ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় জানুন - ৫০% চার্জ ২ দিন
মোবাইলে চার্জ থাকে না? মোবাইলে তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যাচ্ছে? মোবাইল ছাড়া যেন আমাদের একটা মুহূর্ত কাটে না আর সেই মোবাইলে যদি বারবার চার্জ চলে যায় তাহলে ব্যাপারটা খুবই অস্বস্তি কর তাই আজকের এই পোস্টে আমরা আলোচনা করব মোবাইলে চার্জ থাকে না কেনো এবং ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় সম্পর্কে
ঘন্টার পর ঘন্টা চার্জে দেওয়ার পরেও কিছুক্ষণ মোবাইল ব্যবহার করলেই ফোন বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ কি? ব্যাটারি চার্জ হচ্ছে না কেন? কোনো সমস্যা হয় নি তো? এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকের এই পোস্টে আমরা আলোচনা করব যে কিভাবে ব্যাটারি চার্জ ধরে রাখা যায়।
পেজ সূচিপত্র
ভূমিকা
বর্তমান সময়ে আমাদের জীবনে মোবাইল এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে মোবাইল ছাড়া একদিনও কাটানো অসম্ভব। মোবাইল ফোন ছাড়া যেন আমাদের একটা মুহূর্ত কাটানো সম্ভব নয়। বর্তমান সময়ে সবচেয়ে উন্নত প্রযুক্তির মধ্যে একটি মোবাইল ফোন এই মোবাইল ফোনের মাধ্যমে যেকোনো সময়ে যেকোনো কারো সাথে যোগাযোগ করা সম্ভব দেশে বিদেশে মানুষের সাথে সহজেই মিনিটের মধ্যেই
আরো পড়ুন: বাংলা লেখালেখি করে টাকা ইনকাম করুন
যোগাযোগ করা যায় মোবাইল ফোনের মাধ্যমে যেকোন সমস্যার সমাধান করা সম্ভব। মোবাইল ফোনের গুরুত্ব সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন আমরা সারাদিন মোবাইল ফোনে সোশ্যাল মিডিয়া টিক টক ইউটিউব ব্যবহার করি কিন্তু দেখা যায় ঘন্টার পর ঘন্টা চার্জ দিই তারপরেও যেন মোবাইল একটু ব্যবহার করার পরেই বন্ধ হয়ে যায় কেন হয় এমন? জানতে পোস্টটি সম্পন্ন পড়ুন।
ফোনের চার্জ তাড়াতাড়ি যায় কেন
মোবাইলে চার্জ থাকে না? ফোনে কোন সময় প্রবলেম হয়নি তো? অনেকেরই এমন সমস্যা রয়েছে মোবাইলে চার্জ থাকে না ঘন্টার পর ঘন্টা মোবাইল চার্জে দিলেও মোবাইলে চার্জ হতে চায় না অথবা মোবাইলে চার্জ হলে কিছুক্ষণ ব্যবহার করার পরে সেই চার্জটি চলে যায় এমন সমস্যা কেন হয়? ফোনে চার্জ তাড়াতাড়ি চার্জ যায় কেন জানতে নিচে দেখুন
১. ফোনের ব্রাইটনেস বেশি রাখলে ফোনের চার্জ তাড়াতাড়ি চলে যায়।
২. ফোনে হাবিজাবি অনেক অ্যাপস থাকলে ফোনের ব্যাটারি কমজোরি হয়ে যায় পরে চার্জ দ্রুত চলে যায়।
৩. ফোন সবসময় ভাইব্রেশন মডে রাখলে চার্জ চলে যায়।
অনেক হাই রেজুলেশন ওয়ালপেপার সেট করলে চার্জ দ্রুত চলে যায়।
৪. সারাক্ষণ ফোন চার্জে রাখলেও ব্যাটারি কমজোরি হয়
৫. হোয়াইট মড অন রাখলেও অনেক চার্জ কাটে।
৬. ফোন চার্জ হওয়ার পর প্লাগ ইন করে রাখলেও চার্জ তাড়াতাড়ি চলে যায়।
৭. সবসময় ফোনের ডাটা অথবা ওয়াইফাই অন রাখলে চার্জ চলে যায়।
আরো পড়ুন: দ্রুত ধনী হওয়ার উপায় - অল্প বয়সে কোটিপতি
