আপনি কি আসল ২২ ক্যারেট রুপা চিনেন? আসল রুপা চেনা কিন্তু খুবই মুশকিল তবে আপনি যদি আজকের এই পোস্টটি সম্পন্ন পড়েন তাহলে আপনি খুব সহজেই আসল রুপা ও নকল রুপার মধ্যে তফাৎটি বুঝতে পারবেন আজকের এই পোস্টে আমরা আলোচনা করব রুপা কত প্রকার এবং ২২ ক্যারেট রুপা চেনার উপায় সম্পর্কে।
পুরাতন স্বর্ণের দাম ২০২৩
প্রিয় পাঠক আপনি কি ২২ ক্যারেট রুপা কিনতে আগ্রহী? কিন্তু ২২ ক্যারেট রুপা চিনবেন কিভাবে? বর্তমান বাজারে প্রতারকের অভাব নেই ২২ ক্যারেটের সোনার নামে অনেকেই ১৮ অথবা ২০ ক্যারেট রুপা বিক্রি করছেন তাই আজকের এই পোস্টে আমরা আলোচনা করব ২২ ক্যারেট রুপা চেনার উপায় সম্পর্কে।
পোস্ট সূচিপত্র
ভূমিকা
বর্তমান স্বর্ণবাজারে এত বেশি প্রতারক বের হয়েছে যে তারা নকল ইমিটেশন খেয়ে আসল রুপা হিসেবে বিক্রি করে মোটা টাকা ইনকাম করছেন।প্রত্যেকেই তো ২২ ক্যারেট রুপা আর ১৮ ক্যারেট রুপার মধ্যে তফাৎ বুঝতে পারে না তাই স্বর্ণকাররা সহজেই চোখে ধুলো দিয়ে 22 ক্যারেট রুপার নামে ১৮ অথবা ২০ ক্যারেট রুপা বিক্রি করে দাম নেয় ২২ ক্যারেটের। আন্তর্জাতিক রূপার বাজারে প্রত্যেকটি রুপার অলংকারের
আরো পড়ুন: বাংলা লেখালেখি করে টাকা ইনকাম করুন - আর্টিকেল লিখে ইনকাম
নিচে একটি করে স্ট্যাম্প দেয়া থাকে যার মাধ্যমে সহজেই রুপাটি ১৮ ক্যারেট নাকি ২২ ক্যারেট বোঝা যায়।কিন্তু বাংলাদেশে এখনো এমন কোন পদ্ধতি তৈরি হয়নি যার কারণে মানুষ প্রতি মুহূর্তেই প্রতারণার শিকার হচ্ছেন।তাই আমাদের আজকের এই পোস্টে আমরা ২২ ক্যারেট রুপা চেনার উপায় অথবা পদ্ধতি বলবো যার মাধ্যমে আপনি সহজেই ২২ ক্যারেট রুপা এবং 18 ক্যারেট রুপার তফাৎ বুঝতে পারবেন। তার আগে চলুন আমরা জেনে আসি রুপা কত প্রকার
রুপা কত প্রকার
বর্তমান সময়ের বাজারে সোনার দাম দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় ইউন্ত অথবা মধ্যবিত্তদের জন্য সোনা কিনা কোনভাবেই সম্ভব হয়ে উঠছে না।কিন্তু সখ তো পূরণ করতেই হবে তাই না? সেটা যেভাবেই হোক চাইলে তো রুপাকেও স্বর্ণের পানি দিয়ে ধুয়ে সোনা বানানো যায় তাই না? দিন দিন সোনার দামের সাথে রুপার চাহিদা বেড়েই চলেছে কারণ এত দাম দিয়ে সোনা কিনার চেয়ে রুপা পড়া অনেক ভালো।
কিন্তু কোন রুপা ভালো আপনি কি জানেন? কোন রুপা গুলো ঘামের সাথে কালো হবে না ?কিংবা দীর্ঘদিন রেখে দিলে কালো হবে না? ১৮ ক্যারেট ১৯ ক্যারেট এই রুপা গুলো খুবই নিম্নমানের হয় সাথে দামও কম হয়। কিন্তু এই রূপাগুলোতে ঘাম অথবা পানি থাকলে আস্তে আস্তে কালো হয়ে যায় কিংবা দীর্ঘদিন বাসায় ফেলে রাখার ফলেও কালো হয়ে যায়। তাই রুপা কিনলে ২১ অথবা ২২ ক্যারেটের গুলো কিনতে হবে।
