Upwork কি? আপওয়ার্কে কিভাবে কাজ করবো (বিস্তারিত জানুন)
ফ্রিল্যান্সিং জগতে Upwork হলো একটি জনপ্রিয় মার্কেটপ্লেস যেখানে ১৫ মিলিয়নের বেশি দক্ষ ফ্রিল্যান্সাররা ৫ মিলিয়ন ক্লায়েন্টের সাথে কাজ করছে। চাইলে আপনিও একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে Upwork এ কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।তবে কাজ করার আগে আপনাকে "আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়" "আপওয়ার্ক এ একাউন্ট খোলার নিয়ম" সম্পর্কে জানতে হবে।Upwork কি? আপওয়ার্কে কিভাবে কাজ করবো ? আপওয়ার্ক সম্পর্কে খুঁটিনাটি সবকিছু জানতে পোস্ট টি সম্পূর্ণ পড়ুন।
ভূমিকা |
আপওয়ার্ক এ কাজ করার জন্য প্রথমে আপনাকে একটি শক্তিশালী এবং আকর্ষণীয় প্রোফাইল বানাতে হবে। তারপর আপওয়ার্কে আপনি বিনামূল্যে বিড পাবেন সেই বিড গুলো ব্যবহার করে ক্লায়েন্ট খুঁজতে হবে তারপর শুরু হবে আপনার আপওয়ার্কে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।বাংলাদেশে হাজার হাজার মানুষ রয়েছে যারা Upwork এ ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন চাইলে আপনিও তাদের মতো ইনকাম করতে পারবেন। আজকের এই পোস্টে Upwork কি? এবং আপওয়ার্কে কিভাবে কাজ করবো সেইসব বিষয় বিস্তারিত আলোচনা করবো।
Upwork কি?
Upwork ফ্রীলন্সার এবং ক্লায়েন্ট দের জন্য সেরা একটি মার্কেটপ্লেস।এখানে হাজারো ক্লায়েন্টরা তাদের প্রয়োজনীয় কাজ করানোর জন্য ফ্রিল্যান্সার খুঁজতে আসেন।আপওয়ার্ক এমন একটি সাইট যেখানে খুব দ্রুত কাজ পাওয়া সম্ভব।যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছেন তাদের জন্য এই ওয়েবসাইটটি সেরা।Upwork হলো একটি গ্লোবাল ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস যা সারা বিশ্বের প্রতিভাবান ফ্রিল্যান্সার সাথে ক্লায়েন্টদের সংযোগ স্থাপন করে।
এই মার্কেটপ্লেসে কাজ পাওয়া খুবই সহজ।বাংলাদেশে হাজার হাজার বেকার যুবক রয়েছে যারা এই ওয়েবসাইটে কাজ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। এই ওয়েবসাইটে প্রথমে সাইন আপ করে আপনি বিনামূল্যে কয়েকটি বিড পাবেন।এই বিড গুলো ব্যাবহার করে আপনি খুব সহজেই মার্কেটপ্লেস এ নিজের জায়গা করে নিতে পারবেন।অন্যান্য মার্কেটপ্লেস এর তুলনায় আপওয়ার্কে খুব দ্রুত কাজ পাওয়া যায়
এইজন্য আপওয়ার্ক এত জনপ্রিয় একটি মার্কেটপ্লেস হিসেবে পরিচিতি পেয়েছে।Upwork এ ১৫ মিলিয়নেরও বেশি ফ্রিল্যান্সার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।চাইলে আপনিও তাদের মতো একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন।Upwork এ আপনি ছোট খাটো কাজের মাধ্যমেও আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারবেন।