এইজন্য এখন থেকে সব সময় নিজের ফোনকে ডার্ক মনে রাখবেন এবং ব্রাইটনেস কম রাখবেন এতে আপনার ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে ফোনে চার্জ তাড়াতাড়ি যায় কেন এবার চলুন আমরা জেনে আসি যে ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় গুলো কি কি।
ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় জানুন
বর্তমান সময়ে প্রত্যেকেই একই সমস্যার ভুক্তভোগী ব্যাটারি চার্জ যেন বিমানের গতিতে চলে যায়। প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন যে মোবাইলে চার্জ থাকে না কেন? আপনি যতই ভালো ফোন কিনুন না কেন আপনি যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে অবশ্যই আপনার ফোনে চার্জ দ্রুত কেটে যাবে এটি আপনার ফোনের সমস্যা নয়। এই সমস্যা সবারই রয়েছে তবে আপনি নিম্নোক্ত উপায় গুলোর মাধ্যমে আপনার
ব্যাটারি চার্জ দীর্ঘস্থায়ী করতে পারবেন। তাহলে আর দেরি না করে আমরা জেনে আসি ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় গুলো কি কি
ব্রাইটনেস ৫০% রাখতে হবে
ফোনের চার্জ তাড়াতাড়ি যাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হলো ফোনের ব্রাইটনেস আমাদের ফোনের ব্রাইটনেস ফোনের চার্জের সাথে সম্পর্কিত যখন আমাদের ব্রাইটনেস অনেক বেশি দেওয়া থাকে তখন সেটি বাঁটের উপর প্রভাব ফেলে এতে দ্রুত চার্জ যার সম্ভাবনা রয়েছে এর জন্য সব সময় ফোনের ব্রাইটনেসকে ৫০ পার্সেন্ট অথবা তার নিচে রাখতে হবে এটি আমাদের চোখের জন্য যেমন ভালো তেমনি ব্যাটারির জন্য ভালো।
আরো পড়ুন: প্রতিমাসে ২০০০০ টাকা ইনকাম করার উপায় জানুন
অকারণে ফোন ভাইব্রেশন মডে রাখা যাবেনা
অনেকে আছেন যারা সবসময় ফোনকে ভাইব্রেশন মডে রাখেন আপনি কি জানেন যে ,এই ভাইব্রেশন মডে রাখার জন্য ফোনে চার্জ দ্রুত শেষ হয়ে যায় অনেকে বিষয়টি সম্পর্কে জানেন না তাই তাদের উদ্দেশ্যে বলি সব সময় ফোন যখন ভাইব্রেশন মনে রাখা হয় তখন ব্যাটারির উপর চাপ পড়ে এতে ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায় এজন্য প্রয়োজন ছাড়া কখনোই ফোনকে ভাইব্রেশন মডে রাখবেন না।
হাবিজাবি অ্যাপস ইন্সটল রাখা যাবে না
ফোনে হাবিজাবি অ্যাপস এর জন্য ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যেতে পারে। আপনি নিশ্চয়ই জানেন যে ফোনে হাবিজাবি অনেক অ্যাপস থাকলে ফোনের মেমোরি ফুল হয়ে যায় তবে মেমোরি ফুল হওয়ার পাশাপাশি ব্যাটারির উপরে প্রভাব পড়ে এতে ব্যাটারি কমজোরী হয়ে যায় এবং ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায় এজন্য যতটা সম্ভব ফোনকে ক্লিন রাখার চেষ্টা করুন। এতে ফোন অনেকদিন টেকসই হবে এবং ব্যাটারির চার্জ অনেকক্ষণ থাকবে।
ফোনে ডার্ক মুড ব্যাবহার করতে হবে
অনেকে আছেন যারা সব সময় হোয়াইট মোড ব্যবহার করেন। হোয়াইট মোড ব্যবহার করার ফলে চার্জ দ্রুত শেষ হয় যায়।এইজন্য এখন থেকে সব সময় ডার্ক মোড ব্যবহার করবেন ডার্ক মোড যেমন চোখের জন্য ভালো তেমনি ফোনের ব্যাটারির জন্য ভালো।ফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী করতে এবং ভালো রাখতে অবশ্যই সব সময় ডায়মন্ড ব্যবহার করতে হবে।
