কিভাবে ইমু নাম্বার লুকানো যায় ? ইমু ৫ টি প্রয়োজনীয় টিপস
বাংলাদেশে আমরা সবাই ইমুর সাথে পরিচিত আমরা সবাই ইমু অ্যাপ ব্যবহার করি কিন্তু আপনি কি জানেন কিভাবে ইমু নাম্বার লুকানো যায়। না জানলে পোস্টটি সম্পন্ন পড়ুন।বন্ধুরা আজকের এই পোস্টে কিভাবে ইমু নাম্বার লুকানো যায় , কিভাবে ইমু আইডি হাইড করতে হয় এবং ইমু ৫ টি প্রয়োজনীয় টিপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
কিভাবে ইমু নাম্বার লুকানো যায় : ভূমিকা
কেউ কাউকে যখন ইমু তে কল দেয় তখন কিন্তু তার নাম্বারটি দেখা যায় কিংবা কারোর ইমু প্রোফাইল এ ঢুকলে সেখানেও তার নাম্বার দেখা। সেখান থেকে নাম্বারটি নিয়ে কিন্তু অনেকেই অসৎ কাজে লাগাতে পারে তাই সাবধানতার জন্য অথবা সতর্কতার জন্য নাম্বারটি আপনি ইমু থেকে সরিয়ে ফেলতে পারবেন।কিভাবে ইমু নাম্বার লুকানো যায় সেই উপায় নিচে দেওয়া হলো;
কিভাবে ইমু নাম্বার লুকানো যায়
বর্তমান সময় ইমু অনেক জনপ্রিয় একটি অ্যাপ ইমু ব্যাবহার করো না এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া অসম্ভব কিন্তু অনেকেই জানে না ইমু নাম্বার কিভাবে লুকাতে হয় ইমো নাম্বার না লুকালে অনেক সমস্যায় ভুগতে হয়।
তাই আপনি চাইলে নিচের টিপসটি ফলো করে ইমু নাম্বার লুকাতে পারবেন অথবা সরাতে পারবেন।
* ইমু নাম্বার লুকাতে চাইলে প্রথমে সেটিং ওপেন করুন। তারপর সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামক অপশনে ক্লিক করুন।
* নিচে স্ক্রোল করুন তারপর রিড রেসিপিটস (Read Receipts) নামক একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনের উপর ক্লিক করুন।
* তারপর ৩টি অপশন দেখতে পাবেন এভরিওয়ান (Everyone) , মাই কন্টাক্ট (My Contacts) এবং নোবডি (Nobody)
এখানে নোবাডি নামক অপশনে ক্লিক করতে হবে।এই অপশনে ক্লিক করলে আপনার নাম্বারটি হাইড হয়ে যাবে অর্থাৎ কেউ কল দিলে অথবা আপনার প্রোফাইলে ঢুকলেও আপনার নাম্বার আর দেখতে পাবে না।
* এছাড়াও ইমু তে কাস্টম অপশন রয়েছে।কাস্টম অপশনে ক্লিক করলে আপনি কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে বেছে নিতে পারবেন যারা ইমু তে আপনার নাম্বার দেখতে পারবে।
আর আপনি যদি মাই কন্টাক্টসে ক্লিক করেন তাহলে শুধুমাত্র আপনার কন্টাক্টস এ থাকা ব্যাক্তিবর্গ আপনার নাম্বার দেখতে পারবে।
ইমু ৫ টি প্রয়োজনীয় টিপস
বর্তমানে আমরা সবাই ইমু ব্যবহার করি কিন্তু ইমোতে এমন কিছু গোপন টিপস রয়েছে যেগুলো অনেকেই আমরা জানি না আপনি এই টিপসগুলো ব্যবহার করে আপনার বন্ধুদের চমকে দিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে সেই ৫টি টিপস সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
ইমু আইডি কিভাবে হাইড করতে হয়?
আপনি অচেনা অপরিচিত ব্যাক্তিদের থেকে আপনার ইমো আইডি হাইড করতে পারবেন।আপনি নিশ্চই জানেন ইমু তে নাম্বার দিয়ে সার্চ দিলে আমরা সবার আইডি দেখতে পাই।
তবে আপনি আপনার সাবধানতা অথবা সতর্কতার জন্য ইমু আইডি হাইড করে রাখতে পারেন অর্থাৎ আপনার কন্টাক্ট অথবা বন্ধু-বান্ধব ছাড়া অচেনা অপরিচিত কেউ আপনার ইমু আইডি দেখতে পারবে না।
ইমোতে আপনার নাম্বার সার্চ দিলেও তারা আপনার আইডি আর খুজে পাবে না।বিষয় টা মজার না? কিভাবে ইমু আইডি হাইড করতে হয় চলুন জেনে আসি;
প্রথমে ইমু ওপেন করুন ইমো ওপেন করার পর সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামক অপশন এ ক্লিক করুন।তারপর নিচে স্ক্রল করে আপনি প্রোফাইল এন্ড প্রাইভেসি নামক একটি অপশন দেখতে পাবেন তার ওপর ক্লিক করুন তারপর আপনি হু ক্যান সী মাই ইমো আইডি (Who can see my imo id) নামক একটি অপশন পাবেন তার ওপর ক্লিক করলে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে
এখান থেকে আপনি মাই কন্টাক্ট অপশনে ক্লিক করবেন তাহলে শুধুমাত্র আপনার কন্টাক্টস এ থাকা ব্যাক্তিবর্গ আপনার ইমু আইডি দেখতে পারবে তাছাড়া অপরিচিত কেউ আপনার ইমু আইডি দেখতে পারবে না।
আর আপনি যদি নোবডি অপশনে ক্লিক করেন তাহলে আপনার ইমু আইডি কেউ দেখতে পারবে না। এছাড়াও আরো একটি অপশন রয়েছে কস্টম নামক।আপনি যদি কাস্টম অপশনে ক্লিক করেন
তাহলে আপনি নির্দিষ্ট সংখ্যক কিছু ব্যক্তিকে বেছে নিতে পারবেন যারা আপনার ইমু আইডি দেখতে পারবে।
প্রোফাইলের জন্য স্ক্রিনশট লক করুন
কেমন হবে যদি ফেসবুকের মত আপনার ইমু প্রোফাইলের কেউ স্ক্রিনশট না নিতে পারে? ব্যাপারটা মজার না? আপনি চাইলে আপনার ইমু প্রোফাইলে স্ক্রিনশট লক করতে পারেন এতে কেউ আপনার প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না।
চলুন দেখে আসি প্রোফাইলের জন্য স্ক্রিনশট কিভাবে লক করতে হয়;
প্রথমে ইমো ওপেন করুন তারপর সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামক অপশনে ক্লিক করার পর
জআপনার সামনে প্রোফাইল প্রাইভেসি নামক অপশন শো হবে তারপর ক্লিক করলে আপনি ব্লক স্ক্রীনশট ফর প্রোফাইল নামক একটি অপশন দেখতে পারবেন
Block Screenshot For Profile নামক অপশনটি অন করলে প্রোফাইল এর জন্য স্ক্রিনশট লক হয়ে যাবে অর্থাৎ কেউ আর আপনার প্রোফাইলে স্ক্রিনশট নিতে পারবে না।কিভাবে ইমু আইডি লক করবো?