২১ ক্যারেটের রুপা কখনোই কালো হয় না আপনি দীর্ঘদিন যাবত ফেলে রাখবেন কোন জায়গায় তবুও সেটি কালো হবে না কিন্তু এর দাম একটু বেশি হবে। অবশ্যই দাম একটু বেশি হলে তো জিনিস ভালো মানেরই হবে তাই না? রুপা দুই প্রকারের রয়েছে একটি নিম্নমানের আরেকটি উচ্চমানের নিম্নমানের গুলো হল ১৮ ক্যারেট আর ১৯ ক্যারেট আরেকটি উচ্চমানের গুলো হল ২০ ,২১ এবং ২২ ক্যারেট।
সবচেয়ে ভালো রুপা হল 22 ক্যারেট এবং ২১ ক্যারেট। প্রিয় পাঠক আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে রুপা কত প্রকার। এবার চলুন তাহলে আমরা জেনে আসি কোন রুপা গুলো ভালো।
কোন রুপা ভালো
রুপা কিনতে আগ্রহী? তাহলে আপনার আগে জানতে হবে কোন রুপা ভালো।বাজারে সোনার এত চড়া দামের জন্য দিন দিন চান্দি অথবা রুপার দাম বেড়েই চলেছে চাহিদা বেড়েই চলেছে সাথে দামও বৃদ্ধি পাচ্ছে কারণ কোন জিনিসের চাহিদার যত বেশি বৃদ্ধি পাবে তার দামও তত বেশি বৃদ্ধি পাবে অথবা মধ্যবিত্ত মানুষের জন্য রুপাই এখন একমাত্র অলংকার স্বর্ণের প্লেট অথবা স্বর্ণের পানি দিয়ে ধুয়ে ফেললে
সেটি দেখতে সোনার মত লাগে। কিন্তু আপনাকে আগে জানতে হবে যে কোন রুপা ভালো কোন রুপা কালো হবে না এবং শক্ত হবে না কোন রুপা পড়ে আরাম পাওয়া যাবে। ভালো মানের রুপা কিনলে অবশ্যই বাজেটও ভালো হতে হবে তাই আগে নিজের একটি নির্দিষ্ট বাজেট নির্ধারণ করুন। ১৮ ক্যারেট ও ১৯ ক্যারেটের রুপা গুলো দাম একটু কম হয় তবে
এই রুপা গুলো আস্তে আস্তে কালো হয়ে যায় এবং এই রূপাগুলো অনেক শক্ত হয় যা পড়ে আরাম পাওয়া যায় না তাই সব সময় চেষ্টা করবেন ২১ অথবা ২২ ক্যারেটের রুপা গুলো কেনার এ রুপা গুলো কখনোই কালো হয় না আর শক্তও হয় না পরে আরাম পাওয়া যায়। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কোন রূপা ভালো এবার চলুন তাহলে আমরা জেনে আসি ২২ ক্যারেট রুপা চেনার উপায় সম্পর্কে
২২ ক্যারেট রুপা চেনার উপায়
আজকাল বাজারে এত বেশি ভন্ড দোকানদার বের হয়েছে যারা ১৮-১৯ ক্যারেটের রুপাকে ২২ ক্যারেটের রুপা বলে চালিয়ে দেয় আবার অনেকে নকল ইমিটেশনকে রূপা বলে বিক্রি করে এবং মোটা টাকা ইনকাম করে। প্রত্যেকেই তো আর ২২ ক্যারেট ১৮ ক্যারেটের মধ্যে তফাৎটা বুঝতে পারে না তাই ভন্ড দোকানদার সহজেই চোখে ধুলো দিয়ে প্রতারণা শিকার বানায় কিন্তু আর কতদিন এভাবেই চলতে থাকবে?