আই প্রটেকশন অন রাখতে হবে
ফোনে সব সময় আয়প্রটেকশন সিস্টেম অন রাখতে হবে আইপ্রোটেশন সিস্টেম অন থাকলে ফোনে ব্যাটারির উপর চাপ কম পড়ে এতে চার্জ কম কাটে অনেকে নিশ্চয় ভাবেন যে আই প্রটেকশন সিস্টেম শুধুমাত্র চোখের জন্যই কিন্তু না এটি যেমন আপনার চোখকে ক্ষতি থেকে বাঁচায় তেমনি ব্যাটারিকে পাওয়ারফুল ও স্ট্রং রাখে এই জন্য এখন থেকে সব সময় ফোনে eye protection system অন রাখতে হবে।
সিম্পল ওয়ালপেপার সেট করতে হবে
ফোনে হাই রেজুলেশনের ওয়ালপেপার সেট করা যাবে না অনেকেই ফোনের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য ফোনে হাই রেজুলেশনের ওয়ালপেপার গুলো সেট করেন এই ওয়াল পেপারগুলোতে অতিরিক্ত চার্জ কাটে। আপনার ফোনে যদি এমন কোন ওয়ালপেপার থেকে থাকে তাহলে এখনই ডিলিট করুন এবং এটি নরমাল ওয়ালপেপার সেট করুন।
হায় রেজোলিউশন লক থেকে বিরত থাকতে হবে
হাইরেজুলেশন লক স্ক্রিন ব্যবহার করা যাবে না। হায় রেজোলিউশন লক স্ক্রীন ব্যবহার করলে এটি সরাসরি ব্যাটারির উপর প্রভাব ফেলে যা ব্যাটারিকে দ্রুত নিম্নগতির করে দেয় এজন্য ব্যাটারি চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যায় এখন থেকেই হাই রেজুলেশন লক স্ক্রীন ব্যবহার করা বন্ধ করুন এতে আপনার ব্যাটারি ভালো থাকবে এবং চার্জ দীর্ঘ সময় অব্দি টিকবে।
শর্ট স্ক্রিন লক টাইম সেট করতে হবে
ফোনে সল্প লক মড টাইম সেট করতে হবে। অনেকের দীর্ঘ সময় লক মড সেট করে এতে দ্রুত চার্জ চলে যায়।এইজন্য সল্প লক মড টাইম সেট করতে হবে এতে ফোন ব্যাবহার না করলে ফেলে রাখলে ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে ফোন বন্ধ হয়ে যায় কিন্তু অনেকে পাঁচ থেকে ছয় মিনিটের লক মড টাইম সেট করে এতে ফোন ফেলে রাখলে পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত ফোন ওভাবেই অন থাকে এতে চার্জ দ্রুত চলে যায়।
অপ্রয়োজনীয় ভিডিও ফোনে রাখা যাবে না
ফোনে হাবিজাবি অপ্রয়োজনীয় ভিডিও রাখা যাবে না এতে ফোনের ব্যাটারির উপর চাপ পড়বে ফলে ব্যাটারির চার্জ দ্রুত চলে যাবে। এজন্য ফোন সবসময় ক্লিন রাখবেন হাবিজাবি অ্যাপস এবং অপ্রয়োজনীয় ভিডিও ফোনে রাখার কোন দরকার নেই।
আপনি যদি উপরোক্ত টিপস গুলো অনুসরণ করেন তাহলে আপনার ফোনের চার্জ দীর্ঘ সময় অব্দি টিকবে। ফোন থেকে তাড়াতাড়ি চার্জ চলে যাওয়া যদিও কোন সমস্যা নয় তবে এটি অস্বস্তিকর কিন্তু আপনি যদি উপরোক্ত টিপস গুলো অনুসরণ করেন তাহলে আপনি দ্রুত এই সমস্যা থেকে রেহাই পেতে পারবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন ব্যাটারি চার্জ বেশি থাকার উপায় কি কি এবার চলুন আমরা জেনে আসি ব্যাটারি চার্জ হচ্ছে না কেন সেই সম্পর্কে।
ব্যাটারি চার্জ হচ্ছে না কেন
ব্যাটারি চার্জ হচ্ছে না কেন? ঘন্টার পর ঘন্টা চার্জ দিচ্ছি তারপরেও চার্জ দ্রুত হচ্ছে না কেন? ব্যাটারিতে কোন সমস্যা হয়নি তো? আজকের এই পোস্টে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে ব্যাটারীতে চার্জ হয় না কেন এবং চার্জ তাড়াতাড়ি হওয়ার উপায় কি।