যেমন আপনার লেখালেখি দক্ষতা যদি খুব ভালো হয় তাহলে আপনি আপওয়ার্কে একজন আর্টিকেল রাইটার হিসেবে নিয়োগ দান করতে পারবেন।তবে এই কাজের পাশাপাশি Upwork এ টিকে থাকার জন্য আপনাকে আরো বেশি দক্ষ হয়ে উঠতে হবে। আরো বেশি দক্ষতা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে।
আপওয়ার্কে কিভাবে কাজ করবো
ফ্রিল্যান্সিং কাজ শুরু করতে চাচ্ছেন? তাহলে আমার মতে আপনার জন্য আপওয়ার্ক সেরা হবে কারণ এই মার্কেটপ্লেস টি নতুন ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে সেরা একটি মার্কেটপ্লেস।এখানে খুব সহজে এবং দ্রুত আপনি কাজ পেয়ে যাবেন। আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট খুলবেন, একাউন্ট খোলার পর সেখানে বিনামূল্যে আপনি কয়েকটা বিড পাবেন
সেই বিড গুলো ব্যবহার করে ক্লাইন্ট দের বিভিন্ন অফার করবেন তারা যদি আপনার অফার পছন্দ করে ,তাহলে তারা আপনাকে তাদের কাজের জন্য হায়ার করবে তারপর থেকে শুরু হবে আপনার আপওয়ার্ক ক্যারিয়ার।তবে কাজ শুরু করার আগে আপনাকে জানতে হবে আপওয়ার্ক এ কাজ পাওয়ার সেরা স্কিল গুলো যে স্কিল গুলোর সাহায্যে আপনি খুব সহজেই আপওয়ার্কে কাজ পেয়ে যাবেন
আপওয়ার্কে কাজ পাওয়ার সেরা স্কিল গুলো
এই মার্কেটপ্লেসে টিকে থাকার জন্য বিভিন্ন ধরনের স্কিল এর প্রয়োজন একটি স্কিল দিয়ে কেউ কখনো upwork এ টিকে থাকতে পারবেনা।তাই আপনি যদি Upwork মার্কেটপ্লেসে টিকে থাকতে চান এবং প্রতিমাসে প্রচুর টাকা ইনকাম করতে চান তাহলে আপনার নিজের মধ্যে বিভিন্ন স্কিল ডেভেলপ করতে হবে।তার মধ্যে কিছু সেরা স্কিল রয়েছে যেগুলোর সাহায্যে আপনি খুব সহজে এবং দ্রুত upwork এ ক্লাইন্ট পেয়ে যাবেন।সেই স্কিল গুলো জানতে নিচে দেখুন;
- লোগো ডিজাইন
- টি শার্ট ডিজাইন
- বুক কভার ডিজাইন
- পোস্টার ডিজাইন
- ইউজার ইন্টারফেস ডিজাইন
- ওয়েবসাইট কাস্টোমাইজেশন
- ওয়েব ডেভেলপমেন্ট
- স্ক্রিপটিং
- কোডিং
- জাভাস্ক্রিপ্ট
- সিএসএস
- এইচটিএমএল
- শপিফাই
- পিএইচপি
আপওয়ার্কে দ্রুত কাজ পাওয়ার জন্য আপনাকে উপরের এই স্কিল গুলো অর্জন করতে হবে।এই স্কিল গুলোর সাহায্যে আপনি খুব দ্রুত এবং সহজে আপওয়ার্কে কাজ পেয়ে যাবেন।আপওয়ার্কে সবচেয়ে জনপ্রিয় কাজগুলোর মধ্যে একটি হলো লোগো ডিজাইন এবং ওয়েব ডেভলপমেন্ট। এ দুটি কাজের অনেক চাহিদা।
আপনি যদি চান তাহলে একজন লোগো ডিজাইনার এর অথবা ওয়েব ডেভলপার হয়ে আপওয়ার্কে কাজ করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।এবার প্রশ্ন আসে আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য account কিভাবে খুলবো? আপনি যদি আপনাকে একাউন্ট খোলা না জানেন তাহলে নিচে আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম দেওয়া রয়েছে একবার দেখে নিন।
আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
আপওয়ার্কে কাজ করে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন? তাহলে প্রথমে আপনার ল্যাপটপ অথবা ফোনে Upwork.com সার্চ দিন। তারপর আপনার সামনে Get Started নামক একটি অপশন আসবে তার উপর ক্লিক করুন।
