গরুর ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা সম্পর্কে জানতে হবে। খাদ্য তালিকা সম্পর্কে আপনার মধ্যে জ্ঞান থাকলে আপনি কিছু ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আপনার গরুকে খুব দ্রুত মোটা ও তাজা করতে পারবেন। বর্তমান সময় গরুর মাংসের দাম অনেক বেশি আর গরু যত বেশি মোটা ও তাজা হবে
তার দাম তত বেশি বৃদ্ধি পাবে এইজন্য প্রত্যেকেই চায় তাদের গরু অনেক বেশি মোটা ও তাজা হোক যেন তারা একটু টাকা বেশি আয় করতে পারে।আজকে আমরা বলবো আপনি আপনার গরু কিভাবে মোটা ও তাজা করতে পারবেন। আরেকটি বিষয় খেয়াল রাখবেন আপনি আপনার গরুকে মোটা ও তাজা করার জন্য কখনোই বাইরের কোন ক্ষতিকারক ওষুধ তাদের খাওয়াবেন না।এগুলো তাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর।
এগুলো কিডনির কার্যক্রমে বাধা দেয় ফলে গরু কিডনির কার্যক্ষমতা নষ্ট হয় এবং তারা ফুলে ওঠে এতে তাদের জীবনের অনেক ঝুঁকি রয়েছে।এজন্য আমার মতে আপনারা কখনোই এসব বাইরের ক্ষতিকারক ওষুধ তাদের দিবেন না চেষ্টা করবেন সবসময় ঘরোয়া পদ্ধতির মাধ্যমে গরু মোটা ও তাজা করতে। গরু মোটাতাজাকরণ পদ্ধতি সম্পর্কে জানতে নিচে দেখুন;
গরু মোটাতাজাকরণ পদ্ধতি
রুচি বৃদ্ধি
- গরুকে মোটা ও তাজা করতে চাইলে প্রথমে গরুর রুচি বৃদ্ধি করতে হবে। গরুর রুচি বৃদ্ধি করতে চাইলে আপনি প্রীবায়োটিক্স ,প্রবায়োটিক্স ও মিনারেল সাপ্লিমেন্ট খাওয়াতে পারেন। এই ওষুধগুলো সম্পন্ন ন্যাচারাল পদ্ধতিতে তৈরি এগুলো কোন সাইড ইফেক্ট নেই এগুলো খাওয়ালে গরুর রুচি অনেক বৃদ্ধি পাবে অবশ্য বেশি বেশি খাদ্য গ্রহণ করবে ফলে ওজন খুব দ্রুত বৃদ্ধি পাবে।
গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা
- ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা সম্পর্কে জানতে হবে তাহলে আপনি খুব দ্রুত গরুকে মোটা ও তাজা করতে পারবেন। আপনার গরুর ওজন যদি ৫০ কেজির ওপরে হয় তাহলে আপনি তাকে এক কেজি দানাদার পদার্থ এবং ৫ কেজি ঘাস খাওয়াবেন এবং আপনার গরুর ওজন যদি ১০০ কেজি হয় তাহলে তাকে ২ কেজি দানাদার পদার্থ এবং ১০ কেজি ঘাস খাওয়াবেন অর্থাৎ প্রত্যেক 50 কেজির জন্য এক কেজি দানাদার পদার্থ এবং পাঁচ কেজি ঘাস।
মিনারেল ও ভিটামিন
- গরু কি সবসময় সবুজ ঘাস খাওয়াবে সবুজ ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এগুলো তাদের শরীরের জন্য শরীরের হজম শক্তি বৃদ্ধি করবে এবং পেশী ও হারকে মজবুত করবে। আর চেষ্টা করবেন তাদেরকে দিনে তিনবার খাওয়ানোর।তবে ঘাস খাওয়ানোর পাশাপাশি তাদেরকে মিনারেল ও ভিটামিন জাতীয় ওষুধগুলো দিবেন এতে তাদের শরীর খুব দ্রুত মোটা ও তাজা হবে।
নিয়মিত গোসল করাতে হবে