১. ফোন পুরনো অনেক দিনের হলে এমন সমস্যা দেখা দেয় চার্জ হতে সময় লাগে কিন্তু আপনার ফোন যদি নতুন হয় তাহলে হতে পারে আপনার ফোনে অনেক বেশি অপ্রয়োজনীয় apps আছে যার কারণে ফোনের ব্যাটারি নিম্নগতির হয়ে গেছে সেক্ষেত্রে দ্রুত ফোন ক্লিন করতে হবে।
২. অনেকেই আছেন যারা ফোনের চার্জ থাকুক অথবা না থাকুক সবসময়ই ফোন চার্জে রাখেন। সব সময় চার্জ দিলেই যে ফোনের ব্যাটারি ভালো থাকবে এমনটা কিন্তু নয় সব সময় চার্জ দিলে ফোনের ব্যাটারির ক্ষতি হতে পারে সব সময় চার্জে প্লাগ অন থাকলে ব্যাটারির ওপর সরাসরি প্রভাব পড়ে এতে ব্যাটারির দ্রুত নষ্ট হয়ে যায় এজন্য চার্জ হয়ে গেলে প্লাগ অফ করতে হবে।
৩. ফোনে অনেক বেশি হাবিজাবি এ্যাপস থাকলে এমন সমস্যা হয়। এজন্য ফোন সবসময় ক্লিন রাখতে হবে, প্রয়োজনীয় এপ্স ছাড়া কখনো হাবিজাবি অ্যাপস অথবা ভিডিওস ডাউনলোড দেওয়া যাবে না হাবিজাবি অ্যাপ্সের কারণে শুধু মেমোরি নয় ব্যাটারির উপরেও এর প্রভাব পড়ে এতে ব্যাটারির দ্রুত নিম্নগতির হয়ে যায় ফলের চার্জ হতে সময় লাগে এবং চার্জ দ্রুত চলে যায়।
৪. ফোনে ডাটা মোড অথবা ওয়াইফাই মোড অন রেখে চার্জে দিলে ফোন চার্জ হতে সময় লাগে সাথেই ফোন গরম হয়ে যায় কারণ ফোনের ওয়াইফাই এবং ডাটা মোড সরাসরি ফোনের ব্যাটারির উপর ক্ষতিকর প্রভাব ফেলে যা ফোনের ব্যাটারিকে নিম্নগতির করে দেয় এইজন্য ফোন চার্জ হতে সময় লাগে।
৫. ফোন চার্জে দিয়ে অনবরত স্ক্রিন অন রাখলে চার্জ হতে দীর্ঘসময় লাগে। অনেকেই আছেন যারা লংস্ক্রিন মড টাইম সেট করেন তে চার্জ দ্রুত চলে যায় আবার চার্জ হতেও সময় লাগে এইজন্য এখন থেকে সব সময় ৩০ সেকেন্ড অথবা এক মিনিটের স্ক্রিন মড টাইম সেট করবেন।
৬. ফোনের নোটিফিকেশন সাউন্ড অবশ্যই শট রাখতে হবে অনেকেই আছেন যারা সৌন্দর্যতার জন্য ফোনের লং নোটিফিকেশন সাউন্ড সেট করেন এতে যখনই ফোন করেন নোটিফিকেশন আসে এতে চার্জ বেশি কাটে এইজন্য এখন থেকে সব সময় শর্ট নোটিফিকেশন সাউন্ড সেট করবেন এতে চার্জ দ্রুত হবে এবং চার্জ অল্প কাটবে।
৭. হাই রেজুলেশন ওয়ালপেপার সেট করলে এমন সমস্যা দেখা দেয়। হাই রেজুলেশন ওয়ালপেপার গুলো শুধু মেমোরির উপর প্রভাব ফেলে এমনটা নয় মেমোরির পাশাপাশি ফোনের ব্যাটারির উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে হায় রেজোলিউশন ওয়ালপেপার সেট করার ফলে ফোনের ব্যাটারি নিম্নগতির হয়ে যায় এবং ব্যাটারি চার্জ হতে সময় লাগে এজন্য সবসময় নরমাল এবং সিম্পল ওয়ালপেপার সেট করবেন।
আশা করছি উপরক্ত আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে ব্যাটারি চার্জ হচ্ছে না কেন অথবা মোবাইলে চার্জ থাকে না কেন এর কারণ গুলো। আপনার ফোনেও যদি এমন সমস্যা থাকে তাহলে আজ থেকেই উপরোক্ত টিপস গুলো অনুসরণ করুন এতে দ্রুত আপনি এই সমস্যা থেকে রেহাই পাবেন ফোন বারবার চার্জ দেওয়া অথবা ঘন্টার পর ঘন্টা চার্জে ফেলে রাখা সত্যি অস্বস্তিকর এই সমস্যা থেকে রেহাই পেতে