তারপর আপনার সামনে নিশ্চয়ই এমন একটি ইন্টারফেস আসছে এখানে আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি একজন ক্লাইন্ট হিসেবে উপওয়ার্ক এ জয়েন করতে চাচ্ছেন নাকি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে কাজ খুঁজতে আসছেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ার্কে জয়েন করতে চান তাহলে নিচের I'm a freelancer, looking for work অপশনে ক্লিক করুন।
এবার আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো চাইবে। সেগুলো দিয়ে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে।এবার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর একটি আকর্ষণীয় এবং স্ট্রং প্রোফাইল বানাতে হবে।যে প্রোফাইল দেখে ক্লাইন্টরা আকর্ষিত হবে এবং আপনাকে তাদের কাজের জন্য বেছে নিবে। চলুন তাহলে জেনে আসি , আপওয়ার্কে প্রোফাইল কিভাবে সাজাতে হয়।
আপওয়ার্কে প্রোফাইল কিভাবে সাজাতে হয়
আপওয়ার্কে আপনার প্রোফাইল যত আকর্ষণীয় ও সুন্দর হবে আপনার কাজ পাওয়ার চান্স তত বেশি বেড়ে যাবে। এই মার্কেটপ্লেস এ ক্লাইন্টের আপওয়ার্কের প্রোফাইলের উপর ডিপেন্ড করে কাজ দেয়। নিজের দক্ষতা এবং যোগ্যতা গুলোকে ক্লায়েন্টের কাছে তুলে ধরার এটি হলো সবচেয়ে সুদর্শনীয় সুযোগ।প্রোফাইল যত বেশি আকর্ষণীয় হবে কাজ পাওয়ার সম্ভাবনার তত বেড়ে যাবে। আপনি যদি না জেনে থাকেন যে আপওয়ার্কে প্রোফাইল কিভাবে সাজাতে হয় তাহলে নিচে দেখুন;
দক্ষতা গুলোকে তালিকাভুক্ত করতে হবে
প্রোফাইলে প্রথমেই আপনি কি কি বিষয়ে দক্ষ সেসব দক্ষতাগুলোর একটি তালিকা তৈরি করে সেগুলো প্রোফাইলে যুক্ত করতে হবে।এই দক্ষতাগুলো ক্লাইন্টের আপনাকে খুঁজে পেতে সাহায্য করবে। এজন্য এই দক্ষতা গুলো তালিকাভুক্ত করতে কিন্তু ভুলবেন না।
এভাবে নিজের প্রত্যেকটা দক্ষতা গুলোকে তালিকাভুক্ত করবেন। এছাড়াও দক্ষতা গুলোকে এভাবে তালিকাভুক্ত করলে আপনার প্রোফাইল দেখতে আরো আকর্ষণীয় এবং সুন্দর লাগবে।
একটি প্রোফাইল পিকচার বেছে নিতে হবে
প্রোফাইলের একটি পিকচার আপনার প্রোফাইলের মানকে আরো ১০ গুণ বাড়িয়ে দেয়। এইজন্য প্রোফাইলে একটি সুন্দর ছবি লাগাতে হবে। একটি পেশাদার পোশাক নির্বাচন করুন এবং হাসিমুখে একটি প্রাণ উজ্জ্বল ছবি তুলুন তারপর সেটি ক্রপ করে ছোট করুন আপনার মাথা এবং কাঁধ পর্যন্ত দেখা গেলেই চলবে তারপর সেটি প্রোফাইল সেট করুন।
দক্ষতা গুলো হাইলাইট করুন
নিজের দক্ষতাকে ক্লাইন্টের সামনে তুলে ধরার এটি সবচেয়ে সুবর্ণ সুযোগ। একটি ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলটি খুঁজে পায় তখন সবার আগে তার দৃষ্টি যায় আপনার শিরোনামের উপর। এইজন্য আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ সেটি আপনার শিরোনামে এড করুন। সহজ ভাষায় আপনি যদি খুব ভালো এসইও করতে পারেন অথবা খুব ভাল লেখা লেখি দক্ষতা থাকে তাহলে আপনি আপনার শিরোনাম রাখবেন SEO Expert অথবা Professional Article Writer।