আর নয় বন্ধুরা আজকের এই পোস্টে আপনাকে আমরা এমন কিছু উপায় বলব যে উপায়ের মাধ্যমে আপনি মিনিটেই ধরে ফেলতে পারবেন যে রুপাটি ১৮ ক্যারেটের নাকি ২২ ক্যারেটের। প্রথমে রুপার মধ্যে তফাৎ বের করা কিন্তু খুবই মুশকিল কারণ কোনটি ১৮ ক্যারেটের রুপা আর কোনটি ২২ ক্যারেটের রুপা বোঝাই যায়না দুটোই যেন হিরারা চকচক করে। কিন্তু ব্যবহার করার পর আস্তে আস্তে বোঝা
যায় যে রুপাটি ১৮ ক্যারেটের নাকি ২২ ক্যারেটের। ২২ ক্যারেট এর রুপা গুলো আস্তে আস্তে কালো হয়ে যায় কিংবা ঘামের স্পর্শে আসলেও সেটি কালো হয়ে যায় এবং সেটি শক্ত হয় আর ২২ ক্যারেটের রুপা অথবা সোনা কখনোই কালো হয় না আর সেটির নরম হয় পরে অনেক আরাম পাওয়া যায়। আচ্ছা চলুন তাহলে এবার আমরা ঝটপট ২২ ক্যারেট এর রুপা চেনার উপায় গুলো কি কি তা জেনে আসি
উপায় ১
২২ ক্যারেটের রুপা যাচাই করার জন্য রুপা উপরে হালকা লবণ এবং লেবু পানি ছিটিয়ে দিবেন এতে দেখবেন যদি রুপা ২২ ক্যারেটের হয় তাহলে তার কোন কালার পরিবর্তন হবে না আর যদি রুপাটি ১৮ অথবা ১৯ ক্যারেটের হয় তাহলে রুপারটির রং আস্তে আস্তে কালো হয়ে যাবে ঠিক তখনই আপনি ধরে ফেলতে পারবেন যে স্বর্ণকার আপনাকে ১৮ ক্যারেটের রুপা দিয়েছে নাকি ২২ ক্যারেট রুপা দিয়েছে।
উপায় ২
চুম্বুকের মাধ্যমে ও 22 ক্যারেট রুপা যাচাই করা সম্ভব।রুপা যদি রুপা খাঁটি আসল হয় কিংবা ২২ ক্যারেটের হয় তাহলে সেই রুপাটি চুম্বক দ্বারা আকর্ষিত হবে না আর যদি কোন রূপা ১৮ অথবা ১৯ ক্যারেটের হয় তাহলে চুম্বুক দ্বারা আকর্ষিত হবে। কারণ 18 অথবা 19 ক্যারেটের রুপা গুলোতে দস্তা সিলভার এবং লোহা মেশানো থাকে যার ফলে খুব সহজেই চুম্বক দ্বারা আকর্ষিত হয় আর যেগুলো ২২ ক্যারেটের খাঁটি রুপা সেগুলোতে কোন প্রকার দস্তা অথবা লোহা ব্যবহার করা হয় না যার ফলে সেটি চুম্বক দ্বারা আকর্ষিত হয় না।
উপায় ৩
২২ ক্যারেটের রুপা যাচাই করার আরো একটি ভালো উপায় হল বরফ।বরফের মাধ্যমে খুব সহজেই রুপাটি 22 ক্যারেটের নাকি ১৮ ক্যারেটের যাচাই করা সম্ভব খাঁটি রুপা তাপ সুপরিবাহী হয় ফলে আপনি যদি কোন রুপার উপর বরফ রাখেন আর সেই রুপাটি যদি 22 ক্যারেটের খাঁটি হয় তাহলে খুব দ্রুত গলে পানি হয়ে যাবে আর যদি রুপাটি ১৮ অথবা ১৯ ক্যারেটের হয় তাহলে বরফ টি গলতে সময় লাগবে।
উপায় ৪