উপরের টিপস গুলো অবশ্যই অনুসরণ করবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে ব্যাটারির চার্জ না হওয়ার কারণ এবার চলুন আমরা জেনে আসি তা চার্জ তাড়াতাড়ি হওয়ার উপায় কোনগুলো।
চার্জ তাড়াতাড়ি হওয়ার উপায়
ফোনে চার্জ হচ্ছে না? ঘন্টার পর ঘন্টা ফোন চার্জে রেখে দিলেও চার্জ হচ্ছে না? তাহলে এই পোস্টটি সম্পন্ন করুন আজকের এই পোস্টে আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করবো যে ট্রিকসগুলো অনুসরণ করলে আপনার ফোন দ্রুত চার্জ হবে। ফোনে এমন সমস্যা থাকে দ্রুত চার্জ হতে চাই না তাড়াতাড়ি চার্জ চলে যায় এই কারণগুলোর সম্পর্কে আমরা উপরে আলোচনা করেছি আপনি চাইলে আরো একবার ওপরে দেখে আসতে পারেন।
এবার আমরা আলোচনা করব চার্জ তাড়াতাড়ি হবার উপায় কি অর্থাৎ কোন উপায় গুলি অবলম্বন করলে দ্রুত ফোন চার্জ হবে
১. ফোন চার্জে দেওয়ার সময় অবশ্যই ফোনের স্ক্রিন অফ করতে হবে ফোনের স্ক্রিন অন রাখলে চার্জ হতে অনেক সময় লাগে এবং ফোন গরম হয়ে আসে কারণ ফোনের স্ক্রিন অন রাখলে এটি সরাসরি ফোনের ব্যাটারির উপর প্রভাব ফেলে এর জন্য সবসময় চার্জে দেওয়ার সময় ফোনের স্ক্রিন অফ রাখতে হবে।
২. ফোন চার্জে দেওয়ার সময় অবশ্যই ফোনের ডাটা অথবা ওয়াইফাই খেয়াল করে অফ করতে হবে। ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন রেখে চার্জ দিলে ফোন গরম হয়ে যায় এবং ফোন চার্জ হতে সময় লাগে কারণ ফোনের ওয়াইফাই কানেকশন অথবা ডাটা কানেকশন সরাসরি ফোনের ব্যাটারির প্রভাব ফেলে যা ফোনকে চার্জ হতে বাধা প্রদান করে।
৩. ফোন চার্জে দেওয়ার সময় এ্যারপ্লেন মোড অন রাখলে ফোন দ্রুত চার্জ হয়। এয়ারপোর্ট এর মধ্যে অন রাখলেন চার্জ দ্রুত হওয়ার পাশাপাশি চার্জ অনেকক্ষণ ঠিক সই হয় এই জন্য আপনি চাইলে আপনার ফোনে এয়ার প্লেন মুড অন রাখতে পারেন।
ফোন অফ করে চার্জে দিলেও ফোন দ্রুত চার্জ হয়। আপনার যদি খুব প্রয়োজন হয় দ্রুত ফোন চার্জ করার তাহলে আপনি আপনার ফোনকে সুইচ অফ করে চার্জে দিতে পারেন এতে খুব দ্রুত আপনার ফোন চার্জ হবে।
আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে চার্জ তাড়াতাড়ি হওয়ার উপায় কি। আপনি যদি এই উপায় গুলো অনুসরণ করেন তাহলে আপনার মোবাইল খুব দ্রুত চার্জ হবে। আমি অনেক দিনের পুরনো মোবাইল এর ব্যাটারির কার্যক্ষমতা অনেকাংশ কমে যায় যার ফলে ব্যাটারি চার্জ যদি সময় লাগে সে ক্ষেত্রে আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। এবার চোদনে আমরা জেনে আসি সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে
সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে
যেই মোবাইলে ব্যবহার করা হোক না কেন সঠিকভাবে ব্যবহার করলে মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে এবং চার্জ দীর্ঘক্ষণ থাকবে। আর সঠিকভাবে ব্যবহার না করলে চার্জ তাড়াতাড়ি চলে যাবে। তবে এমন কিছু ফোন রয়েছে যে ফোনগুলোতে অনেক বেশি চার্জ থাকে চলুন তাহলে সে ফোনগুলো সম্পর্কে আমরা জেনে আসি যে সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে।
- আই ফোন ১৩ প্রো প্লাস