- গরু কি শুধু খাবার খাওয়ালেই হবে না তাকে ভালবাসতে হবে তাকে নিয়মিত একবার গোসল করানোর চেষ্টা করবেন।
উপরোক্ত এই নিয়মগুলো মেনে চললে আপনার গরু খুব দ্রুত মোটা ও তাজা হয়ে উঠবে গরুকে মোটা ও তাজা করার জন্য ক্ষতিকারক ওষুধ খাওয়ার কোন দরকার নেই আপনি ঘরোয়া পদ্ধতি গুলোর মাধ্যমেও খুব দূরত্ব আপনাকে মোটা করতে পারবেন।
ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা
কম খরচে গরু মোটাতাজাকরণ করতে চাইলে তার খাদ্য তালিকা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি কি জানেন ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা সম্পর্কে ?? যদি না জেনে থাকেন তাহলে পোস্টটি সম্পন্ন করুন আর যদি আপনি জেনে থাকেন তাহলে পোস্টটি ইগনোর করতে পারেন।
একটি করে সুস্বাস্থ্য গঠনে কিন্তু সঠিক খাদ্য তালিকার গুরুত্ব অনেক বেশি.আপনি যদি সঠিক তালিকার না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার গরু কখনই ঠিকভাবে বেড়ে উঠতে পারবে না কিংবা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেনা।তাই একটি গরুর সুস্বাস্থ্য গঠনে তার খাদ্য তালিকা সম্পর্কে অবশ্যই জানতে হবে। নিচে দেখুন ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা সম্পর্কে দেওয়া রয়েছে;
আপনার গরুর ওজন যদি ১০০ কেজি হয় তাহলে
ধানের ঘর - ২ কেজি
চিটাগুড়া - ২০০ থেকে ৪০০ গ্রাম
লবণ - ১৫ গ্রাম
ইউরিয়া - ৩৫ গ্রাম
সবুজ ঘাস - ১০ কেজি
দানাদার পদার্থ - ২ কেজি
গরুর ওজন যদি 150 কেজি হয়
ধানের খড় ২-৩ কেজি
চিটাগুড়া - ৫০০ থেকে ৬০০ গ্রাম
লবণ - ২৫ গ্রাম
ইউরিয়া - ৪৫ গ্রাম
সবুজ ঘাস - ১৫ কেজি এবং
দানাদার পদার্থ - ৩ কেজি
গরুর ওজন যদি ২০০ কেজির উপরে হয়
খর - ৪ থেকে ৪.৬ কেজি
দানাদার পদার্থ - ৪ কেজি
চিটাগুড়া - ৬০০ থেকে ৬৫০ গ্রাম
লবণ - ৩৫ গ্রাম
ইউডিয়াম - ৫৫ গ্রাম এবং
সবুজ ঘাস - ২০ থেকে ২২ কেজি
আশা করি আপনি বুঝতে পেরেছেন গরুর ওজন অনুযায়ী তার কতটুকু খাদ্য প্রয়োজন।আজকের এই পোস্টে আমরা আলোচনা করলাম গরু মোটাতাজাকরণ ওষুধের নাম ,কম খরচে গরু মোটাতাজাকরণ এর উপায়, গরু মোটাতাজাকরণের পদ্ধতি, তিন মাসে গরু মোটাতাজাকরণ ,ওজন অনুযায়ী গরুর খাদ্য তালিকা এবং একটি গরুর দৈনিক খাদ্য তালিকা সম্পর্কে।
লেখকের শেষ কথা
আশা করি আজকের এই পোস্টটি আপনার ভালো লেগেছে আজকের এই পোস্টে আলোচনা করলাম গরু মোটাতাজাকরণের ওষুধ সম্পর্কে আশা করছি এই পোস্টটি সম্পূর্ণ পড়ার পর আপনি আপনার গরুকে খুব দ্রুত মোটা ও তাজা করতে পারবেন। আজকের এই পোস্টটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন পোস্ট আরো পেতে এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন ধন্যবাদ।
ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url