২২ ক্যারেটের রুপা চেনার আরেকটি কার্যকারী উপায় হল জারক এসিড অ্যাসিডের মাধ্যমে খুব সহজেই 22 ক্যারেটের রুপা ও ১৮ ক্যারেটের রুপার যাচাই করা সম্ভব ২২ ক্যারেটের সোনার উপর যখন কোন জারক এসিড দেওয়া হয় তখন সে রূপটি সেভাবে ক্ষতিগ্রস্ত হয় না আর যদি কোন ১৮ ক্যারেটের রুপার উপর জারক এসিড দেওয়া হয় তাহলে সেই রুপাতে অনেক ক্ষতিগ্রস্ত হয় ফলে খুব সহজেই বোঝা যায় যে রোপাটি আসলে ২২ ক্যারেট ছিল নাকি 18 ক্যারেটের।
উপায় ৫
২২ ক্যারেট এর রুপা হোক অথবা সোনা সেটি অবশ্যই নরম হবে এবং পড়ে অনেক আরাম পাওয়া যায়। আর ২২ ক্যারেট এর রুপা গুলোকে আপনি যেভাবে ইচ্ছা বাকাতে পারবেন। কারণ ২২ ক্যারেট রুপার মধ্যে 90% রুপা থাকে। কিন্তু ১৮ অথবা ১৯ ক্যারেটের রুপা গুলোর মধ্যে বেশিরভাগই সিলভার এবং দস্তা মেশানো থাকে যার ফলে আপনি আপনার ইচ্ছা অনুসারে সেগুলোকে বাঁকাতে পারবেন না আর সেগুলো ২২ ক্যারেটের রুপার তুলনায় অনেক শক্ত হয় পড়ে আরাম পাওয়া যায় না।
প্রিয় পাঠক উপরোক্ত উপায় গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই 22 ক্যারেটের রুপা গুলো চিনতে পারবেন এবং প্রতারণার হাট থেকে রেহাই পেতে পারবেন বর্তমান সময়ে এত বেশি প্রতারক হয়েছে যে তারা ১৮ ক্যারেটের রুপা অথবা সোনাগুলোকে ২২ ক্যারেট বলে চালিয়ে দেয়। তাই আজকের এই পোস্টটি সম্পূর্ন পড়লে আপনি খুব সহজেই সেই প্রতারক স্বর্ণকারদের হাত থেকে রক্ষা পেতে পারবেন।
এতক্ষণ তো আমরা ২২ ক্যারেট রুপা চেনার উপায় সম্পর্কে আলোচনা করলাম এবার চলুন তাহলে আমরা জেনে আসি ২২ ক্যারেট রুপার দাম ২০২৩ বাংলাদেশ ।
২২ ক্যারেট রুপার দাম ২০২৩ বাংলাদেশ
দিন যতই যাচ্ছে স্বর্ণের দাম যেন ততই বেড়েই চলেছে সাথে রুপার চাহিদাও। এত দাম দিয়ে স্বর্ণ কিনা নিম্নবিত্ত অথবা মধ্যবিত্তদের জন্য কোনভাবেই সম্ভব নয়। কিন্তু সখ ত মেটাতেই হবে। তাই স্বর্ণের দাম বৃদ্ধির সাথে সাথেই রুপার চাহিদাও বেড়েই চলেছে আপনি কি জানেন প্রাচীনকালের স্বর্ণের চেয়ে রূপার দাম অনেক বেশি ছিল রুপার চাহিদাও অনেক বেশি ছিল প্রত্যেকেই রুপা পছন্দ করত।