- স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা
- অপ্পো রেনো ৭ প্রো প্লাস
- স্যামসাং গ্যালাক্সি এফ ৫৪ ৫জি
- মোটো জি ৫৪
- স্যামসাং গ্যালাক্সি এম ১৪
- স্যামসাং গ্যালাক্সি এফ ৩৪
- স্যামসাং গ্যালাক্সি এম ৫১
- শাওমি রেডমি নোট ১০
এই ফোন গুলোতে ৬০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি ক্ষমতা রয়েছে যা নিমিষেই শেষ আবার নয়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে সবচেয়ে বেশি চার্জ থাকে কোন ফোন গুলোতে।
লেখকের শেষ কথা
আজকের এই পোস্টে আমরা আলোচনা করলাম যে ব্যাটারি তে চার্জ থাকে না কেনো সেই কারণ নিয়ে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কোন কারণগুলোর জন্য আপনার ফোনে ঠিকভাবে চার্জ থাকে না এবং তাড়াতাড়ি চার্জ চলে যায়। পনে দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য ফোনে ব্রাইটনেস ৫০ পার্সেন্টের নিচে রাখতে হবে সাথেই সব সময় ডার্ক মোডে রাখতে হবে তাহলে ফোন দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন।
আর ফোন দ্রুত চার্জ হওয়ার জন্য আপনি চাইলে আপনার ফোন এয়ারপ্লেন মোডে রাখতে পারেন এয়ারটেল মনে রাখলে ফোন দ্রুত চার্জ হয় এছাড়াও আজকের এই পোস্টে আমরা আরো আলোচনা করলাম যে এই ব্যাটারির চার্জ হচ্ছে না কেন সেই সম্পর্কে। প্রিয় পাঠক ফোন যেই ব্র্যান্ডেরই হোক না কেন যদি ফোনকে ঠিকভাবে যত্ন করা হয় তাহলে ফোন আন্টির খোঁজ হবে এবং ফোনের ব্যাটারি অনেকক্ষণ থাকবে।
ফোনে চার্জ দীর্ঘক্ষণ রাখার জন্য অবশ্যই ফোনের ব্রাইটনেস কম করতে হবে এবং ফোনে হাবিজাবি অ্যাপস ডাউনলোড করা যাবে না ফোনে এপস ভিডিওসের সংখ্যা যত বেশি হবে এতে ব্যাটারি তত বেশি নিম্নগতির হয়ে যাবে এজন্য এখন থেকে হাবিজাবি অ্যাপ ডাউনলোড করা বাদ দিন এবং ব্যাটারির যত্ন করুন। আশা করছি আজকের এই পশ্চিম মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন আজকের এই পোস্টটি যদি আপনার ভালো
লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এমন পোস্ট আরো পেতে চান তাহলে এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন ধন্যবাদ।
পাঠকদের প্রশ্ন এবং উত্তর
সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে?
৬০০০mah ব্যাটারি ক্ষমতা সম্পন্ন ফোনে চার্জ বেশি থাকে।
ব্যাটারি চার্জ বেশি থাকার উপায়?
অবশ্যই ফোনে সব সময় পাওয়ার সেভিং মোড অন রাখতে হবে এতে ব্যাটারি চার্জ সেভ থাকবে এবং চার্জ কম ফুরাবে।
ফোনের চার্জ তাড়াতাড়ি যায় কেন?
ফোনের ব্রাইটনেস বেশি থাকলে ফোনের চার্জ তাড়াতাড়ি যায় এছাড়াও ফোনে অনেক বেশি হাবিজাবি অ্যাপ্স অথবা ভিডিওস থাকলে ফোনের চার্জ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় কি?
মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় হল পর্যাপ্ত পরিমাণে ব্যাটারীতে চার্জ করতে হবে সব সময় ব্যাটারি চার্জে রাখা যাবে না আবার মোবাইল দীর্ঘদিন ফেলে রাখা যাবে না।
ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url