দূর্বা ঘাস চুলের যত্নে - চুল পড়া রোধে দূর্বা ঘাসের উপকারিতা

দুর্বা ঘাসের জাদুকরি গুনাগুন

অতিরিক্ত চুল পড়ছে চুল পড়ে কোন কিছুতেই কমছে না? তাহলে এই পোস্টটি আপনার জন্য। আজকে এই পোস্টে আমরা দুর্বা ঘাসের ব্যবহার ও দুর্বা ঘাস চুলের যত্নে কিভাবে ব্যবহার করতে হয় সেসব বিষয় নিয়ে আলোচনা করব।
দূর্বা ঘাস চুলের যত্নে - চুল পড়া রোধে দূর্বা ঘাসের উপকারিতা

মাঠে বনে জঙ্গলে হাজারও দূর্বা ঘাস দেখা যায় কিন্তু আপনি কি জানেন দুর্বা ঘাসে হাজারো ঔষধি গুণাগুণ রয়েছে।দূর্বা ঘাস দিয়ে চর্মরোগ ,চুল পড়া, দন্তরগ, আমাশয় ও রক্ত ক্ষরণ সব সমস্যা দূর করা সম্ভব। আপনি যদি দূর্বা ঘাসের আশ্চর্যজনক সব ঔষধি গুনাগুন গুলো সম্পর্কে জানতে চান তাহলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

পেজ সূচিপত্র: দুর্বা ঘাস চুলের যত্নে

ভূমিকা

দূর্বা ঘাস যা হাজারো ঔষধি গুনাগুন এ ভরপুর। দুর্বা ঘাস সম্পর্কে আমাদের সকলের জেনে রাখা উচিত আমাদের আশেপাশের বেড়ে ওঠা এই ঘাস গুলোর কত উপকারিতা। সেই ছোট থেকেই আমরা দূর্বা ঘাসের সাথে পরিচিত কিন্তু এর ঔষধি গুনাগুন সম্পর্কে আমরা অনেকেই কিছু জানি না। দূর্বা ঘাস আপনি নিমিষেই আপনার শরীরের সমস্ত রোগ বালাই দূর করতে পারবেন।

আরো  পড়ুন: বাংলা লেখালেখি করে ইনকাম - আর্টিকেল লেখার উপায় 

বর্তমান সময়ে সবারই একটি কমন সমস্যা হলো চুল পড়া। অতিরিক্ত চুল পড়া নিয়ে জীবন যেনো অতিষ্ট হয়ে উঠেছে কোনো কিছুইতো চুল পড়া কমছে না।তাহলে আপনি দূর্বা ঘাসের ব্যাবহার করতে পারেন।দুর্বা ঘাস চুল পড়া রোধে ওষধ এর মত কাজ করে।দুর্বা ঘাস চুলের গড়া কে শক্ত করে এবং চুল পড়া রোধে করে।দুর্বা ঘাসের বৈশিষ্ট গুলো জানতে নিচে দেখুন

দূর্বা ঘাসের বৈশিষ্ট্য 

দূর্বা ঘাস আছে প্রচুর পরিমানে সোডিয়াম, পটাশিয়াম ,পটাশ ,আয়োডিন ,ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ,এনজাইম, প্রোটিন, ফসফরাস ,শর্করা, উপক্ষার, ফাইবার এবং ফ্লাভনয়েডস। এই উপাদানগুলো শরীরের বিভিন্ন রোগ বালাই দূর করে, হার্টকে সুস্থ রাখে,রক্ত পরিশোধন করে ইমিউনিটি বৃদ্ধি করে ,হজম শক্তিকে আরো উন্নত করে এবং রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে

আরো পড়ুন: মোবাইলে কপি ও পেস্ট করে ইনকাম করুন

আশা করছি উপরোক্ত আলোচনার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে দূর্বা ঘাসের বৈশিষ্ট্য কি কি রয়েছে এবার চলুন তাহলে আমরা জেনে নেই দূর্বা ঘাস চুলের যত্নে অর্থাৎ দূর্বা ঘাস কিভাবে চুল পড়া রোধ করে।

দূর্বা ঘাস চুলের যত্নে

আমাদের আশেপাশে বন জঙ্গলে মাঠে বেড়ে ওঠা এ দূর আকাশের উপকারিতা রয়েছে তার অন্যতম একটি হলো চুল পড়া রোধ করে দুর্বা ঘাসের হয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়োডিন ও পটাশিয়াম যা চুল পড়া রোধ করে এবং চুলকে আরো লম্বা ও ঘন করতে সাহায্য করে।অনেকে আমার কাছে প্রশ্ন করে যে চুল পড়া কিভাবে রোধ করা যায় চুল পড়া থেকে বাঁচার জন্য কত হাজার হাজার টাকা খরচ করেছি

কিন্তু কোন ফলাফল পাচ্ছি না।বর্তমান সময় চুল পড়ে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই মুশকিল আমরা সকলেই চুল পড়ার সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছি।এই অবস্থা থেকে বাঁচার একটি উপায় হল দুর্বা ঘাস।দুর্বা ঘাস রয়েছে হাজারো ওষুধি গুনাগুন।

চুল পড়া রোধ করতে চান? এবং ঘনো ও লম্বা চুল পেতে চান? 