সার্টিফিকেট তুলে ধরুন
প্রত্যেকটি ইনস্টিটিউট এ কোর্স করার পর তারা যে সার্টিফিকেটটি দেয় সেটি আপনার প্রোফাইলে তুলে ধরতে হবে তাহলে আপনি খুব দ্রুত ক্লায়েন্টদের বিশ্বাস এবং ভরসা অর্জন করতে পারবেন। ক্লায়েন্ট দের বিশ্বাস অর্জন করার এটি সবচেয়ে সেরা পন্থা। সার্টিফিকেট অ্যাড করার জন্য আপওয়ার্ক ওপেন করে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পর মাই ইনফরমেশন এ ক্লিক করে সেখান থেকে নিচে স্ক্রোল করে আপনি সার্টিফিকেট অপশন দেখতে পাবেন সেখানে আপনার সার্টিফিকেটের একটি ক্লিয়ার ছবি এড করবেন।
আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপওয়ার্ক প্রোফাইল সাজাতে হয় উপরোক্ত এই টিপস গুলো আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনি খুব দ্রুত ক্লায়েন্ট পেয়ে যাবেন।
আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায়
আপনার কি কাজ পাওয়া খুবই সহজ। বাংলাদেশে হাজার হাজার ফ্রিল্যান্সার আপওয়ার্ক এ কাজ করে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন।Upwork এ কাজ করার জন্য বিভিন্ন দক্ষতার প্রয়োজন আপনার মাঝে যদি সেই দক্ষতা গুলো থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমান যুগে ফ্রিল্যান্সিং বেকার যুবকদের আসার আলো হয়ে দাঁড়িয়েছে।ফ্রিল্যান্সিং করে প্রচুর ডলার ইনকাম করা যায় ।
এইজন্য দিন দিন ফ্রিল্যান্সিং এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।ফ্রিল্যান্সিং জন্য বহু মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো , ফাইবার আপওয়ার্ক ,ফ্রিল্যান্সার। এই তিনটি মার্কেট এ ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস।এই মার্কেটপ্লেস থেকে প্রতিমাসে আনলিমিটেড টাকা ইনকাম করা সম্ভব। তবে অন্যান্য মার্কেটপ্লেস গুলোর তুলনায় আপওয়ার্কে খুব দ্রুত এবং সহজে কাজ পাওয়া যায় অর্থাৎ যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছেন তাদের জন্য আপওয়ার্ক ওয়েবসাইটটি সেরা।
নতুনদের জন্য আপওয়ার্ক চাকরি মতো হয়ে দাঁড়িয়েছে।Upwork এ বিনামূল্যে বিড দেওয়া হয় সেই বিড গুলো ব্যবহার করে আপনি খুব সহজেই ক্লায়েন্টের অফার করতে পারবেন আপনার অফার যদি তাদের পছন্দ হয় তাহলে তারা আপনাকে তাদের কাজের জন্য বেছে নিবে। তবে বিড করার সঠিক নিয়ম জানতে হবে আপনি যদি সঠিক পদ্ধতিতে বিড করতে পারেন তাহলে আপনি খুব দ্রুতই ক্লাইন্ট পেয়ে যাবেন। এবার আসুন জেনে নেই কিভাবে আপওয়ার্কে বিড করতে হয়।
কিভাবে আপওয়ার্কে বিড করতে হয়