নারীদের শ্রেষ্ঠ অলংকার হিসেবে ছিল তখন রুপা কিন্তু এখন সময়ের সাথে সাথে রুপার চাহিদা এবং দাম দুটোই কমে গেছে প্রত্যেকেই শুধু স্বর্ণ চাই। কিন্তু এখন স্বর্ণ বাজারের স্বর্ণের যে চড়া দাম এই দাম দিয়ে স্বর্ণের সম্ভব নয় তাই আজকের এই পোস্টে আমরা আলোচনা করব বাংলাদেশে ২০২৩ সালে ২২ ক্যারেট রুপার দাম কত সেই সম্পর্কে। আপনি যদি ২২ ক্যারেটের রুপা কিনতে আগ্রহী হন তাহলে ২২ ক্যারেটের
রুপার দাম সম্পর্কে আপনার জানা উচিত।২২ ক্যারেট রুপার দাম জানতে নিচে দেখুন
- বর্তমান সময়ের স্বর্ণ বাজারে ২২ ক্যারেটের ১ ভরি রুপার দাম হল ২ হাজার ১১৫ থেকে ১২০ টাকা।
- আর ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম হল ১৯৯৮০-২০০০ টাকা।
- এবং সবচেয়ে নিম্নমানের ১৮ ক্যারেটের ১ ভরি রুপার দাম হল ১৫০০ থেকে ১৭০০ টাকা।
১৮ ক্যারেটের রুপার দাম যদিও একটু কম তবে এই রুপা গুলো অনেক শক্ত হয় এবং কিছুদিন পর কালো হয়ে যায় তাই আমার মতে ২১ অথবা ২২ ক্যারেটের রুপা গুলো নেওয়া উচিত এই রুপা গুলো কখনো কালো হয় না এবং পরেও বেশ আরাম পাওয়া যায় আর ২২ অথবা রুপাতে ৯১-৯৭ % রুপা থাকে। কিন্তু ২১ অথবা ২২ ক্যারেটের রুপা গুলোর দাম একটু বেশি আমার মতে বাজেট ভালো রেখে ২১ অথবা ২২
ক্যারেটের রুপা গুলো আপনার নেওয়া উচিত। আশা করছি আপনি চান্দির রুপা চেনার উপায় এবং চান্দি রুপার দাম সম্পর্কে বুঝতে পেরেছেন।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা আলোচনা করলাম বাইশ ক্যারেট রুপা চেনার উপায় সম্পর্কে এবং ২২ ক্যারেট রুপার দাম ২০২৩ বাংলাদেশ সম্পর্কে। বাজারে তো আজকাল প্রতারকের অভাব নেই প্রত্যেকের চেষ্টা করে মানুষের চোখে কিভাবে ধুলো দিয়ে বেশি টাকা ইনকাম করা যায়।তাই স্বর্ণবাজারে ১৮ ক্যারেট ১৯ ক্যারেটের রুপা অথবা সোনাগুলোকে আমাদের চোখে ধুলো দিয়ে ২২ ক্যারেট বলে বিক্রি করে
তাই আশা করছি আপনি আজকের এই পোস্টের মাধ্যমে সহজেই ২২ ক্যারেট ও ১৮ ক্যারেটের রুপা গুলোকে চিনতে পারবেন। এই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন যেন আর ৪টি মানুষ ও ২২ ক্যারেট রুপা ও ১৮ ক্যারেট রুপার মধ্যে তফাৎটা বুঝতে পারে এবং প্রতারণা শিকার না হয়। আশা করছি আজকের এই পোস্টটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনি যদি এমন পোস্ট আরো পেতে চান তাহলে এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন ধন্যবাদ।
ডিজিটাল লাইফ স্টাইলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url