তাহলে আজ থেকে দূর্বা ঘাসের ব্যাবহার করুন। চুল পড়া রোধে দূর্বা ঘাসের চেয়ে বেশি কার্যকরী ওষুধ আর কিছুই নেই। প্রশ্ন আসে যে দূর্বা ঘাস চুলে কিভাবে ব্যবহার করবেন?

দূর্বা ঘাস চুলের যত্নে : উপায় ১

কয়েকটি দুর্বাস নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন

তারপর ঘাসগুলো পাটায় বেটে তার রসগুলো বের করে নিন তার মধ্যে একটু এলোভেরা ও পেঁয়াজের রস মিশিয়ে সেটি মাথাতে ভালোভাবে ম্যাসাজ করুন। নিয়মিত ভালোভাবে মাথা ম্যাসাজ করলে চুল পড়া অনেকাংশে কমে যায়। এভাবে ২০ থেকে ২৫ মিনিট ম্যাসাজ করার পর হালকা গরম পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন।

এভাবে সপ্তাহের দুই থেকে তিনবার দুর্বা ঘাস ব্যবহার করবেন এতে খুব দ্রুত আপনার চুল পড়া রোধ হবে।দূর্বা ঘাস চুল পড়া রোধে ম্যাজিক এর মত কাজ করে, বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন।

দূর্বা ঘাস চুলের যত্নে : উপায় ২

কয়েকটি দুর্গা খাস নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তার মধ্যে মেথি ,এলোভেরা ও পেঁয়াজ কুচি দিয়ে পাটায় ভালোভাবে  থেঁতো করে নিন। তারপর সেটি মাথায় আলতো ভাবে লাগিয়ে রাখুন এতে চুল পড়া খুব দ্রুত বন্ধ হবে এবং চুল দ্রুত লম্বা ও ঘন হবে।সাথেই চুল অনেক মসৃণ হবে। আপনি চাইলে আরো ভালো ফলাফল পেতে তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল এড করতে পারেন

দূর্বা ঘাস চুলের যত্নে : উপায় ৩

বাসায় খাঁটি নারকেল তেল থাকলে বাটিতে তেল নিন তার মধ্যে পেঁয়াজকুচি ও মেথি দিন তারপর কয়েকটি দূর্বা ঘাস কুচি কুচি করে কেটে তার মধ্যে দিয়ে সেটি চুলায় দিয়ে গরম করুন। তারপর তেলটি ঠান্ডা করে মাথার স্কেলপে ভালোভাবে ম্যাসাজ করুন। ম্যাসাজ করলে মাথার রক্ত সঞ্চালন গতি আরো বেশি বৃদ্ধি পায় এতে চুল পড়া বন্ধ হয়। চুলের যত্নে দূর্বা ঘাসের চেয়ে বেশি কার্যকারী আর কিছুই নেই

এইজন্য একবার হলেও এই উপায় গুলো ট্রাই করে দেখবেন।আশা করছি আপনি বুঝতে পেরেছেন চুল পড়া বন্ধ করতে দূর্বা ঘাস কিভাবে ব্যবহার করতে হয়। এবার চলুন তাহলে আমরা জেনে আসি দূর্বা ঘাসের উপকারিতা গুলো।

দূর্বা ঘাসের উপকারিতা

আগাছা হিসেবে বিবেচিত এই দুর্বা ঘাসগুলো শরীরের নানান উপকারে আসে। দূর্বা ঘাস বেশিরভাগ সময় আমরা বন জঙ্গল অথবা মাঠে খেলতে যেয়ে দেখতে পাই কিন্তু আমরা অনেকেই এই দূর্বা ঘাড়ের উপকারিতা সম্পর্কে জানিনা এই দূর্বাঘাসে রয়েছে হাজারও ঔষধি গুনাগুন যা আমাদের শরীরের বিভিন্ন রোগবালাই দূর করতে সাহায্য করে।

দূর্বা ঘাসে রয়েছে হাজারও পুষ্টিকর উপাদান যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, পটাস, ফাইবার,আয়োডিন, এনজাইম, শর্করা ও প্রোটিন। উপাদানগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজে আসে আপনি যদি দূর্বা ঘাসের উপকারিতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে নিচে দেখুন আমরা দুর্বা ঘাসের উপকারিতা ও দূর্বা ঘাসের ব্যাবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি

দূর্বা ঘাস খেলে শরীরে দুর্বলতা দুর হয়
দূর্বা ঘাসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও শর্করা যার শরীরে দুর্বলতা দূর করে এবং শরীরে অনেক বেশি শক্তি যোগায়।শরীর দুর্বল থাকলে কোন কাজে মন বসে না ,খাওয়া দাওয়ায় অনিহা দেখা দেয় এবং সব সময় মাথার মধ্যে একটা ব্যথা অনুভব হয় যা অনেক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে। তাই শরীর থেকে এই দুর্বলতা কাটাতে চাইলে নিয়মিত দূর্বা ঘাস খেতে হবে।

আপনার শরীরেও দুর্বলতার সমস্যা থাকে তাহলে নিয়মিত এক গ্লাস দুর্বা ঘাসের রস খাবেন এক গ্লাস দূর্বা ঘাসের রস খেয়ে আপনার শরীর থেকে সমস্ত রোগবালাই দূর করতে করবেন।

দূর্বা ঘাস কোষ্ঠকাঠিন্য দূর করে
দূর্বা ঘাসে রয়েছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে কিংবা হজম শক্তির কোন সমস্যা থাকে তাহলে নিয়মিত এক গ্লাস দুর্বা ঘাসের রস খাবেন এতে আপনি খুব দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই পাবেন। কোষ্ঠকাঠিন্য অনেক কঠিন রোগ কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তী সময়ে পাইলসের মত সমস্যা দেখা দিতে পারে এই জন্য এখন থেকে সতর্ক থাকুন এবং নিয়মিত দূর্বা ঘাসের রস পান করুন।

দূর্বা ঘাস চুল পড়া বন্ধ করে
চুল পড়া রোধ করতে দুর্বা ঘাস ম্যাজিক এর মত কাজ করে। যারা অতিরিক্ত চুল পড়া নিয়ে চিন্তিত আছেন তারা নিয়মিত দূর্বা ঘাসের রস মাথায় ম্যাসাজ করবেন কিংবা দুর্বা ঘাস কুচি কুচি করে তেলের সাথে গরম করে মাথায় ব্যবহার করবেন এতে আপনি খুব দ্রুত চুল পড়া বন্ধ করতে পারবেন। এখন অল্প বয়সী মেয়েদের মাথাতেও দেখা যায় চুল অনেক কম তার অন্যতম কারণ হলো বাইরের ফাস্টফুড ও জাঙ্ক ফুড।
ফাস্টফুড খেলে চুল পড়া সমস্যা দেখা দেয় আবার অনেক সময় অপরিষ্কার আয়রনযুক্ত পানি দিয়ে গোসল করলেও চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।এইজন্য চুল পড়া থেকে রেহায় পেতে সপ্তাহে ৩-৪ দিন মাথায় দূর্বা ঘাসের ব্যাবহার করবেন।

দূর্বা ঘাস ব্রণ দূর করে
দূর্বা ঘাসে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টিভাইরাস উপাদান ত্বক থেকে ব্রণ ও অ্যালার্জি জাতীয় সমস্যা গুলোকে দূর করে। আপনার যদি ত্বকে কোন ব্রন অথবা ব্রন জাতীয় কালচে দাগ কিংবা অ্যালার্জির সমস্যা থাকে তাহলে আজ থেকেই দূর্বা ঘাসের পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখবেন এতে আপনি খুব শীঘ্রই ব্রণ থেকে রেহাই পাবেন।
দূর্বা ঘাস রক্ত ক্ষরণ বন্ধ করে
কাজ করতে যেয়ে মাঝে মাঝে আমাদের হাত-পা কেটে যায় তখন অনেক রক্ত বের হয় এই অবস্থায় যদি আপনি দূর্বা ঘাস চিবিয়ে ক্ষতস্থানের উপর লাগিয়ে রাখেন তাহলে খুব দ্রুত রক্ত ক্ষরণ বন্ধ হবে।
দূর্বা ঘাস হজম শক্তিকে উন্নত করে
দূর্বা ঘাসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা মানব দেহে হজম শক্তিকে আরো বেশি উন্নত করতে সাহায্য করে যাদের হজম শক্তির সমস্যা রয়েছে তারা নিয়মিত দূর্বা ঘাসের রস বানিয়ে খাবেন এতে খুব দ্রুত দুর্বল হজম শক্তি থেকে রেহাই পাবেন। দূর্বা খাস হজম শক্তিকে উন্নত করার পাশাপাশি আমাশয় কিংবা দীর্ঘদিনের ডায়রিয়া দুর করে। মাঝে মাঝেই বাচ্চাদের আমাশয় জাতীয় সমস্যা দেখা দেয় 