আপনি কি জানেন আপনি আপনার ফেসবুক একাউন্ট এর মত ইমু একাউন্ট লক করতে পারবেন যেনো কেই আপনার আইডিতে ঢুকতে না পারে। অনেক সময় আমরা সাবধানতা অথবা সতর্কতা জন্য ইমো আইডি লক করতে চাই কিন্তু আমরা জানি না যে কিভাবে আইডি লক করতে হয় তাহলে নিচে দেখুন কিছু টিপস দেওয়া রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ইমু আইডি লক করতে পারবেন।
ইমু আইডি লক করার জন্য প্রথমে imo ওপেন করুন তারপর সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামক অপশনের উপর ক্লিক করে প্রোফাইল এবং প্রাইভেসি ওপেন করুন তারপর ওপরেই আপনি একটি লক প্রোফাইল নামক অপশন দেখতে পারবেন
লক প্রোফাইলের উপর ক্লিক করে সেটি অফ থাকলে অন করে দিন তাহলে আপনার ইমু আইডির লক হয়ে যাবে।কিভাবে ইমুতে টাইপিং লেখাটি বন্ধ করবো?
বর্তমান সময়ে প্রায় সবাই ইমু ব্যবহার করি আর যখন কেউ আমাদেরকে ইমুতে কিছু টাইপ করে তখন তার নামের নিচের টাইপিং (Typing) লেখাটি দেখা যায় আমরা সেই টাইপিং লেখাটি দেখে বুঝতে পারি যে সে কিছু টাইপ করছে অথবা লিখছে। তবে আপনি চাইলে এই টাইপিং লেখাটি বন্ধ করতে পারেন। কিভাবে ইমুতে টাইপিং লেখাটি বন্ধ করবো জানতে নিচে দেখুন;
ইমু তে টাইপিং লেখাটি বন্ধ করার জন্য প্রথমে সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশন এ ক্লিক করতে হবে, তারপর নিচে স্ক্রল করে input status নামক অপশনে ক্লিক করতে হবে।
এই অপশন এর উপর ক্লিক করার পর নিচে একটি অপশন দেখতে পাবেন তার ওপর ক্লিক করলে টাইপিং লেখাটি বন্ধ হয়ে যাবে।আপনি চাইলে কাস্টম অপশনে ক্লিক করে নির্দিষ্ট সংখ্যক কিছু ব্যক্তিকে বেছে নিতে পারেন যারা টাইপিং লেখাটি দেখতে পারবে।কিভাবে ২ - স্টেপ ভেরিফিকেশন চালু করতে হয় ?
এই টিপসটি অনেক জরুরী আপনি যদি আপনার ইমু
একাউন্টে ২ - স্টেপ ভেরিফিকেশন চালু করেন তাহলে আপনার ইমু একাউন্ট কখনো হ্যাক হবে না। আজকাল প্রায় শুনা যায় যে অনেকের ইমু একাউন্ট হ্যাক হয়ে গেছে এর কারণ হলো তারা ২ - স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু করেনা এই অপশনটি চালু করে তাদের অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না তাই আপনি যদি জানতে চান কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হয় তাহলে নিচে দেখুন
২ - স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য প্রথমে আপনাকে সেটিং অপশন এ ক্লিক করতে হবে
তারপর অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে তারপর আপনি লগইন প্রোটেকশন ( Login protection) নামক একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করার পর২ - স্টেপ ভেরিফিকেশন(2-step verification) লেখাটির ওপর ক্লিক করতে হবে। তাহলে টু স্টেপ ভেরিফিকেশন সিস্টেম অন হয়ে যাবে।
লেখকের শেষ কথা
আজকের এই পোস্টে কিভাবে ইমু নাম্বার লুকানো যায় এবং ইমুর ৫টি প্রয়োজনীয় টিপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এই টিপস গুলো আপনার ভালো লাগেছে। পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর এমন টিপস এবং ট্রিকস আরো পেতে নিয়মিত ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন, ধন্যবাদ।
ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url