আপওয়ার্কে ক্লায়েন্ট খুঁজে পাবেন কিভাবে?আপওয়ার্কে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার জন্য আপনাকে আগে বিড করা শিখতে হবে।আপনি কি জানেন বিডের উপর ডিপেন্ড করে কাজ পাওয়া যায়? আপনার বিদ করার ধরন যত ভালো হবে আপনি তত দ্রুত ক্লায়েন্ট পেতে পারেন কারণ। এইজন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিড করতে হবে। বিড করা মানে ক্লায়েন্টের সামনে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরে ক্লায়েন্টকে অফার করা। তাই আপনি যদি না জেনে থাকেন যে কিভাবে আপওয়ার্ক এ বিড করতে হয় তাহলে নিচে দেখুন;
বিড করার জন্য প্রথমে আপনার আপওয়ার্ক ওপেন করুন ওপেন করার পর ফাইন্ড জবস এ ক্লিক করুন তারপর আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেই কাজটি বিষয়ে সার্চ দিন সার্চ দেয়ার পর আপনি এভাবে অনেকগুলো ক্লায়েন্ট দেখতে পাবেন যারা অলরেডি সেই কাজের জন্য পোস্ট করে রেখেছেন সহজ ভাষায় বলে যদি আপনি একজন লোগো ডিজাইনার হয়ে থাকে এবং আপনি যদি আপওয়ার্কে কাজ করতে চাচ্ছেন তাহলে ফাইন্ড জবসে ক্লিক করে সেখান থেকে লোগো ডিজাইন সার্চ করে আপনি অনেকগুলো ক্লায়েন্ট দেখতে পাবেন
যারা অলরেডি লোগো ডিজাইন করানোর জন্য পোস্ট করে রেখেছেন সেখানে আপনার পছন্দ অনুসারে একটি পোস্টের উপর ক্লিক করবেন। তারপর সেই পোস্টটি সম্পর্কে সমস্ত বিবরণ এক নজর পড়ে নিবেন তারপর আপনার সেই বিবরণ যদি ভালো লাগে তাহলে নিচে apply now নামক অপশনে ক্লিক করবেন।তারপর সেখানে দুইটা অপশন পাবেন by milestone এবং by project সেখান থেকে আপনি by project এ ক্লিক করার পর Select Duration অপশনে ক্লিক করার পর
Less than 1 month এ ক্লিক করবেন। ক্লায়েন্টকে যতটা সম্ভব কম সময়ের মধ্যে কাজ করে দেয়ার চেষ্টা করবেন।তারপর নিচে ডেসক্রিপশন অপশনে ক্লিক করে আপনার দক্ষতা এবং যোগ্যতা গুলো ক্লাইন্টের কাছে তুলে ধরবেন। তারপর চাইলে আপনি আপনার দক্ষতা অনুসারে একটি পিকচার সেখানে এটাচ করতে পারেন।তারপর set a bid নামক অপশনে ক্লিক করে একটি বিড ক্রিয়েট করবেন। তারপর নিচের সেন্ড ফর কানেক্টস অপসনে ক্লিক করে এপ্লাই করে দিবেন। তারপর আপনার বিডটি ক্লায়েন্ট পেয়ে যাবে আপনার প্রোপোজাল যদি ক্লায়েন্টের ভালো লাগে তাহলে সে নিশ্চয়ই আপনাকে তার কাজের জন্য বেছে নিবে।আপনি যদি উপরের এই টিপস গুলো অনুসরণ করেন তাহলে খুব দ্রুত আপওয়ার্কে ক্লায়েন্ট খুজে পাবেন।
আশা করছি আজকের এই পোষ্টের মাধ্যমে আপওয়ার্কে সম্পর্কিত সমস্ত কিছু বুঝতে পেরেছেন যে আপওয়ার্ক কি? আপওয়ার্কে কিভাবে কাজ পাওয়া যায়? আপওয়ার্কে কিভাবে কাজ করতে হয় ? আপওয়ার্ক একাউন্ট কিভাবে বানাতে হয়?আপওয়ার্কে কিভাবে বিড করতে হয়।
লেখকের শেষ কথা
আশা করি আপনি আজকের এই পোস্টের মাধ্যমে upwork সম্পর্কে খুঁটিনাটি সবকিছু জানতে পেরেছেন আজকের এই পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এমন পোস্ট আরো পেতে নিয়মিত এই ওয়েবসাইটে ভিজিট করবেন ধন্যবাদ।
ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url