এক্ষেত্রে বাচ্চাদের তেতো তেতো ওষুধ না দিয়ে চেষ্টা করবেন ঘরোয়া উপায়ের মাধ্যমে রোগ বালাই দূর করার। ডায়রিয়া ,আমাশয় ,কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলোর সমাধানে দূর্বা ঘাস ম্যাজিক এর মত কাজ করে বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন।প্রিয় পাঠক আশা করছি আপনি দূর্বা ঘাসের উপকারিতা সম্পর্কে বুঝতে পেরেছেন।দুর্বা ঘাসের হাজার উপকারিতা রয়েছে

যা এক দুই লাইনে বলা সম্ভব নয় আমাদের সাথেই বন জঙ্গলে বেড়ে ওঠা এই দুর্বা ঘাস গুলোর হাজারো ওষুধি গুনাগুন রয়েছে তাই চলুন এবার আমরা জেনে আসি দুর্বা ঘাস খেলে কি হয়।

দূর্বা ঘাস খেলে কি হয়

দূর্বা ঘাস শুধু চুলের জন্য উপকারী নয় দূর্বা ঘাস আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী।দুর্বা ঘাস হার্ট, কিডনি,যৌণ এগুলোর কার্যক্ষমতা কে আরো বেশি উন্নত করে এবং রক্তকে পরিশোধন করে। দূর্বা ঘাস খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দূর্বা ঘাসে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টিভাইরাস উপাদান যা শরীরের রোগ বালাই দূর করে

এবং শরীরকে কর্মক্ষম রাখে। এছাড়াও আজকাল মানুষের বিভিন্ন কারণ নিয়ে চিন্তা স্ট্রেস থাকে নিয়মিত এক গ্লাস দূর্বা ঘাসের রস পান করলে স্ট্রেস ও মানসিক চাপ দূর হয়। বিজ্ঞানীরা বলেন যে নিয়মিত দূর্বা ঘাসের এক গ্লাস শরবত খাওয়ার ফলে সারাদিনের ধকল দুর হতে পারে। দূর্বা ঘাসের উপকারিতা এক দুই লাইনে বলে শেষ করা যাবে না। নিয়মিত এক গ্লাস দূর্বা ঘাসের

শরবত খেয়ে শরীরের সমস্ত রোগ বালাই দূর করা সম্ভব।দুর্বা ঘাসের রস খেলে কোষ্ঠকাঠিন্য, আলসার ,গ্যাস্টিক সমস্যা, চুল পড়ার সমস্যা, ব্রণ ও হার্টের সমস্যা দুর হয়। এতসব উপকারিতা শুধুমাত্র একটি উপাদানে পাওয়ায় একে অলৌকিক ঘাস বলা হয়। দূর্বা ঘাসের আরেকটি উপকারিতা হলো এটি সন্তান ধারনের সাহায্য করে। সন্তান ধারনের জন্য কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে দূর্বা ঘাস।

প্রিয় পাঠক আমরা আশা করছি যে আপনি দুর্বা ঘাসের রস খেলে কি হয় সেই সম্পর্কে বুঝতে পেরেছেন।দুর্বা ঘাসের উপকারিতা এই এক দুই লাইনে বলা সম্ভব নয়।দুর্বা ঘাসের হাজারো উপকারিতা রয়েছে এই জন্য আজ থেকেই নিয়মিত সকালে উঠে এক গ্লাস দুর্বা ঘাসের রস খাবেন এতে আপনার শরীরের সম্পূর্ণ রোগ বালাই দূর হবে।

লেখকের শেষ কথা

আমাদের আশেপাশে হাজরা দুর্বা ঘাস রয়েছে কিন্তু আমরা এই দুর্বা ঘাস ঠিকভাবে ব্যবহার করতে পারি না এবং আমরা দূর্বা ঘাসের ঔষধি গুনাগুন সম্পর্কে কিছুই জানিনা ফলে আমাদের আশেপাশেই এতসব ঔষধি গুনাগুন থাকার পরেও আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি না। দূর্বা ঘাস মানবদেহের যে কোন সমস্যায় ওষুধের মত কাজ করে। শরীরের সকল রোগবালাই দূর করতে নিয়মিত দূর্বা ঘাসের ব্যাবহার করবেন। আশা করছি আজকের এই পোষ্টটি আপনার ভালো লেগেছে আজকের এই পোস্টে আলোচনা করলাম দূর্বা ঘাস চুলের যত্নে অর্থাৎ চুল পড়া রোধে দূর্বা ঘাসের ব্যবহার , দুর্বা ঘাসের বৈশিষ্ট্য এবং দুর্বা ঘাস খেলে কি হয় সেই সম্পর্কে। এই পোস্টটি দ্বারা আপনি উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ এমন পোস্ট আরো পেতে এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url